সাম্প্রতিক ঘটনাবলী জুন ২০১৯
প্রশ্ন | সাম্প্রতিক ঘটনাবলী জুন ২০১৯ সমাধান ০১। পঞ্চগড় রেলওয়ে ষ্টেশনের নতুন নাম বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন, পঞ্চগড় ০২। পদ্মা সেতু প্রকল্পে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয় ১৭ মে ২০১৯ ০৩। জাতীয় রাজস্ব বোর্ড ( NBR) ঘোষিত সর্বশেষ শুল্ক ষ্টেশন রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা ০৪। বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ সংগ্রাম ও প্রত্যাশা ০৫। ৫ম কৃষিশুমারি কবে অনুষ্ঠিত হবে ৯ -২০ জুন ২০১৯ ০৬। ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে ১৭-২৪ মার্চ ২০২১ ০৭। বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা ১৬ টি ০৮। ইউরোপের প্রথম ইকো মসজিদ নির্মিত হয় যুক্তরাজ্যে ০৯। সম্প্রতি সন্ধান পাওয়া ফিকল ঝরনা অবস্থিত কমলগঞ্জ, মৌলভীবাজার ১০। বিশ্বের দীর্ঘতম পারমাণবিক সাবমেরিনের নাম Belgorod ১১। দেশের ৭০১তম প্রজাতির পাখির বৈজ্ঞানিক নাম Ficedula ruficauda ১২। বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ও সর্বশেষ সদস্য দেশ ১৮৭ টি এবং সর্বশেষ সদস্য দেশ নাউরু ১৩। বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি ১৪। The Cell Door, Robben Island চিত্রকর্মটি নেলসন ম্যন্ডেলা ১৫। ৩ মে ২০১৯ বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণী’র নামকরণ করে বাংলাদেশ ১৬। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ) ১৭। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের পরিচালকের নাম শ্যাম বেনেগাল ( ভারত) ১৮। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশি টি ২০ লিগে খেলার সুযোগ লাভ করেন জাহানারা আলম ১৯। কিলোগ্রামের নতুন সংজ্ঞা কার্যকর হয় ২০ মে ২০১৯ ২০। ২০১৯ ICC বিশ্বকাপ ক্রিকেটের থিম সং এর শিরোনাম Stand By
আরো কিছু আপডেট তথ্য:
সাম্প্রতিক প্রশ্ন সমাধান ০১। ‘ফণী’ শব্দের অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী ০২। গবাদিপশু উৎপাদনের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান ১২তম ০৩। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩৩০ ০৪। পৃথিবীর প্রথম কল্যাণ বাজেট ঘোষণা করে নিউজিল্যান্ড ০৫। যুক্তরাষ্ট্র ভারতকে দেওয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) বাতিল করছে ৫ জুন ২০১৯ সাম্প্রতিক ঘটনাবলী জুন ২০১৯ জুন ২০১৯
Abbreviations :
এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে
এখানে যানঃ
Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
01. Electromagnetic Pulse- EMP 02. Genetically Modified Organism- GMO 03. Bangladesh-China Power Company (Pvt.) Limited- BCPCL 04. Bangladesh-India Friendship Power Company (Pvt.) Limited- BIFPCL 05. Counter-electronics High Power Microwave Advanced Missile Project- CHAMP
আরো পড়ুন:
Al-Amin Islam | অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে থাকলে মেসেজ করার জন্য অনুরোধ রইল।
Share
Messenger
Whatsapp
Email