আন্তর্জাতিক বিষয়াবলী-৪৮

প্রশ্নঃ খেলাধুলা সংক্রান্ত সুজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম–
ক. কোর্ট অব ডিসিপ্লিন
খ. কোর্ট অব আরবিট্রেশন
গ. কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
ঘ. কোর্ট অব প্লে
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৫ সালের ইউএস ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
ক. মারিয়া শারাপোভা
খ. সেরেনা উইলিয়ামস
গ. ফ্লাভিয়া পেনেত্তা
ঘ. ক্যারোলিন ওজিনিয়াকি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
ক. বেইজিং
খ. লস অ্যাঞ্জেলেস
গ. প্যারিস
ঘ. টোকিও
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৪-১৫ মৌসুমে UEFA বর্ষসেরা খেলোয়াড় কে?
ক. নেইমার
খ. লুইস সুয়ারেজ
গ. লিউনেল মেসি
ঘ. ক্রিশ্চিয়ানো রোনালদো
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরিয়ান কে?
ক. মোহাম্মদ আশরাফুল
খ. সাকিব আল হাসান
গ. তামিম ইকবাল
ঘ. মাহমুদুল্লাহ রিয়াদ
উত্তরঃ গ

প্রশ্নঃ টপ স্পিন কথাটি জড়িত
ক. লন টেনিসে
খ. ক্রিকেটে
গ. টেবিল টেনিসে
ঘ. বিলিয়ার্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০ জুন ২০১৮
খ. ১২ জুন ২০১৮
গ. ১৪ জুন ২০১৮
ঘ. ১৫ জুন ২০১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. ইউইউ তু
খ. উইলিয়াম সি ক্যাম্পবেল
গ. সাতোশি ওমুরা
ঘ. ওপরের সকলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালের ইউ এস ওপেনে মহিলা এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. Madison Keys
খ. Naomi Osaka
গ. Angelique Kerber
ঘ. Sloane Stephens
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী-
ক. ব্যাডেন পাওয়েল
খ. ব্যারন পিয়েরে দ্য কুবার্তো
গ. লেডি ব্যাডেন পাওয়েল
ঘ. ডেভিড হুক
উত্তরঃ খ

প্রশ্নঃ ১২তম সাউথ এশিয়ান (SA) গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. পাকিস্তান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ বার্গী কথাটি
ক. ঘোড়াদৌড়ে
খ. ক্রিকেট
গ. গলফে
ঘ. হকিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন মুসলিম মণীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
ক. ইয়াসির আরাফাত
খ. নাগিব মাহফুজ
গ. আনোয়ার সাদাত
ঘ. প্রফেসর আব্দুস সালাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার কে?
ক. অ্যায়া মাইয়ামা (জাপান)
খ. মিয়া হাম (যুক্তরাষ্ট্র)
গ. কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
ঘ. সেলিয়া সাশিক (জার্মানি)
উত্তরঃ গ

প্রশ্নঃ টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ক্রিকেট মৌসুমে Calender year- এ সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার-
ক. মোহাম্মদ ইউসুফ
খ. ভিভ রিচার্ডস
গ. শচীন টেন্ডুলকার
ঘ. ব্রায়ান লারা
ঙ. রিকি পন্টিং
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ বিশ্বকাপ ফুটবলের কততম আয়জন?
ক. ২৪তম
খ. ২২তম
গ. ২০তম
ঘ. ২১তম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অ্যাসেস কোন দুটি দেশের প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করা হয়?
ক. ভারত ও পাকিস্তান
খ. দক্ষিণ আফ্রিকা ও ওয়েষ্ট ইন্ডিজ
গ. ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
ঘ. শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
ক. বার্সিলোনা
খ. জুরিখ
গ. বার্লিন
ঘ. ব্রাসেলস
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়ার কে?
ক. তিলকরত্নে দিলশান
খ. মাহেলা জয়াবর্ধনে
গ. কুমার সাঙ্গাকারা
ঘ. মহেন্দ্র সিং ধোনি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বোল্ড আউট’- এর ইংরেজি বানান কি?
ক. Bowled out
খ. Bolt out
গ. Bold out
ঘ. Bound out
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের শততম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হন কে?
ক. সাকিব আল হাসান
খ. মুশফিকুর রহিম
গ. তামিম ইকবাল
ঘ. মেহেদী হাসান মিরাজ
উত্তরঃ গ

প্রশ্নঃ এ পর্যন্ত (২০১৫) কতজন ওয়ানডে ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন?
ক. ৪ জন
খ. ৬ জন
গ. ৮ জন
ঘ. ৫ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরষ্কার পান?
ক. আলভা মায়ারডাল
খ. অং সান সুকি
গ. শিরিন এবাদী
ঘ. মাদার তেরেসা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফর্মুলা ওয়ান কি?
ক. কার রেসিং প্রতিযোগিতা
খ. বৈজ্ঞানিক সূত্র
গ. পানীয়
ঘ. ফ্যাশান হাউস
উত্তরঃ ক

প্রশ্নঃ Who is the world’s youngest debut centurion in the test cricket?/ অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে?
ক. Aminul Islam
খ. Akram Khan
গ. Shahid Afridi
ঘ. Mohammad Ashraful
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০১৭ এর দ্রুততম মানব কে?
ক. Christian Coleman
খ. Usain Bolt
গ. Justin Gatlin
ঘ. Wayde van Niekerk
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) সবচেয়ে দামী ফুটবলার কে?
ক. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
খ. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
গ. নেইমার জুনিয়র (ব্রাজিল)
ঘ. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
উত্তরঃ গ

প্রশ্নঃ পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী আব্দুস সালাম ছিলেন কোন দেশের বিজ্ঞানী
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. মিশর
উত্তরঃ গ

প্রশ্নঃ ভলিবল দলে কতজন প্লেয়ার থাকে?
ক. ৮ জন
খ. ৭ জন
গ. ৬ জন
ঘ. ৯ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? অথবা, নোবেল পুরস্কারের প্রবর্তকের দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. সুইডেন
ঘ. বেলজিয়াম
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!