আন্তর্জাতিক বিষয়াবলী-৪৭

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেলায় খেলোয়াড় ও আম্পায়ার হিসেবে অংশগ্রহণ করেন কে?
ক. আলিম দার
খ. ডেভিড শেফার্ড
গ. কুমার ধর্মসেনা
ঘ. স্টিভ বাকনার
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার লাভ করে কে?
ক. ম্যানুয়েল নয়্যার (জার্মানি)
খ. নেইমার জুনিয়র (ব্রাজিল)
গ. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
ঘ. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ব্যাস্কেটবল লো কোন সালে প্রথম অলিম্পিকে প্রদর্শিত হয়-
ক. ১৯০৪ সালে
খ. ১৯০০ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ The length of a cricket pitch is-/ ক্রিকেট পিচের দৈর্ঘ্য–
ক. ২০ গজ(20 yeards)
খ. ২২ গজ(22 yeards)
গ. ২৪ গজ(24 yeards)
ঘ. ৩০ গজ(30 yeards)
উত্তরঃ খ

প্রশ্নঃ “ম্যাগসেসে পুরস্কার ২০১৫” কতজন লাভ করে?
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ৭ জন
ঘ. ৪ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. David J. Thouless
খ. Sir J. Fraser Stoddart
গ. J. Michael Kosterlitz
ঘ. Bob Dylan
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভুটানের জাতীয় খেলা
ক. ফুটবল
খ. ক্রিকেট
গ. আর্চারি
ঘ. টেনিস
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. Angelique Kerber
খ. Venus Williams
গ. Garbiñe Muguruza
ঘ. Simona Halep
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ফিফা’র বর্ষসেরা পুরুষ ফুটবলার কে?
ক. Lionel MESSI, Argentina
খ. NEYMAR, Brazil
গ. CRISTIANO RONALDO, Portugal
ঘ. Antoine GRIEZMANN, France
উত্তরঃ গ

প্রশ্নঃ Which Asian batsman scored the fastest century in the test cricket/কোন এশীয় ক্রিকেটার দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেন?
ক. Afridi
খ. Azharuddin
গ. Wasim Akram
ঘ. Ravi Shastri
ঙ. KapilDeb
উত্তরঃ খ, ঙ

প্রশ্নঃ Which team chased maximum run at one day international cricket match?/ কোন দল সর্বাধিক রান অতিক্রম করে বিজয়ী হয়?
ক. Australia
খ. Pakistan
গ. India
ঘ. South Africa
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেস্ট ও ওয়ানডে ম্যাচে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া প্রথম ও একমাত্র ক্রিকেটার কে?
ক. তাইজুল ইসলাম (বাংলাদেশ)
খ. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
গ. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
ঘ. ভিরাট কোহলি (ভারত)
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালে ১২তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. মালদ্বীপ
খ. ভুটান
গ. বাংলাদেশ
ঘ. আফগানিস্তান
উত্তরঃ গ

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে হাটট্রিক করা দ্বিতীয় ক্রিকেটার কে?
ক. তাইজুল ইসলাম (বাংলাদেশ)
খ. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
গ. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
ঘ. কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালের কনফেডারেশন্স কাপের চ্যাম্পিয়ন কোন দেশ?
ক. পর্তুগাল
খ. জার্মানি
গ. চিলি
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ এর ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?
ক. বিরাট কোহলি (ভারত)
খ. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
গ. শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
ঘ. জো রুট (ইংল্যান্ড)
উত্তরঃ ক

প্রশ্নঃ রিও অলিম্পিকে দ্রুততম মানবী কে?
ক. Elaine Thompson(Jamaica)
খ. Allyson Felix(United States)
গ. Tianna Bartoletta(United States)
ঘ. Francena McCorory(United States)
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০০২ সনে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন–
ক. ইয়াসির আরাফাত
খ. জিমি কার্টার
গ. কফি আনান
ঘ. মাদার তেরেসা
উত্তরঃ খ

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. অস্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড
ঘ. ওয়েষ্ট ইন্ডিজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের FIFA-এর বর্ষসেরা ফুটবলার কে?
ক. লিওনেল মেসি
খ. নেইমার জুনিয়র
গ. ক্রিশ্চিয়ানো রোনালদো
ঘ. অ্যান্টনিও গ্রিজম্যান
উত্তরঃ গ

প্রশ্নঃ চতুর্দশ নারী হিসেবে সাহিত্যে নোবেল পান কে?
ক. ইউইউ তু (চীন)
খ. সেভেৎলেনা অ্যালেক্সিয়েভিচ (বেলারুশ)
গ. প্যাত্রিক মোদিয়ানো (ফ্রান্স)
ঘ. এলিস মুনরো (কানাডা)
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিকেটে এলবিডব্লু অর্থ-
ক. লেগ বিটুইন উইকেটস
খ. লেগ বিফোর উইকেট
গ. লেগ বাই উইকেট
ঘ. লেগ ব্রেক উইকেট
উত্তরঃ খ

প্রশ্নঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী কে?
ক. শচীন টেন্ডুলকার
খ. ডেসমন্ড হেইন্স
গ. সাঈদ আনোয়ার
ঘ. ব্রায়ান লারা
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০ জুলাই-১০ আগস্ট ২০১৮
খ. ১১ জুন-১১জুলাই ২০১৮
গ. ১৪ জুন-১৫ জুলাই ২০১৮
ঘ. ১০ জুন-১০ জুলাই ২০১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
ক. ১১ জুলাই
খ. ১২ জুলাই
গ. ১৪ জুলাই
ঘ. ১৫ জুলাই
উত্তরঃ ক

প্রশ্নঃ বিখ্যাত ফুটবলের ম্যারাডোনা কোন দেশের অধিবাসী?
ক. পেরু
খ. ব্রাজিল
গ. আর্জেন্টিনা
ঘ. উরুগুয়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ৬৬তম মিস ইউনিভার্স-এর নাম কি?
ক. Laura González (Colombia)
খ. Davina Bennett (Jamaica)
গ. Keysi Sayago (Venezuela)
ঘ. Demi-Leigh Nel-Peters (South Africa)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেট-২০১১ এর মাসকটের নাম কি?
ক. আপ্পু
খ. মিশুক
গ. স্ট্যাম্পি
ঘ. কুটুম
উত্তরঃ গ

প্রশ্নঃ For which of the following disciplines Nobel Prize is Awarded?
ক. Physics and Chemistry
খ. Physiology and Medicine
গ. Literature, Peace and Economics
ঘ. All of the above
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলিম্পিক সবচেয়ে বেশিবার হকি বিজয়ী কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. জার্মানি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!