আন্তর্জাতিক বিষয়াবলী-৬৫

প্রশ্নঃ ‘ফালুজা’ শহরটি কোন দেশে অবস্থিত?
ক. ইরাক
খ. সিরিয়া
গ. লিবিয়া
ঘ. ইরান
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
ক. হংকং
খ. শ্রীলংকা
গ. ম্যাকাউ
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ এ কর্মসূচীর প্রবক্তা কে?
ক. জ্যাক মা
খ. মা হুয়াটেং
গ. শি চিন পিং
ঘ. উপরের কেউ নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী কোন দেশ বিশ্বে সর্বাধিক বিনিয়োগ করেছে?
ক. জাপান
খ. রাশিয়া
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হোক্কাইডো দ্বীপটি কোথায় অবস্থিত–
ক. নরওয়ে
খ. মালদ্বীপ
গ. জাপান
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
ক. দক্ষিণ রোডেশিয়া
খ. উত্তর রোডেশিয়া
গ. আপার ভোল্টা
ঘ. নিয়াসিল্যান্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ আমেরিকার ডেমোক্র্যাট পার্টির প্রতীক?
ক. হাতি
খ. ঘোড়া
গ. ঈগল
ঘ. গাধা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইংল্যান্ডের রানী এলিজাবেথের কোড নাম কি?
ক. ম্যানহাটন ব্রিজ
খ. লন্ডন ব্রিজ
গ. ওয়েম্বলি ব্রিজ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মহান পিটার যে দেশের শাসক ছিলেন?
ক. অস্ট্রিয়া
খ. রাশিয়া
গ. প্রুশিয়া
ঘ. ডেনমার্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ উলানবাটোর কোন দেশের রাজধানী?
ক. মঙ্গোলিয়া
খ. সোমালিয়া
গ. ঘানা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ মলদোভার আইনসভার নাম কি?
ক. কংগ্রেস
খ. ডুমা
গ. পার্লামেন্ট
ঘ. নেসেট
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
উত্তরঃ খ

প্রশ্নঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সে দেশের রানৈতিক দল
ক. ঘানা
খ. কঙ্গো
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. কেনিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচক মন্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশী?
ক. নিউইয়র্ক
খ. ক্যালিফোর্নিয়া
গ. টেক্সাস
ঘ. ফ্লোরিডা
উত্তরঃ খ

প্রশ্নঃ নামিবিয়ার রাজধানী–
ক. কারাভু
খ. উইন্ডহুক
গ. প্রিটোরিয়া
ঘ. কোটাভি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্তিফাদা কি?
ক. প্যালেস্টাইন শান্তি বাহিনী
খ. প্যালেস্টাইন ইসরাইল চুক্তি
গ. প্যালেস্টাইনের জাগরণ
ঘ. প্যালেস্টাইন সামরিক ঘাঁটি
উত্তরঃ গ

প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ভারত
খ. আলজেরিয়া
গ. আলবেনিয়া
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
ক. ১৯৮০ সাল
খ. ১৯৭০ সাল
গ. ১৯৫০ সাল
ঘ. ১৯৬০ সাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আয়তন কত?
ক. ৩২২২০০০ বর্গমাইল
খ. ৩৩২০০০০ বর্গমাইল
গ. ৩৫২২০০০ বর্গমাইল
ঘ. ৩৬২২০০০ বর্গমাইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের প্রথম সৌরবিমানের উদ্ভাবক কোন দেশ?
ক. রাশিয়া
খ. চীন
গ. ভারত
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?
ক. জাপান
খ. সৌদি আরব
গ. তুরস্ক
ঘ. ওমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি?
ক. ইন্দিরা গান্ধী
খ. মমতা বন্দ্যোপাধ্যায়
গ. সোনিয়া গান্ধী
ঘ. প্রতিভা পাতিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হেলসিংকি কোন দেশের রাজধানী?
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড
ঘ. পোল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীলঙ্কার রাজধানী-
ক. হ্যানয়
খ. কলম্বো
গ. রেঙ্গুন
ঘ. সায়গন
উত্তরঃ খ

প্রশ্নঃ গণচীনের প্রতিষ্ঠাতা কে?
ক. মাও সেতুং
খ. সান ইয়াৎ সেন
গ. চিয়াং কাইশেক
ঘ. লিও শাও চি
উত্তরঃ ক

প্রশ্নঃ থাই মুসলমানদের সিংহভাগ সে দেশের যে অংশে বাস করে-
ক. উত্তর
খ. পশ্চিম
গ. পূর্ব
ঘ. দক্ষিণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক. সাইবেরিয়া
খ. ভ্লাদিভস্টক
গ. খাবারভস্ক
ঘ. বোখারা
উত্তরঃ খ

প্রশ্নঃ সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত
ক. কাঠমান্ডু
খ. কাশ্মীর
গ. ভুটান
ঘ. হিমাচল
উত্তরঃ খ

প্রশ্নঃ দারফুর সংকটের সঙ্গে জড়িত-
ক. জাতিগোষ্ঠী নির্মূলকরণ
খ. পরিবেশ দূষণ
গ. ভৌগোলিক সীমানা
ঘ. বাজারে প্রবেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারি পদবি–
ক. চ্যান্সেলর অব এক্সচেকার
খ. লর্ড প্রিভি সিল
গ. সেক্রেটারি অব ট্রেজারি
ঘ. চিফ অব ফিন্যান্স
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!