আন্তর্জাতিক বিষয়াবলী-১২২

প্রশ্নঃ ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
ক. ৫
খ. ৮
গ. ৪
ঘ. ৭
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর আনুমানিক বয়স-
ক. ৫৫০০ মিলিয়ন বছর
খ. ৫২০০ মিলিয়ন বছর
গ. ৪৯০০ মিলিয়ন বছর
ঘ. ৪৫০০ মিলিয়ন বছর
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন স্থানের সূর্য যখন মাথার উপর থাকে, তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?
ক. দুপুর ১২টা
খ. দুপুর ১২টা ৩০ মিনিট
গ. দুপুর ১টা
ঘ. দুপুর ১টা ৩০ মিনিট
উত্তরঃ ক

প্রশ্নঃ The South Pole is located in the…/দক্ষিণ মেরু কোথায় অবস্থিত?
ক. Arctic
খ. Antarctic
গ. Antipodes
ঘ. Occide
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রক্সিমা সেন্টারাই হল একটি—-
ক. উপগ্রহ
খ. নক্ষত্র
গ. গ্রহ
ঘ. ধূমকেতু
উত্তরঃ খ

প্রশ্নঃ সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে?
ক. নক্ষত্র
খ. গ্রহ
গ. জ্যোতিষ্ক
ঘ. নীহারিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ভূ-গোলকে কতগুলি অক্ষাংশ রেখা আছে?
ক. ৯০ টি
খ. ৯১ টি
গ. ১৮০ টি
ঘ. ১৮১ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মহাকাশের প্রথম মহিলা অভিযাত্রীর নাম কি?
ক. মাদাম কুরি
খ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
গ. তাসফিয়া রাজভিকো
ঘ. তাসনুভা গোরবাচেভ
উত্তরঃ খ

প্রশ্নঃ সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-
ক. আইসোথার্ম
খ. আইসোবার
গ. আইসোহাইট
ঘ. আইসোহেলাইন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?
ক. নিরক্ষরেখা
খ. দ্রাঘিমা রেখা
গ. মূল মধ্যরেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Is the earth moving or stationary?/ পৃথিবী গতিশীল না স্থির-
ক. পৃথিবী গতিশীল না স্থির(The earth moving or stationary)
খ. পৃথিবী স্থির(The earth is stationary)
গ. পৃথিবী তাঁর নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে স্থির(The earth is stationary about its axis and also around the sun)
ঘ. পৃথিবী তাঁর নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে স্থির(The earth is moving about its own and also around the sun)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হ্যালির ধুমকেতু’ সর্বশেষ কোন বছর দেখা যায়?
ক. ১৯৫৬
খ. ১৯৬৬
গ. ১৯৭৬
ঘ. ১৯৮৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ-
ক. প্রাকৃতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. ভৌগোলিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওজোনস্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?
ক. হাইড্রোজেন সালফাইড
খ. ক্লোরিন
গ. ফ্লোরিন
ঘ. ব্রোমিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান–
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৬১ সালে
গ. ১৯৬৪ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবী সৌরজগতের একটি-
ক. নক্ষত্র
খ. গ্রহ
গ. উপগ্রহ
ঘ. জ্যোতিষ্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
ক. ৭০ বছর
খ. ৬৫ বছর
গ. ৭৬ বছর
ঘ. ৮০ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয়—-
ক. বিষুবরেখা
খ. সুমেরু
গ. কুমেরু
ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউরি গ্যাগারিন কোন মহাকাশযানে চড়ে পৃথিবী পরিভ্রমণ করেন?
ক. মাকারি
খ. ভস্টক
গ. অ্যাপোলো
ঘ. ডিসকভারি
উত্তরঃ খ

প্রশ্নঃ Hubble Telscope- ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল?
ক. Endeavour
খ. Challanger
গ. Pathfinder
ঘ. Apollo
উত্তরঃ ক

প্রশ্নঃ ১১ জুলাই ২০১৫ চীনে আঘাত হানা সুপার টাইফুনের নাম কি?
ক. চ্যান ড্যালি
খ. চ্যান হোম
গ. চ্যান লিউম
ঘ. চ্যান ডিওন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মালালা ৩১৬২০১’ কি?
ক. উপগ্রহ
খ. গ্রহাণু
গ. অগ্নেয়াস্ত্র
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত?
ক. বার্ষিক গতি
খ. আহ্নিক গতি
গ. মেরু গতি
ঘ. মধ্যাকর্ষণ গতি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন গ্রহের কোন চাঁদ নেই?
ক. মঙ্গল
খ. বুধ
গ. বৃহস্পতি
ঘ. শনি
উত্তরঃ খ

প্রশ্নঃ চাঁদে মানুষ কোন মহাশূন্যযান উৎক্ষেপণকারী তৃতয় দেশ-
ক. জার্মানি
খ. জাপান
গ. চীন
ঘ. অস্ট্রেলিয়া
ঙ. ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক. লুব্ধক
খ. বার্নাড স স্টার
গ. আলফা সেন্টারাই
ঘ. প্রক্সিমা সেন্টেরাই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের গ্রিন হাউজ গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমন্ডলের উষ্ণতা সংরক্ষণে সর্বাধিক?
ক. জলীয় বাষ্প
খ. কার্বন ডাই অক্সাইড
গ. মিথেন
ঘ. ক্লোরোফ্লোরো কার্বন
উত্তরঃ খ

প্রশ্নঃ যে গ্রুপের সবগুলো অণুই গ্রিন হাউস গ্যাস?
ক. CO2,N2,O2
খ. CO2,H2O,CH4
গ. N2,H2O,CH4
ঘ. CO2,N2,CH4
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Sputnik’ is the name of:
ক. A comet
খ. An American space object
গ. The first space satellite
ঘ. None of the avobe
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়—
ক. ০° বরাবর
খ. ১৮০° বরাবর
গ. ৩৬০° বরাবর
ঘ. ১২০° বরাবর
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!