আন্তর্জাতিক বিষয়াবলী-৮৫

প্রশ্নঃ মিয়ানমারের ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
ক. এনডিএল
খ. এলএনডি
গ. এনএলডি
ঘ. বিএসপিপি
উত্তরঃ গ

প্রশ্নঃ লাটভিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. আন্নোলি টুয়োলিক্কি
খ. এরনা সোলবার্গ
গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
ঘ. লাইমদোতা স্টারুজুমা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মত কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
ক. মে ২০০৮
খ. জুন ২০০৬
গ. এপ্রিল ২০০৭
ঘ. জানুয়ারি ২০০৮
উত্তরঃ ক

প্রশ্নঃ তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পরস্পরের বিরুদ্ধে লড়াই শুরু করে কবে?
ক. ১৫ আগস্ট ১৯৮৫
খ. ১৫ আগস্ট ১৯৮৩
গ. ১৫ আগস্ট ১৯৮৪
ঘ. ১৫ আগস্ট ১৯৮২
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৭৪ সারের আগে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. স্পেন
ঘ. পর্তুগাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সৌদি বাদশাহ আবদুল বিন আবদুল আজিজ কবে মৃত্যু বরণ করেন?
ক. ১ জানুয়ারি ২০১৫
খ. ১০ জানুয়ারি ২০১৫
গ. ১২ জানুয়ারি ২০১৫
ঘ. ২৩ জানুয়ারি ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের কতটি দেশে Holocaust Denial Law রয়েছে?
ক. ১২টি
খ. ১৭টি
গ. ২০টি
ঘ. ২২টি
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ব্রিটেন
খ. পর্তুগাল
গ. নেদারল্যান্ড
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ গুয়েতেমালার বর্তমান (২০১৬) প্রেসিডেন্ট কে?
ক. জিমি মালিনা
খ. পিরেজ মোলিনা
গ. জিমি মোরালেস
ঘ. কাস্টেন নেম্রাত
উত্তরঃ গ

প্রশ্নঃ গিরিজা প্রাসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন?
ক. ৮ জুলাই, ১৯৯৪
খ. ৯ জুলাই, ১৯৯৪
গ. ১০ জুলাই, ১৯৯৪
ঘ. ১১ জুলাই, ১৯৯৪
উত্তরঃ গ

প্রশ্নঃ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি সক্রিয় কোন অঞ্চলে?
ক. সিরিয়া
খ. তুরস্ক
গ. ইরাক
ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. এলিস সলবার্গ
খ. হেল থার্নিং
গ. ত্রিস্তিন সলবার্গ
ঘ. কোলিন্দা গ্রাবার কিতারোভিচ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
ক. থাইল্যান্ড
খ. মায়ানমার
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. পর্তুগাল
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে বিশ্বের দীর্ঘজীবি শাসক কে?
ক. রানী দ্বিতীয় এলিজাবেথ
খ. ভুমিবল আদুলাদেজ
গ. মাহাথির মোহাম্মদ
ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক

প্রশ্নঃ মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে?
ক. ১৯৫০ সনে
খ. ১৯৫২ সনে
গ. ১৯৫৩ সনে
ঘ. ১৯৫৫ সনে
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৯৪- এ নববর্ষের দিন কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করেন?
ক. নজিবুল্লা
খ. আহমেদ শাহ মাসুদ
গ. আবদুর রশীদ দোস্তম
ঘ. গুলবুদ্দীন হেকমতিয়ার
উত্তরঃ গ

প্রশ্নঃ এন এল ডি কোন দেশের বিরোধী দল?
ক. মায়ানমার
খ. ফিলিপাইন
গ. থাইল্যান্ড
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক. রনিল বিক্রমাসিংহে
খ. রঙ্গনাথন হেরাথ
গ. মাইথ্রিপালা সিরিসেনা
ঘ. মাহিন্দ্র রাজাপাকসে
উত্তরঃ ক

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল?
ক. ফিলিপাইন
খ. জাপান
গ. ইন্দোনেশিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্ববিখ্যাত স্থান ও স্থাপনা সমূহ:

প্রশ্নঃ বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে (২০১৫) মোট কতটি স্থান রয়েছে?
ক. ১১৩১ টি
খ. ১০৩১ টি
গ. ১০২১ টি
ঘ. ৯৫১ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি?
ক. ১০২ টি
খ. ৩৫০ টি
গ. ২২৫ টি
ঘ. ১৯৭ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আনন্দবিহার ‘ কোথায় অবস্থিত ?
ক. ঢাকার মালিবাগে
খ. কুমিল্লার ময়নামতিতে
গ. দিনাজপুরের ফুলবাড়িতে
ঘ. চট্টগ্রামের রাউজানে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘করনার স্টোন অব্ পিস’ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
ক. ম্যাকাও
খ. হাইতি
গ. ওকিনাওয়া
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) মোট মিশ্র ঐতিহ্য কতটি?
ক. ৬২ টি
খ. ৪২ টি
গ. ২২ টি
ঘ. ৩২ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
ক. নাগাসাকি
খ. নিউইয়র্ক
গ. টরন্টো
ঘ. হিরোশিমা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী ‘ব্যাবিলন’ কোন নদীর তীরে অবস্থিত?
ক. শাত-ইল-আরব
খ. নীলনদ
গ. ইউফ্রেটিস
ঘ. টাইগ্রিস
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালে বিপন্ন বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়—
ক. হাত্রা (ইরাক)
খ. সানার প্রাচীন শহর (ইয়েমেন)
গ. প্রাচীন দেয়ালের নগর শিবাম (ইয়েমেন)
ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) মোট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
ক. ৫৫০ টি
খ. ৬৭৫ টি
গ. ৭৮০ টি
ঘ. ৮০২ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বিশ্বে প্রাকৃতিক ঐতিহ্যের সংখ্যা কত?
ক. ১৮৫টি
খ. ১৯৫টি
গ. ২০৩টি
ঘ. ২১৫টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!