কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৫

প্রশ্নঃ কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
ক. বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
খ. দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
গ. এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভালো?
ক. First come first serve
খ. Round-robin
গ. Shortest job first
ঘ. Last come first serve
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয়–
ক. ২০০৭ সালে
খ. ২০০৬ সালে
গ. ২০০৮ সালে
ঘ. ২০০৯ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি রিলেশনেল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
ক. Tuples
খ. Attribute
গ. Tables
ঘ. Rows
উত্তরঃ খ

প্রশ্নঃ মুদ্রিত লেখা সরাসরি ইনপুট করার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?
ক. OMR
খ. OCR
গ. MICR
ঘ. Scanner
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০০০ সালের ১ জানুয়ারী সারা বিশ্বে কম্পিউটারে নতুন সহস্রাব্দজনিত একটি সমস্যার সম্মখীন হয়, সমস্যাটি হচ্ছে
ক. Y2K
খ. K2Y
গ. 2KY
ঘ. 2YK
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যান্ডউইথ কি?
ক. ডেটা সংরক্ষণের হার
খ. ডেটাপ্রবাহের হার
গ. ডেটা মুছে ফেলার হার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
ক. মার্ক-১
খ. মাস্ক-১
গ. টোলার্ক-১
ঘ. টেকনো-১
উত্তরঃ ক

প্রশ্নঃ নীচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. OMR
খ. COM
গ. Plotter
ঘ. Monitor
উত্তরঃ ক

প্রশ্নঃ সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে–
ক. ১২টি
খ. ১০টি
গ. ৬টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ E-mail-এর উদ্ভাবক রে টমলিনসন কবে মৃত্যুবরণ করেন?
ক. ১০ মার্চ ২০১৬
খ. ৮ মার্চ ২০১৬
গ. ৫ মার্চ ২০১৬
ঘ. ১৫ মার্চ ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়–
ক. পরমাণু শক্তি কেন্দ্রে
খ. জাতীয় সংসদে
গ. সুপ্রিম কোর্টে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বগ্রাম (Global Village) এর জনক বলা হয় কাকে?
ক. মার্শাল টিটো
খ. জন ভন নিউম্যান
গ. মার্শাল ম্যাকলুহান
ঘ. রবার্ট জনসন
উত্তরঃ গ

প্রশ্নঃ কম্পিউটার এর RAM হচ্ছে/ RAM in computer stands for
ক. Readily avilable memory
খ. Random access memory
গ. Read access memory
ঘ. Reading access memory
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের ব্রেইন হলো–
ক. মেমোরি
খ. হার্ড ডিক্স
গ. বায়োস
ঘ. মাইক্রো প্রসেসর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
ক. malware
খ. virus
গ. lip – lop
ঘ. Firmware
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
ক. ১০০০ ´ ১০০০
খ. ১০২৪ ´১০২৪
গ. ১০৩২ ´১০৩২
ঘ. ১০০ ´১০০
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার সিপিইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
ক. এ. এল. ইউ (ALU)
খ. কন্ট্রোল ইউনিট (control unit)
গ. রেজিস্টার সেট (Register set)
ঘ. কোনোটি নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবন করেন কে?
ক. স্যামুয়েল জনসন
খ. স্যামুয়েল হার্স্ট
গ. স্যামুয়েল এল জ্যাকসন
ঘ. রবার্ট জনসন
উত্তরঃ খ

প্রশ্নঃ Bandwidth সাধারণত হিসেব করা হয়?
ক. Byte per second
খ. Bit per second
গ. Megabyte per second
ঘ. Kilobyte per second
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি 3G Language নয়?
ক. C
খ. Java
গ. Assembly
ঘ. Machine Language
উত্তরঃ খ, গ, ঘ

প্রশ্নঃ কম্পিউটারের প্রধান মেমরি-
ক. মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে
খ. মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে
গ. মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে
ঘ. সিপিইউ এর ভেতরে থাকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রাম
গ. অপারেটিং সিস্টেম
ঘ. হার্ডওয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?
ক. Simplex
খ. Half-duplex
গ. Full-duplex
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ Supercomputer Mainframe এর চেয়ে
ক. কম শক্তিশালী
খ. বেশি শক্তিশালী
গ. সমান শক্তিসম্পন্ন
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ল্যাপটপ’ হলো এক ধরনের-
ক. পর্বতারোহণ সামগ্রী
খ. ছোট কুকুর
গ. বাদ্যযন্ত্র
ঘ. ছোট কম্পিউটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইন্টারনেট চালুর বছর—
ক. ১৯৫৯
খ. ১৯৬৫
গ. ১৯৬৯
ঘ. ১৯৮১
উত্তরঃ গ

প্রশ্নঃ ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়
ক. ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
খ. ভাইরাস ধ্বংসের জন্য
গ. খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
ঘ. ডিস্ক ফরমেট কতে
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৯ জুলাই ২০১৫ মাইক্রোসফট-এর কোন অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে?
ক. উইন্ডোজ-১০
খ. উইন্ডোজ-১২
গ. উইন্ডোজ-৮
ঘ. উইন্ডোজ-৭
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!