আন্তর্জাতিক বিষয়াবলী-৮৬

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ:

প্রশ্নঃ ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?
ক. স্পেন
খ. আর্জেন্টিনা
গ. পর্তুগাল
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Velvet Revolution’ কি?
ক. Velvet সামগ্রীর উৎপাদন
খ. সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
গ. গর্বাচেভের কর্মসূচী
ঘ. এর কোন অস্তিত্ব নেই
উত্তরঃ খ

প্রশ্নঃ যে দুটো দেশের মধ্যে আফিম যুদ্ধ (Opium War) বাধে-
ক. চীন ও যুক্তরাজ্য
খ. চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
গ. চীন ও রাশিয়া
ঘ. চীন ও ফ্রান্স
উত্তরঃ ক

প্রশ্নঃ North American Free Trade Agreement কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “উই রিভার” চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
ক. ১৯৯৮
খ. ১৯৯৯
গ. ২০০০
ঘ. ২০০১
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম মহাযুদ্ধ কোন সনে শুরু হয়?
ক. ১৯১৪
খ. ১৯১৮
গ. ১৯৪০
ঘ. ১৯৪৪
উত্তরঃ ক

প্রশ্নঃ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক. ৭ অক্টোবর ২০১৫
খ. ৬ অক্টোবর ২০১৫
গ. ৫ অক্টোবর ২০১৫
ঘ. ৪ অক্টোবর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?
ক. গ্রিস ও তুরস্ক
খ. তুরস্ক ও ইরাক
গ. গ্রিস ও ইতালি
ঘ. স্পেন ও যুক্তরাজ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ Operation Desert Strom বলতে কোন যুদ্ধকে বুঝায়?
ক. ইরান-ইরাক যুদ্ধ
খ. ভিয়েতনাম যুদ্ধ
গ. ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্রুসেডের আনুমানিক সময়কাল কত?
ক. ৮২৬-১০২৬ খ্রিঃ
খ. ৮৯৬-১১২৬ খ্রিঃ
গ. ১০৯৬-১২৯২ খ্রিঃ
ঘ. ১২২৬-১৩২৬ খ্রিঃ
উত্তরঃ গ

প্রশ্নঃ সি.টি.বি.টি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?
ক. পরিবেশ সংরক্ষণ
খ. পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
গ. মুক্ত বাণিজ্য
ঘ. শিশু পাচার রোধ
উত্তরঃ খ

প্রশ্নঃ মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল-
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ক. ইতালি
খ. জার্মানি
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোরীয় যুদ্ধ কোন সনে আরম্ভ হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
উত্তরঃ খ

প্রশ্নঃ Operation Iraqi Freedom’ যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে?
ক. ২০০১ সালের ৫ মার্চ
খ. ২০০২ সালের ১ মার্চ
গ. ২০০৩ সালের ২০ মার্চ
ঘ. ২০০৪ সালের ২৫ মার্চ
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম–
ক. লিয়াওনিং
খ. ঝাওজিং
গ. লি পিনিং
ঘ. লিয়াওপিং
উত্তরঃ ক

প্রশ্নঃ গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?
ক. মিশর ও ইসরায়েল
খ. সিরিয়া ও ইসরায়েল
গ. জর্ডান ও ইসরায়েল
ঘ. রাশিয়া ও জর্জিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্র কবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটায়?
ক. ২৪ ডিসেম্বর ২০১৪
খ. ২৬ ডিসেম্বর ২০১৪
গ. ২৫ ডিসেম্বর ২০১৪
ঘ. ২৮ ডিসেম্বর ২০১৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মন্ট্রিল প্রটোকলের ৫ম সংশোধনী কোথায় গৃহীত হয়?
ক. বেইজিং, চীন
খ. মন্ট্রিল, কানাডা
গ. কিগালি, রুয়ান্ডা
ঘ. লন্ডন, কানাডা
উত্তরঃ গ

প্রশ্নঃ “অরেঞ্জ রেভুলেশন” (Orange Revolution) কোথায় সংঘটিত হয়েছে?
ক. যুক্তরাষ্ট্রে
খ. পূর্ব ইউরোপে
গ. জার্মানিতে
ঘ. ইউক্রেনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি-
ক. সিটিবিটি
খ. কিয়োটো চুক্তি
গ. রোম চুক্তি
ঘ. অটোয়া চুক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল–
ক. কমিন্টার্ন
খ. কমেকন
গ. কমিনফর্ম
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ছয় দিনের যুদ্ধ যে সনে সংঘটিত হয়?
ক. ১৯৫৬
খ. ১৯৬৭
গ. ১৯৭৩
ঘ. ১৯৮২
উত্তরঃ খ

প্রশ্নঃ আফগান যুদ্ধের প্রথম কমান্ডার কে ছিলেন?
ক. জেনারেল জন ম্যাককল
খ. জেনারেল জন কলিন
গ. জেনারেল জন হার্বাট
ঘ. জেনারেল জন ক্যাম্পবেল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশ দুটির মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. রাশিয়া-ভারত
খ. ভারত-পাকিস্তান
গ. ভারত-চীন
ঘ. ভারত-বাংলাদেশ
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
ক. গ্রাজ
খ. সারায়েভো
গ. জাগরেব
ঘ. সালজবুরগ
উত্তরঃ খ

প্রশ্নঃ Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ আগস্ট বিপ্লব সংগঠিত হয় কোন সালে, কোথায়–
ক. ১৯৪০ সালে, ইংল্যান্ডে
খ. ১৯৪৫ সালে, আমেরিকায়
গ. ১৯৪৫ সালে, ভিয়েতনামে
ঘ. ১৯৪৫ সালে, ফ্রান্সে
উত্তরঃ গ

প্রশ্নঃ আফ্রিকাভিত্তিক হচ্ছে COMESA হচ্ছে একটি-
ক. শান্তি ফোরাম
খ. সামরিক জোট
গ. বাণিজ্যিক ব্লক
ঘ. পরিবেশবাদী গ্রুপ
উত্তরঃ গ

প্রশ্নঃ রাসায়নিক যুদ্ধবিগ্রহের জনক কাকে বলে হয়?
ক. জর্জ বুশ
খ. ফ্রিৎজা হেবার
গ. এডলফ হিটলার
ঘ. জন এফ কেনেডি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!