১৯তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

১৯তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

1. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
পলল গঠিত সমভূমি
বরেন্দ্রভূমি
উত্তরবঙ্গ
মহাস্থানগড়
Correct answer is : বরেন্দ্রভূমি

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

2. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
ভানুসিংহ
টেকচাঁদ ঠাকুর
বনফুল
মুকুন্দরাম
Correct answer is : ভানুসিংহ

3. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা –
শামসুর রহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আবদুল গাফফার চৌধুরী
Correct answer is : আবদুল গাফফার চৌধুরী

4. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
বিষের বাঁশি
দোলনচাঁপা
বাঁধনহারা
Correct answer is : অগ্নিবীণা

5. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
পেপসিন
এমাইলেজ
ট্রিপসিন
রেনিন
Correct answer is : রেনিন

6. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
২৫ জোড়া
২৬ জোড়া
২৩ জোড়া
২৪জোড়া
Correct answer is : ২৩ জোড়া

7. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
শেলী
ডলি
মলি
নেলী
Correct answer is : ডলি

8. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ইনসুলিন
থাইরক্সিন
এনড্রোজেন
এস্ট্রোজেন
Correct answer is : ইনসুলিন

9. ভায়াগ্রা কী?
একটি জলপ্রপাত
নতুন একটি ওষুধ
সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
নতুন জাহাজের নাম
Correct answer is : নতুন একটি ওষুধ

10. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক্লোরোফ্লুরো কার্বন
কার্বন মনোক্সাইড
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
Correct answer is : ক্লোরোফ্লুরো কার্বন

১৯তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

11. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
ইথেন
এমোনিয়া
মিথেন
বিউটেন
Correct answer is : মিথেন

12. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
১৬ শতাংশ
২০ শতাংশ
২৫ শতাংশ
৩০ শতাংশ
Correct answer is : ২৫ শতাংশ

13. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
অলিভেট
আইবিএম
এ্যাপেল ম্যাকিনটশ
মাইক্রোসফট
Correct answer is : মাইক্রোসফট

14. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
নিম্নভূমি নিমজ্জিত হবে
ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
বৃষ্টিপাত কমে যাবে
উপরের সবগুলো
Correct answer is : উপরের সবগুলো

15. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
সোনারগাঁয়ে
মহাস্থানগর
রংপুর
সিলেট
Correct answer is : সোনারগাঁয়ে

16. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
নওগাঁ
বগুড়া
নাটোর
রাজশাহী
Correct answer is : নাটোর

17. বাংলাদেশের জাতীয় পাখি‒
ময়না
কাক
শালিক
দোয়েল
Correct answer is : দোয়েল

18. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
সাভার, ঢাকা
রাজশাহী
চট্টগ্রাম
সিলেট
Correct answer is : সাভার, ঢাকা

19. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
গরু
ছাগল
গয়াল
রয়েল বেঙ্গল টাইগার
Correct answer is : রয়েল বেঙ্গল টাইগার

20. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ড. এস ডি চৌধুরী
ড. কাজী ফজলুর রহিম
ড. ওসমান গনি
অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
Correct answer is : ড. ওসমান গনি

১৯তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

21. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
পাবনা, সিরাজগঞ্জ
দিনাজপুর
বরিশাল
ফরিদপুর
Correct answer is : পাবনা, সিরাজগঞ্জ

22. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
৩ জানুয়ারি, ১৯৯৮
২ ডিসেম্বর, ১৯৯৭
৩ ডিসেম্বর, ১৯৯৭
২২ ডিসেম্বর, ১৯৯৭
Correct answer is : ২ ডিসেম্বর, ১৯৯৭

23. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
কয়লা
চুনাপাথর
সাদামাটি
গ্যাস
Correct answer is : গ্যাস

24. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
১৬ বছর
১৮ বছর
২০ বছর
২১ বছর
Correct answer is : ১৮ বছর

25. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
আশি
সাতাশি
ষাট
একাশি
Correct answer is : একাশি

26. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
১৯ শতাংশ
১২ শতাংশ
১৬ শতাংশ
১৫ শতাংশ
Correct answer is : ১৫ শতাংশ

27. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
বলাকা
শাপলা
নৌকা
কাছিবেষ্টিত নোঙর
Correct answer is : কাছিবেষ্টিত নোঙর

28. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
বাংলাদেশ
পাকিস্তন
সৌদি আরব
ইন্দোনেশিয়া
Correct answer is : ইন্দোনেশিয়া

29. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
ইতালি
স্পেন
তুরস্ক
গ্রীস
Correct answer is : তুরস্ক

30. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
মি. জে এইচ বি হেলেন
লর্ড লিনলিথগো
লর্ড ক্লাইভ
ওয়ারেন হেস্টিংস
Correct answer is : লর্ড লিনলিথগো

১৯তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

31. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
জর্জ ওয়াশিংটন
আব্রাহাম লিংকন
রুজভেল্ট
কেনেডী
Correct answer is : আব্রাহাম লিংকন

32. নেপালের পার্লামেন্টের নাম কী?
সিনেট
পঞ্চায়েত
কংগ্রেস
পার্লামেন্ট
Correct answer is : পার্লামেন্ট

33. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন
নিউইয়র্ক
প্যারিস
মস্কো
Correct answer is : নিউইয়র্ক

34. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
রোমে
জেনেভায়
অটোয়ায়
Correct answer is : রোমে

35. ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
জাকার্তা
ম্যানিলা
ডাবলিন
কলম্বো
Correct answer is : ম্যানিলা

36. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
জার্মানি
রাশিয়া
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
Correct answer is : যুক্তরাষ্ট্র

37. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
৪ টি
৭ টি
১১ টি
১৪ টি
Correct answer is : ১১ টি

38. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
২১ ফেব্রুয়ারি
১৪ ডিসেম্বর
৭ মার্চ
১৬ ডিসেম্বর
Correct answer is : ১৪ ডিসেম্বর

39. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
রফিকুল ইসলাম
রশীদ করিম
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
কর্নেল সিদ্দিক মালিক
Correct answer is : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

40. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
রোনাল্ডো
জিদান
সুকার
বেবেতো
Correct answer is : সুকার

১৯তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

41. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
প্যারাগুয়ে
নরওয়ে
নেদারল্যান্ড
পোল্যান্ড
Correct answer is : নেদারল্যান্ড

42. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
৫.৫ কিলোমিটার
৭.২ কিলোমিটার
৬ কিলোমিটার
৪.৮ কিলোমিটার
Correct answer is : ৪.৮ কিলোমিটার


আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!