কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৩

প্রশ্নঃ কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি-
ক. সত্য
খ. মিথ্যা
গ. দুটোই হতে পারে
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
ক. ড. জন মউসলিকে
খ. প্রেসপার একটিকে
গ. হলারিধকে
ঘ. চার্লস ব্যাবেজকে
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট ০ থাকে । এই গেটটি-
ক. AND
খ. OR
গ. NAND
ঘ. XOR
উত্তরঃ গ

প্রশ্নঃ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক. ইউনিভ্যাক
খ. এনিয়াক
গ. পিডিপি
ঘ. এডস্যাক
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
গ. বুদ্ধি বিবেচনা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
উত্তরঃ গ

প্রশ্নঃ TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
ক. প্রোগ্রাম
খ. প্রোটোকল
গ. প্রোগ্রামিং
ঘ. ফ্লোচার্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো–
ক. ডট বিএল (.bl)
খ. ডট বাংলা (.bangla)
গ. ডট বিডি (.bd)
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ক. ট্রানজিস্টার
খ. আইসি
গ. মাইক্রোপ্রসেসর
ঘ. বায়ুশূন্য ভাল্ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ই-মেইল
খ. ইন্টারকম
গ. ইন্টারনেট
ঘ. টেলিকমিউনিকেশন
উত্তরঃ গ

প্রশ্নঃ সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
ক. এপ্লিকেশন প্রোগ্রাম
খ. লোটাস
গ. ফাইল মেকার
ঘ. সিস্টেম সফটওয়্যার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হলো–
ক. Fragmentation
খ. Defragmentation
গ. Format
ঘ. None of the above
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বলা হয়-
ক. মাদারবোর্ড
খ. লজিক ইউনিট
গ. মনিটর
ঘ. কন্ট্রোল ইউনিট
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইক্রোসফ্‌টের সার্চ ইঞ্জিন কোনটি?
ক. Google
খ. Bing
গ. Yahoo
ঘ. None of the above
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সঠিক নয়?
ক. A+0= A
খ. A.1 = A
গ. A+A = 1
ঘ. A.A’ = 1
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হল–
ক. ডট বিএল (.bl)
খ. ডট বাংলা (.bangla)
গ. ডট বিডি (.bd)
ঘ. ডট বাংলা বিডি (.banglabd)
উত্তরঃ খ

প্রশ্নঃ ট্রানজিস্টর মূলত কি হিসেবে ব্যবহৃত হয়–
ক. ডাটা প্রসেসিং
খ. অ্যামপ্লিফায়ার
গ. ডিজাইনিং
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ

প্রশ্নঃ এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. এটির নির্মাতা গুগল
খ. এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
গ. এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
ঘ. উপরের সবগুলো সঠিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ CPU কোন address generate করে?
ক. Physical address
খ. Logical address
গ. Both physical and logical address
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস কি?
ক. একট ক্ষতিকারক জীবাণু
খ. একটি ক্ষতিকারক সার্কিট
গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২২ সেপ্টেম্বর ২০১৫ মাইক্রোসফটের কোন অফিস সফটওয়্যার বাজারে আসে?
ক. অফিস ২০১৫
খ. অফিস ২০১৬
গ. অফিস ২০১৭
ঘ. অফিস ২০১৮
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি অপারেটিং সিস্টেম?
ক. বেসিক
খ. উইন্ডোজ-২০০০
গ. কোবল
ঘ. কোয়াট্রোপ্রো
উত্তরঃ খ

প্রশ্নঃ Wi Max এর পূর্ণরূপ কি?
ক. Worldwide Interoperability for Microwave Access
খ. Worldwide Internet for Microwave Access
গ. Worldwide Interconnection for Microwave Access
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
ক. Data Definition Language
খ. Data manipulation Language
গ. Quary Language
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো–
ক. ইনটেল 4004
খ. ইনটেল 2020
গ. আইবিএম 4004
ঘ. এমএসআই 4004
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয়–
ক. বাইটের হিসাব করে
খ. বিটের হিসাব করে
গ. ইঞ্চির হিসাব করে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. কম্পাইলার
গ. ডেটাবেস
ঘ. এসেম্বলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Social Networking Site-এ যোগাযোগ কোন media ব্যবহৃত হয়?
ক. Image/video
খ. Audio
গ. Text
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ VESA-এর পূর্ণরূপ কি?
ক. Video Electronics Standards Association
খ. Visa Electronics Standards Association
গ. Video Electronics Standards Authority
ঘ. Video Electronics Sound Accessories
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ নীচের কোন্‌টি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
ক. Mouse
খ. Microphone
গ. Touch Screen
ঘ. Printer
উত্তরঃ গ

প্রশ্নঃ Y2K- তে K মানে-
ক. শত
খ. হাজার
গ. দশ হাজার
ঘ. লক্ষ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!