আন্তর্জাতিক বিষয়াবলী-৬৬

প্রশ্নঃ Bradley effect কথাটি কোন দেশের নির্বাচনের সাথে জড়িত?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ডেনমার্কের রাজধানীর নাম কি?
ক. বন
খ. লন্ডন
গ. কোপেনহেগেন
ঘ. ভিয়েনা
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৫ অক্টোবর ২০১৭ কোন দেশ সোফিয়া নামক রোবটকে নাগরিকত্ব দেয়?
ক. ফ্রান্স
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. সৌদি আরব
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ লেলিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল
ক. ১৯১৫ সালে
খ. ১৯১৬ সালে
গ. ১৯১৭ সালে
ঘ. ১৯১৮ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসরাইল প্যালেস্টাইন ‘রোডম্যাপ’ কর্মসূচীর উদ্দেশ্য কি?
ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্টা করা
খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা করা
গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বিণিজ্য স্থাপন
ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিত করণ
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন?
ক. ইন্ডিয়ান অপিনিয়ন
খ. দি হেরাল্ড
গ. দি টাইমস
ঘ. দি ক্রনিকেল
উত্তরঃ ক

প্রশ্নঃ যে শহর আফগাস্তানের মধ্যে অবস্থিত নয়-
ক. হেরাত
খ. কান্দাহার
গ. কোয়াটা
ঘ. মাজার-ই-শরীফ
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের স্বাধীনতা দিবস
ক. ১৯৪৭ সালের ১৫ আগস্ট
খ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট
গ. ১৯৪৮ সালের ১৫ আগস্ট
ঘ. ১৯৪৮ সালের ১৪ আগস্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশের পতাকাকে ‘ইউনিয়ন জ্যাক’ বলা হয়?
ক. ফ্রান্স
খ. ইতালি
গ. ব্রিটেন
ঘ. কানাডা
উত্তরঃ গ

প্রশ্নঃ Which country does not have access to sea?/কোন দেশটির সমুদ্রে প্রবেশিধাকার নেই?
ক. থাইল্যান্ড(Thailand)
খ. ফ্রান্স(France)
গ. জাপান(Japan)
ঘ. ভুটান(Bhutan)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পিএলও (PLO) কখন গঠিত হয়?
ক. ১৯৬৪ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৬ সালে ‘
ঘ. ১৯৬৭ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ আলজেরিয়ার রাজধানী—
ক. ত্রিপোলি
খ. আলজিয়ার্স
গ. রাবাত
ঘ. খার্তুম
উত্তরঃ খ

প্রশ্নঃ Which city is known as pink city?/কোন শহরকে ‘গোলাপী শহর’ বলা হয়?
ক. টোকিও(Tokyo)
খ. জয়পুর (Joypur)
গ. দিল্লী(Delhi)
ঘ. বেইজিং(Beijing)
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্তিফাদা বলতে কি বোঝায়?
ক. যুদ্ধ
খ. শান্তি
গ. অভ্যুত্থান
ঘ. কূটনীতি
উত্তরঃ গ

প্রশ্নঃ নামিবিয়ার পূর্ব নাম কি ছিল?
ক. রোডেসিয়া
খ. দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
গ. সোয়জিল্যান্ড
ঘ. দক্ষিণ-পূর্ব আফ্রিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ৯/১১ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিভাগটি প্রতিষ্ঠা করে?
ক. ডিপার্টমেন্ট অব স্টেট
খ. ডিপার্টমেন্ট অব কমার্স
গ. ডিপার্টমেন্ট অব ডিফেন্স
ঘ. ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য-
ক. ২০ কিলোমিটার
খ. ২৫ কিলোমিটার
গ. ৪০ কিলোমিটার
ঘ. ৫০ কিলোমিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সূর্য বাহাদুর থাপা কবে মৃত্যু বরণ কবেন?
ক. ১০ এপ্রিল ২০১৫
খ. ১২ এপ্রিল ২০১৫
গ. ১৫ এপ্রিল ২০১৫
ঘ. ১৫ এপ্রিল ২০১৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
ক. ভারত ও নেপাল
খ. পাকিস্তান ও চীন
গ. ভুটান ও ভারত
ঘ. বাংলাদেশ ও ভারত
উত্তরঃ ক

প্রশ্নঃ আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের–
ক. ১৪ তম প্রেসিডেন্ট
খ. ১৫ তম প্রেসিডেন্ট
গ. ১৬ তম প্রেসিডেন্ট
ঘ. ১৭ তম প্রেসিডেন্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কারবালা’ বর্তমানে কোন দেশে অবস্থিত?
ক. জর্দান
খ. সিরিয়া
গ. সৌদি আরব
ঘ. ইরাক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফিলিস্তিনের ইতিহাসে প্রথম নারী বিচারক কে?
ক. তাহরির হামিদ
খ. আমিনা আব্বাস
গ. সুয়া আরাফাত
ঘ. হামিদা আব্বাস
উত্তরঃ ক

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটন কোন তারিখে বাংলাদেশ সফরে আসেন—
ক. ১লা মার্চ ২০০০
খ. ২০ মার্চ ২০০০
গ. ১লা জানুয়ারি ২০০১
ঘ. ১৭ এপ্রিল ২০০১
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতের বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধের নাম কি?
ক. বার্না বাঁধ
খ. সরদার সরোবর বাঁধ
গ. বানসাগর বাঁধ
ঘ. ফারাক্কা বাঁধ
উত্তরঃ খ

প্রশ্নঃ রোমানিয়ার আইনসভার নাম কি?
ক. লয়াজিরগা
খ. ডায়েট
গ. কংগ্রেস
ঘ. পার্লামেন্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
ক. সেন্ট চার্লস
খ. সেন্ট হেলেনা
গ. সেন্ট জবন
ঘ. সেন্ট পল
উত্তরঃ খ

প্রশ্নঃ Perestroika ও Glasnnost এর উদ্যোক্তা কে?
ক. প্রেসিডেন্ট ক্লিনটন
খ. প্রেসিডেন্ট বুশ
গ. মিখাইল গার্বচেভ
ঘ. বরিস ইয়েলৎশিন
উত্তরঃ গ

প্রশ্নঃ বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জে কোন দেশ কংক্রিটের রানওয়ে নির্মাণ করেছে?
ক. ভারত
খ. ইংল্যান্ড
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পিস পাইপলাইনের সাথে সংশ্লিষ্ট দেশ–
ক. মিশর-ইরান
খ. সৌদি আরব-ইরাক
গ. পাকিস্তান-ইরান
ঘ. ইরান-ইরাক
উত্তরঃ গ

প্রশ্নঃ সালভাদার ডালি কে ছিলেন?
ক. বিজ্ঞানী
খ. লেখক
গ. চিত্রশিল্পী
ঘ. অভিনেতা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top