আন্তর্জাতিক বিষয়াবলী-১২৩

প্রশ্নঃ গ্রিন হাউজ এফেক্ট এর পরিণতি কি-
ক. সবুজ গাছের বনায়ন
খ. তাপমাত্রা বৃদ্ধি
গ. পানির তাপমাত্রা হ্রাস পাওয়া
ঘ. মরুকরণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?
ক. উত্তর গোলার্ধে
খ. দক্ষিণ গোলার্ধে
গ. পূর্ব গোলার্ধে
ঘ. পশ্চিম গোলার্ধে
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে?
ক. বিষুবরেখা
খ. মকরক্রান্তি রেখা
গ. কর্কটক্রান্তি রেখা
ঘ. সুমেরুরেখা
উত্তরঃ গ

প্রশ্নঃ The ‘Habble Telescope’ is—-
ক. The name of a book
খ. An observatory in UK
গ. Placed in orbit round the earth for cosomic observation
ঘ. Used in space crafts
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীতে সর্বত্র দিন-রাত্রি সমান হয়-
ক. ২৩ অক্টোবর ও ২২ ডিসেম্বর
খ. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
গ. ২৩ মার্চ ও ২১ সেপ্টেম্বর
ঘ. ২২ ডিসেম্বর ও ২৩ অক্টোবর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬° পম্চিমের স্থানের সময় হবে-
ক. ১১ টা ২৪ মিনিট
খ. ১১ টা ১২ মিনিট
গ. ১০ টা ৩৬ মিনিট
ঘ. ১০ টা ৪৮ মিনিট
উত্তরঃ গ

প্রশ্নঃ রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
ক. সরকার
খ. গণতন্ত্র
গ. রাজনৈতিক দল
ঘ. একনায়কতন্ত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন খলিফার সময় হিজরী সন প্রবর্তন করা হয়?
ক. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
খ. হযরত ওমর (রাঃ)
গ. হযরত ওসমান (রাঃ)
ঘ. হযরত আলী (রাঃ))
উত্তরঃ খ

প্রশ্নঃ Which one does not logically belong to the list : ‘Mars, Jupiter, Comet, Earth, Neptune’?
ক. Mars
খ. Jupiter
গ. Comet
ঘ. Earth
ঙ. Neptune
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
ক. কর্কটক্রান্তি
খ. মকরক্রান্তি
গ. বিষুবরেখা
ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাকাশে কোন প্রাণী প্রথম গিয়েছিল?
ক. বানর
খ. কুকুর
গ. মানুষ
ঘ. কোনটাই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
ক. হোয়াইট ডোয়ার্ফ
খ. ব্লাকহোল
গ. রেড জায়েন্ট
ঘ. নাথিংনেস
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর উপগ্রহ কয়টি?
ক. ৩
খ. ৭
গ. ৫
ঘ. ১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
ক. যুক্তরাজ্যে
খ. যুক্তরাষ্ট্রে
গ. ফ্রান্সে
ঘ. জার্মানিতে
উত্তরঃ ক

প্রশ্নঃ সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
ক. ৬০০০° সে.
খ. ১০০০° সে.
গ. ১২০০০° সে.
ঘ. ৮০০০° সে.
উত্তরঃ ক

প্রশ্নঃ সূর্যের কয়টি গ্রহ আছে?
ক. ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
উত্তরঃ ক

প্রশ্নঃ ফ্রিয়ন কার ট্রেড নাম?
ক. CFC
খ. DDT
গ. CTS
ঘ. BCF
উত্তরঃ ক

প্রশ্নঃ Average Sp.gr. of the earth–
ক. ৩.৫১৭
খ. ৪.৫১৭
গ. ৫.৫১৭
ঘ. ৯.৫১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয় বা ছিদ্র বা ফাটলের জন্য কোন গ্যসটির ভূমিকা সর্বোচ্চ?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. জলীয় বাষ্প
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২৩.৫° উত্তর অক্ষাংশকে কি বলা হয়?
ক. মকরক্রান্তি
খ. বিষুবলম্ব
গ. মূলমধ্যরেখা
ঘ. কর্কট ক্রান্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বছরের সবচেয়ে বড়দিন (তারিখ)-
ক. ২০ জুন
খ. ২৩ জুন
গ. ২১ জুন
ঘ. ২৪ জুন
উত্তরঃ গ

প্রশ্নঃ সূর্যের মধ্য কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. ইথাইল
ঘ. হিলিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ মেরুতে দিবসের সংখ্যা একটানা কতদিন?
ক. ১৩৯
খ. ১৪১
গ. ১৪৫
ঘ. ১৪৮
ঙ. ১৮৯
উত্তরঃ ঙ

প্রশ্নঃ VSAT ব্যবহার করা হয়-
ক. ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
খ. একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
গ. ভূ-পৃষ্ঠের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য
ঘ. এক ধরনের আবহাওয়াজ্ঞাপক ভূ-উপগ্রহ
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক—
ক. পূর্ব হতে পশ্চিম দিকে
খ. পশ্চিম হতে পূর্ব দি্কে
গ. উত্তর হতে দক্ষিণ দিকে
ঘ. দক্ষিণ হতে উত্তর দিকে
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর ব্যাসার্ধ কত?
ক. ৬০০০ কিঃমিঃ
খ. ৩৪৮৬ কিঃমিঃ
গ. ৬৪৩৪ কিঃমিঃ
ঘ. ৪০৭০ কিঃমিঃ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে যখন সকাল ৯টা পাকিস্তানে তখন-
ক. সকাল ৮টা
খ. সকাল ১০টা
গ. সকাল সাড়ে ৮টা
ঘ. সকাল সাড়ে ৯টা
উত্তরঃ ক

প্রশ্নঃ মূল মধ্যরেখার মান কত?
ক. ৮০ ডিগ্রী
খ. ১৮০ ডিগ্রী
গ. ০ ডিগ্রী
ঘ. ৩০ ডিগ্রী
উত্তরঃ গ

প্রশ্নঃ Which is the longest day of the year?
ক. 6th June
খ. 15th June
গ. 26th June
ঘ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রিন হাউজ প্রক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে
ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!