৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান:
সাধারণ জ্ঞান, ভূগোল অংশ; কোড: সুরমা; সেট:০৪ | উত্তর |
০১। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়- | ৭ মার্চ ১৯৭৩ |
০২। বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়? | ১৯৯৮ |
০৩। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? | নয়াদিল্লি |
০৪। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়? | কৃষি খাত |
০৫। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয়- | জলোচ্ছ্বাস জনিতে বন্যা |
০৬। নিম্নের কোনটি পাললিক শিলা? | কয়লা |
০৭। নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? | ১:০-১:৬০০০০০ |
০৮। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়- | আইসো হাইটস |
০৯। নীচের কোনটি মানবসৃষ্ট আপদ নয়? | কালবৈশাখী |
১০। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান যে ধরণের বনভূমি | চিরহরিৎ |
১১। ২০১৮ সালে বাংলাদেশের জিডিপি কত? | ১৭৫১ মার্কিন ডলার |
১২। আইন ও সালিশ কেন্দ্র যে ধরণের সংস্থা | মানবাধিকার |
১৩। Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কত ভাগে বিভক্ত করেছেন? | ৪ ভাগ |
১৪। বাংলাদেশ জাতিসংঘের- | ১৩৬ তম সদস্যা |
১৫। নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়? | গজারী |
১৬। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ’ভেটো’ প্রদান করেছিল? | সোভিয়েত ইউনিয়ন |
১৭। বঙ্গবন্ধুর ঔতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তভুক্ত করা হয়েছে? | পঞ্চম তফসিল |
১৮। “বঙ্গভঙ্গ” কালে ভারতের ভাইসরয় ছিলেন | লর্ড কার্জন |
১৯। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? | ভাওয়াল ও মধুপুরের বনভূমি |
২০। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়- | ১৯৭৪ সালে |
২১। Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান | দ্বিতীয় |
২২। ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়- | ৪১ বিলিয়ন মার্কিন ডলার |
২৩। Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন- | যুক্তরাষ্ট্র |
২৪। ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান- | ৩৩.৬৬% |
২৫। ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে- | সাড়ে ৪ হাজার কোটি টাকা |
২৭। সংবিধানের যে সংশোধনকে “First Distortion of Constitution” বলে আখ্যায়িত করা হয়েছে | পঞ্চম সংশোধন |
২৮। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? | সপ্তম |
২৯। গণপ্রজান্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয়- | ১৬ ডিসেম্বর ১৯৭২ |
৩০। সংবিধানের যে অনুচ্ছেদে “সরকারি কর্ম কমিশন” গঠনের উল্লেখ আছে | ১৩৭ নং |
৩১। আওয়ামীলীগের ৬-দফা পেশ করা হয়েছিল- | ১৯৬৬ সালে |
৩২। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল- | ৩৫ জন |
৩৩। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু হয়- | ১৩ হাজার ৪৪২টি |
৩৪। “Let There be Light”- বিখ্যাত ছবিটির পরিচালনা করেন- | জহির রায়হান |
৩৫। আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন- | ১৪৯৪-১৫১৯ |
৩৬। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন- | চন্দ্রগুপ্ত মৌর্য |
৩৭। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন- | পর্তুগীজরা |
৩৮। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়- | ফরিদপুর |
৩৯। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ- | ২ কোটি ৪০ লক্ষ একর |
৪০। “গারো উপজাতি” যে জেলায় বাস করে- | ময়মনসিংহ |
২৬। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়- | ১৯৯১ সালে |
আন্তর্জাতিক বিষয়াবলী: | সমাধান |
৪১। দ্যা আইডিয়া অব জাস্টিস – গ্রন্থের রচয়িতা কে? | অমর্ত্য সেন |
৪২। জাতিসংঘ যে সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে- | ১৯৪৮ সালে |
৪৩। OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? | ২য় শীর্ষ সম্মেলনে |
৪৪। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে? | বালাকোট |
৪৫। ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? | জলবায়ু পরিবর্তন |
৪৬। নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে? | ভারত |
৪৭। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? | ১৯৮২ সালে |
৪৮। শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিচ দেওয়া হয়েছে? | হাম্বানটোটা |
৪৯। বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়? | কাটোউইস, পোল্যান্ড |
৫০। যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত? | কিউবা |
৫১। Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত? | উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া |
৫২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Tge 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য রয়েছে? | ১৭ টি |
৫৩। BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম | New Development Bank(NDB) |
৫৪। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? | জিবুতি |
৫৫। নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? | BIMSTEC |
৫৬। নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? | NAM |
৫৭। জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়? | নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য |
৫৮।মিনস্ক কোন দেশের রাজধানী? | বেলারুশ |
৫৯। বাল্টিক রাষ্ট্র হলো: | লিথুনিয়া, এস্তোনিয়া ও লাটভিলা |
৪০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান
প্রশ্ন: সাধারণ বিজ্ঞান অংশ; কোড: সুরমা; সেট:০৪; | সমাধান |
০১। সোডিয়াম এসিটেটের সংকেত | CH3COONa |
০২। খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে | কার্বন ডাই অক্সাইড |
০৩। AC কে DC করার যন্ত্র | রেকটিফায়ার |
০৪। অ্যানোডে যে বিক্রিয়া সম্পন্ন হয় | জারণ |
০৫। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় যে যন্ত্রের মাধ্যমে | লাউড স্পিকার |
০৬। কোথায় সাঁতার কাটা সহজ? | সাগরে |
০৭। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম | হাইগ্রোমিটার |
০৮। ডিমে কোন ভিটামিন নেই? | ভিটামিন-সি |
০৯। একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)? | (806.67)Ohm |
১০। কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়? | ক্রোমোপ্লাষ্ট |
১১। নবায়নযোগ্য জ্বালানীর উৎস | বায়োগ্যাস |
১২। কার্বোহাইড্রেডে C,H এবং O এর অনুপাত কত? | ১:২:১ |
১৩। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী? | আইসোটোপ |
১৪। 35(Cl)17 মৌলের নিউট্রন সংখ্যা কত? | 18 |
১৫। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? | গলনাংক |
নৈতিকতা ও সুশাসন অংশ | সমাধান |
০১। তথ্য পাওয়ার অধিকার | রাজনৈতিক অধিকার |
০২। মূল্যবোধের চালিকা শক্তি | সংস্কৃতি |
০৩। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র প্রবর্তক হলেন | আরজ আলী মাতব্বর |
০৪। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে | বিনিয়োগ বৃদ্ধি পায় |
০৫। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি | রাজনৈতিক ও সামাজিক অনুশাসন |
০৬। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড হলো | মূল্যবোধ |
০৭। সভ্য সমাজের মানদণ্ড হলো | আইনের শাসন |
০৮। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য | মৌলিক স্বাধীনতার উন্নয়ন |
০৯। বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয় | নারীদের ক্ষেত্রে |
১০। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য | নিয়মিত কর প্রদান করা |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ | সমাধান |
০১। মোবাইল ফোন যে মোডে যোগাযোগ হয় | ফুল ডুপ্লেক্স |
০২। H.323 Protocol কী কাজে ব্যবহৃত হয়? | VoIP |
০৩। নিচের কোনটি অকটাল নাম্বার নয় | ১৯ |
০৪। কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ন প্রোগ্রামকে একবার অনুবাদ ও সম্পাদান করে? | কম্পাইলার |
০৫। একটি রিলেশন ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয় | টেবিল |
০৬। একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে | টাচ স্ক্রিন |
০৭। ব্লুটুথ কিসের উদাহরন? | PAN |
০৮। Firewall কী Protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? | Unauthorized access |
০৯। কোনটি ৫২ এর বাইনারি রুপ | 0101 0010 |
১০। Time shared OS এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভালো | Round Robin |
১১। প্রথম web browser কোনটি ? | www |
১২। Social Networking site এ যোগাযোগ কোন media ব্যবহৃত হয়? | Text, IMG, Audio, VDO |
১৩। CPU কোন address generate করে? | Logical |
১৪। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? | Scanner |
আরো পড়ুন:
- ৪০ তম বিসিএস প্রিলি সাধারণ বিজ্ঞান, নৈতিকতা ও সুশাসন অংশের প্রশ্ন সমাধান
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- ৪০ তম বিসিএস প্রিলিমিনারি ইংরেজি অংশের সমাধান
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
প্রশ্ন সমাধান করেছেন: Al-Amin Islam | কোনো অনিচ্ছাকৃত ভুল থাকলে মেসেজ করার জন্য অনুরোধ রইল।