আন্তর্জাতিক বিষয়াবলী-৯০

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত?
ক. ওয়াশিংটন চুক্তি
খ. স্বাধীনতা চুক্তি
গ. প্রথম ভার্সাই চুক্তি
ঘ. বার্লিন চুক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?
ক. ডেজার্ট শীল্ড
খ. ক্রুসেড
গ. ডেজার্ট স্টর্ম
ঘ. ইনফাইনাইট জাস্টিস
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশ কবে এআইআইবি (AIIB) চুক্তি অনুমোদন করে?
ক. ১৫ মার্চ ২০১৬
খ. ২০ মার্চ ২০১৬
গ. ২২ মার্চ ২০১৬
ঘ. ১২ মার্চ ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ডেটন শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়-
ক. ১৯৯০ সনে
খ. ১৯৯১ সনে
গ. ১৯৯২ সনে
ঘ. ১৯৯৩ সনে
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়-
ক. ১৯৪৫ সালের ৯ আগস্ট
খ. ১৯৪৫ সালের ৬ আগস্ট
গ. ১৯৪৫ সালের ৮ আগস্ট
ঘ. ১৯৪৫ সালের ৭ আগস্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ এ পর্যন্ত (২০১৫) কতটি দেশ CTBT অনুমোদন করেছে?
ক. ১৬৪ টি
খ. ১৬০ টি
গ. ১৫৫ টি
ঘ. ১৬৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষরকারী দেশ কতটি?
ক. ১৯০ টি
খ. ১৭৫ টি
গ. ১৮৫ টি
ঘ. ১৬৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ইমবেডেড জার্নালিজম’ কোন অপারেশনের সাথে যুক্ত?
ক. অপারেশন ইরাকি ফ্রিডম
খ. অপারেশন ডেজার্ট স্টর্ম
গ. অপারেশন রেড ডন
ঘ. অপারেশন লিপ ফরওয়ার্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ কিয়াটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?
ক. জনসংখ্যার হ্রাস
খ. দারিদ্র হ্রাস
গ. নিরস্ত্রীকরণ
ঘ. বিশ্ব উষ্ণতা হ্রাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৪ সেপ্টেম্বর ২০১৫ বাণিজ্য সহায়তা চুক্তি (FTA) অনুমোদনকারী বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬তম দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. জাপান
গ. চীন
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০
খ. ১৯৯৩
গ. ১৯৯৬
ঘ. ১৯৯৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ইঙ্গ-মার্কিন বাহিনী কর্তৃক ‘অপারেশন ইনডিউরিং ফ্রিডম’ পরিচালনা করা হয় কোন দেশে?
ক. ইরাক
খ. সিরিয়া
গ. আফগানিস্তান
ঘ. লিবিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
ক. ১৯৪৮
খ. ১৯৫৬
গ. ১৯৪৫
ঘ. ২০০০
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল?
ক. পারস্য উপসাগর
খ. আরব সাগর
গ. শাত ইল আরব
ঘ. ওমান উপসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের ‘মানবাধিকার কমিশন’ গঠিত হয়-
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
ক. এবোটাবাদ
খ. বালাকোট
গ. কোয়েটা
ঘ. গিলগিট
উত্তরঃ খ

প্রশ্নঃ Peral Harbour, where the american Pacific Fleet was stationed,was attacked by Japanese-/জাপান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর বন্দর পার্ল হারবার আক্রমণ করে-
ক. 1939
খ. 1935
গ. 1944
ঘ. 1941
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তি স্বাক্ষর করা দেশ কতটি?
ক. ১৩
খ. ১২
গ. ১৫
ঘ. ৯
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়-
ক. ১৯১৪ সালের ১০ সেপ্টেম্বর
খ. ১৯১৭ সালের ১৪ আগস্ট
গ. ১৯১৮ সালের ১১ নভেম্বর
ঘ. ১৯২০ সালের ১৯ জুন
উত্তরঃ গ

প্রশ্নঃ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ Maastrich শহরটি কোথায় অবস্থিত?
ক. নেদারল্যান্ড
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. ইল্যান্ডে
ঙ. ইতালি
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়–
ক. ১৯৪৪ সালের ১ সেপ্টেম্বর
খ. ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
গ. ১৯৪৫ সালের ৯ আগস্ট
ঘ. ১৯৪৫ সারের ৬ আগস্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিচট চুক্তি অনুমোদরে জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
ক. লুক্সেমবার্গ
খ. আয়ারল্যান্ড
গ. গ্রিস
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) বিশ্বের কতটি দেশের শান্তিরক্ষী কাজ করছে?
ক. ১২৬টি
খ. ১২২টি
গ. ১২০টি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ওয়াটার লুর যুদ্ধে কে পরাজিত হন?
ক. রবার্ট ক্লাইভ
খ. ম্যাকআর্থার
গ. ক্লিনটন
ঘ. নেপোলিয়ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে?
ক. জাপান
খ. আফগানিস্তান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. সোমালিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক. ৬২০
খ. ৬২১
গ. ৬২২
ঘ. ৬২৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?
ক. এনপিটি
খ. রিও চুক্তি
গ. স্টার্ট-১
ঘ. স্টার্ট-২
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ‘ফকল্যান্ড’ নিয়ে যুদ্ধ হয় কত সালে?
ক. ১৯৮০
খ. ১৯৮১
গ. ১৯৮২
ঘ. ১৯৮৩
উত্তরঃ গ

প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ কবে স্বাক্ষর করে?
ক. ২৫ জুলাই ২০১৬
খ. ২২ জুন ২০১৬
গ. ২২ এপ্রিল ২০১৬
ঘ. ২২ মে ২০১৬
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!