সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :

১) নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (The Constitution of the People’s Republic of Bangladesh) – নামের বিষয়ে উল্লেখ আছে অনুঃ ১৫৩ তে, যার শিরোনাম “প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ” (commencement, citation and authenticity), এই অনুচ্ছেদে আরও উল্লেখ আছে ১৬ December ১৯৭২ হতে সংবিধান প্রবর্তন/কার্যকর হয় বা প্রচলন ঘটে। এবং এর ভাষা ২ টি, বাংলা ও ইংরেজি। তবে ভাষাগত বিরোধ হলে বাংলা প্রাধান্য পাবে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ২) বাংলাদেশ সংবিধানের উপরে কী লেখা আছে?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
(তবে প্রস্তাবনার উপরে লেখা “বিসমিল্লাহির রাহমানির রাহিম”)

৩) বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য: ১২ টি

৪) অনুচ্ছেদের (article) অধীনে থাকে দফা (section), আর দফার অধীনে থাকে উপদফা (sub section)

৫) প্রস্তাবনার ইংরেজি preamble। এই অংশটি বাধ্যতামূলক না হলেও নীতিগত কারণে সব দেশের সংবিধানেই থাকে। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় ৫ টি অংশ আছে যার মধ্যে ২টি অঙ্গীকার, একটি দৃঢ় ঘোষণাও রয়েছে:
১ম- বাংলাদেশের প্রতিষ্ঠা
২য়- মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
৩য়- শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
৪থ- সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা (ঘোষণা)
৫ম- গনপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা।

৬) প্রজাতন্ত্র vs গণপ্রজাতন্ত্র: প্রজাতন্ত্র মূলত দুটি অর্থে ব্যবহার করা যায়: এক- স্বয়ং রাষ্ট্র-ই প্রজাতন্ত্র। দুই- যে রাষ্ট্রের রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়।
গনপ্রজাতন্ত্র: রাষ্ট্র বা সরকার প্রধান জনগণের প্ররোক্ষ ভোটে নির্বাচিত হয়।
“বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। ( ১ নং অনুচ্ছেদ)

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৭) রাষ্ট্র ধর্ম ইসলাম (অনুঃ ২ক) vs ধর্ম নিরপেক্ষতা (অনুঃ ১২):
গণতন্ত্র বলতে যদি সংখ্যাগরিষ্ঠের শাসন বুঝায়, তাহলে প্রায় ৮৮% মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে প্রাধান্য দেয়া সরকারের কর্তব্য। তাই ২ক এর সংযোজন। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য ধর্মের মানুষের প্রতি কোনরূপ বৈষম্য থাকবে। আর তাই ১২ অনুঃ এর সংযোজন। সুতরাং এর ফলে মুসলিম এবং অমুসলিম উভয় পক্ষের স্বার্থই অক্ষুন্ন থাকবে।
(এই উত্তর টা অন্যভাবেও দেয়া যায়। আমি রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা করেছি মাত্র। দয়াকরে অন্যভাবে কেউ দেইখেন না)

৮) ১৯৫৬ সালের পাকিস্তানের ১ম সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়েছিল ২১৪ নং অনুচ্ছেদ দ্বারা। বর্তমানে অনুঃ ৩

৯) মাঝে লাল বৃত্ত সহ জাতীয় পতাকার পরিমাপ: ১০:৬:২ (or, ৫:৩:১)। (জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক- অনুঃ ৪)

১০) জাতীয় প্রতীকে উল্লেখ আছে ৪টি বিষয়: ধান্যশীষ, শাপলা, পাটগাছের ৩ টি পাতা, চারটি তারকা।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ১১) বঙ্গবন্ধু জাতির পিতা নাকি জাতির জনক?:
দুটোই। জাতির পিতা তার সাংবিধানিক স্বীকৃতি (অনুঃ ৪ক), আর জাতির জনক তার উপাধি (৩ মার্চ ১৯৭১, by আ.স.ম. আব্দুর রব)।

১২) পিতা তো ইব্রাহীম (আঃ), তো বঙ্গবন্ধু কীভাবে পিতা হয়?
জাতি শব্দটির রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য। জাতি, ধর্ম, সম্প্রদায়, দেশ ইত্যাদি ভেদে পিতা শব্দটিকে ব্যাখ্যা করা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম হিসেবে মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আঃ)। আবার জন্মসূত্রে প্রত্যেকের একজন পিতা থাকে। সুতরাং একজন বাঙালি হিসেবে বাঙ্গালী জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে মেনে নিতে কোন সমস্যা নেই।

১৩) আপনার নিজ জেলা তো ঢাকা। তাইলে বলেন ঢাকা যে বাংলাদেশের রাজধানী এটা সংবিধানের কোন অনুচ্ছেদের কত নং দফায় বর্ণিত?
অনুচ্ছেদ ৫, দফা ১

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ১৪) আমার জাতি হিসেবে বাঙ্গালী কিন্তু নাগরিক হিসেবে বাংলাদেশী কেন? {অনুঃ ৬(২)} প্রত্যেক জাতির একটি যৌবিক উৎপত্তিগত বৈশিষ্ট্য থাকে। যেমন আজকের বাঙ্গালী জাতি মূলত আর্য জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এবং এর সাথে সার্বভৌম রাষ্ট্রের বিষয়টি জড়িত থাকতেও পারে আবার নাও পারে। এই দৃষ্টিকোণ থেকে আমরা জাতি হিসেবে বাঙ্গালী। কিন্তু নাগরিক শব্দটি মূলত একটি সার্বভৌম রাষ্ট্রের অধিবাসীদেরকেই নির্দেশ করে। এই দৃষ্টিকোণ থেকে আমার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক।

১৫) বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন কোনটি?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। {অনুঃ ৭(২)}

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ১৬) সংবিধানের প্রাধান্য {অনুঃ ৭(১)} বলতে কী বোঝায়? এটি কেন গুরুত্বপূর্ণ?
রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। {৭(১)}। সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেহেতু অন্যান্য আইনের যতটুকু অংশ সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, ততটুকু অংশ বাতিল হবে। {৭(২)}।
লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সকল দেশে প্রযোজ্য, সেখানে সাংবিধানিক প্রাধান্য বিদ্যমান থাকে। সার্বভৌম আইনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ এবং জনশৃঙখলা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

১৭) বাংলাদেশের গণতন্ত্র ও সাংবিধানিক সংকট সমাধানে (বা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ ঠেকাতে) সংবিধানের কোন অনুচ্ছেদটি ঢাল হিসেবে বিদ্যমান?
অনুঃ ৭ক

১৮) বাংলাদেশের সংবিধানের কতটি বিষয় কোনোরূপ পরিবর্তন করা যাবে না?
অনুচ্ছেদ ৭খ অনুযায়ী ৪টি বিষয়। (প্রস্তাবনা, ১ম ভাগ, ২য় ভাগ, ৩য় ভাগ, ১৫০ অনুচ্ছেদ)

১৯) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
১৮টি, অনুচ্ছেদ ৮ থেকে ২৫

২০) বাংলাদেশের সংবিধানের প্রধান মূলনীতি কয়টি?
৪টি। জাতীয়তাবা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। (উল্লেখ আছে ২ যায়গায়, প্রস্তাবনা এবং অনুঃ ৮)

২১) মূলনীতিগুলো ব্যাখ্যা আছে কোথায় কোথায়?
অনুচ্ছেদ- ৯ (জাতীয়তাবাদ), ১০ (সমাজতন্ত্র ও শোষণ মুক্তি), ১১ (গণতন্ত্র ও মানবাধিকার), ১২ (ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা)

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ২২) মূলনীতিগুলো বৈশিষ্ট্য কয়টি ও কী কী?
৫টি: অনুঃ ৮ (২) অনুযায়ী:
এক- মূলনীতিগুলো বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হবে
দুই- আইন প্রণয়নে রাষ্ট্র এগুলো প্রয়োগ করবে
তিন- সংবিধান ও অন্যান্য আইনের ব্যাখ্যা দানে নির্দেশক হবে
চার- রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হবে
পাঁচ- মূলনীতিগুলো আইনের মাধ্যমে বলবৎযোগ্য হবে না (অর্থাৎ সরকার মূলনীতিগুলো বাস্তবায়ন করতে না পারলে সরকারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া যাবে না)

২৩) বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তি কী?
ভাষাগত ও সংস্কৃতিগত জাতীয় ঐক্য ও সংহতি। (অনুঃ ৯)

২৪) কোন অনুচ্ছেদবলে একজন নাগরিক তার মূল্যবান ভোট প্রদান করে প্রশাসন পরিচালনার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করে? (বা, প্রশাসনে‌ জনগনের পরোক্ষ অংশগ্রহণ কোন অনুচ্ছেদের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে?)
অনুচ্ছেদ ১১ এর শেষ অংশ (১১ অনুচ্ছেদের এই অংশটি থাকায় বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হিসেবে এখনও ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন টিকে আছে। জেলা ও উপজেলা পরিষদ মূলত স্থানীয় সরকারের উদাহরণ)

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ২৫) দেশে কত প্রকারের সম্পদের মালিকানা স্বীকৃত?
অনুঃ ১৩ অনুযায়ী ৩ ধরনের: জনগণের পক্ষে রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা।

২৬) মৌলিক চাহিদার (৫টি: অন্ন, বস্ত্র, আশ্রয় শিক্ষা, চিকিৎসা) নিশ্চয়তা কোন অনুচ্ছেদে বিদ্যমান?
অনুচ্ছেদ ১৫ (শিরোনাম “মৌলিক প্রয়োজনের ব্যবস্থা)
{এছাড়াও এই অনুচ্ছেদের অধীনেই সরকার তার সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেমন: বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি। এমনকি এই অনুচ্ছেদে বেকারত্ব ভাতা প্রদানের কথাও রয়েছে।}

২৭) আপনি কেন শিক্ষকতা পেশায় আসতে চান?
বাংলাদেশ সংবিধানের ১৭ নং অনুচ্ছেদের (খ) দফায় বাংলাদেশের সমাজ ব্যবস্থার সাথে শিক্ষাকে সংগতিপূর্ণ করার জন্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির যে রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে তা বাস্তবায়নের জন্য এবং পাশাপাশি নিজের স্বপ্ন পূরণের জন্য আমি এ পেশায় থেকে জাতির মেরুদণ্ড গড়ার একজন দক্ষ কারিগর হতে চাই।
{১৭ (ক)- সার্বজনীন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, ১৭ (গ)- নিরক্ষরতা দূরীকরণ}

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ২৮) এই যে সরকারি চাকরিতে ডোপ টেস্ট করা বাধ্যতামূলক করা হলো এটা সংবিধানের কোন অনুচ্ছেদের অধীন?
পরোক্ষভাবে এটি অনুচ্ছেদ ১৮ এর অধীন। (এতে নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি, prostitution এবং জুয়া নিষিদ্ধের কথাও রয়েছে)

২৯) নদী দূষণ ও দখল রোধে সরকার বর্তমানে যে কঠোর অবস্থানে রয়েছে এটা সংবিধানের কত অনুচ্ছেদের আলোকে?
অনুচ্ছেদ ১৮ক (পরিবেশ, জলাভূমি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ)

৩০) নারীর ক্ষমতায়ন ও নারী অধিকারের বিষয়ে সংবিধানের অনুচ্ছেদগুলো কী কী?
নারীর ক্ষমতায়নে অনুচ্ছেদ ১৯(৩)- সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতার নিশ্চয়তা। এছাড়াও এক্ষেত্রে ৬৫(৩) অনুচ্ছেদও উল্লেখযোগ্য।
নারীর অধিকারে অনুচ্ছেদ ২৮(২)- সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার প্রাপ্য।

৩১) সরকারি বেসরকারি কর্মকর্তা বা কর্মচারীরা পারিশ্রমিক পায় সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে?
অনুচ্ছেদ ২০ (১)

৩২) ঘুষ খাওয়া যাবেনা- এটা সংবিধানের কোথায় আছে?
পরোক্ষভাবে ২০(২) অনুচ্ছেদে।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৩৩) সংবিধান অনুযায়ী নাগরিক ও সরকারি কর্মচারী হিসেবে আপনার কর্তব্য কয়টা?
অনুঃ ২১ অনুযায়ী, নাগরিক হিসেবে প্রধান কর্তব্য ৪টি (সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষাকরা, নাগরিক দায়িত্ব পালন করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা) এবং সরকারি কর্মচারী হিসেবে প্রধান কর্তব্য ১টি (সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা)

৩৪) আপনার জন্ম দেখছি পহেলা নভেম্বরে। তো এই দিনের একটা বিশেষ ঘটনা বলুন তো?
মাজদার হোসেন মামলার পক্ষে হাইকোর্ট এবং আপিল বিভাগের রায়ের ভিত্তিতে ২০০৭ সালের পহেলা নভেম্বর বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হয় এবং এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়। (অনুঃ ২২)

৩৫) আপনার ১ম চয়েজ দেখছি পররাষ্ট্র ক্যাডার, তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সংবিধানের কোথায় উল্লেখ আছে?
অনুঃ ২৫ এর দফা ১ এর উপদফা ক, খ, গ তে

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৩৬) মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য কী?
মানবাধিকার: জন্মগতভাবে একজন মানুষ পৃথিবীতে যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। এর কোন রাষ্ট্রীয় সীমারেখা নেই। Universal Declaration of Human Rights (1948) এর মতো আন্তর্জাতিক আইনের মাধ্যমে UNO এই অধীকারগুলো সুরক্ষায় কাজ করে। যেমন: এই আইনের ১৫ নং ধারায় বলা হয়েছে, “পৃথিবীতে প্রত্যেক ব্যক্তিরই একটি জাতীয়তাযর অধীকার রয়েছে।” (সুতরাং আসামের প্রায় ৪০ লাখ মানুষের জাতীয়তা নিয়ে ভারত সরকার যে প্রশ্ন তুলেছে, কিংবা ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব মিয়ানমার সরকার যেভাবে কেড়ে নিয়েছে তা প্রকাশ্যেই মানবাধিকারের লঙ্ঘন।)
মৌলিক অধিকার: মানবাধিকারের মধ্য থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যে অধীকারগুলোকে সংবিধানে উল্লেখ পূর্বক সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে এবং উক্ত রাষ্ট্রের নাগরিকগণ এসকল অধীকার হড়ণ হলে আদালতের মাধ্যমে তা বলবৎ করতে পারে, সেগুলোই মৌলিক অধিকার। যেমন বাংলাদেশ সংবিধানের ২৭-৪৪ নং অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮ টি মৌলিক অধিকার বিদ্যমান আছে। (মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে ২৬-৪৭ক পর্যন্ত, তৃতীয় ভাগে)

৩৭) জাতীয় সংসদ কি মৌলিক অধিকার বিরোধী কোন আইন পাস করতে পারে?
জী, পারে। সংবিধানের ৪৭ অনুঃ অনুযায়ী সংসদ ২টি ক্ষেত্রে এটি করতে পারেন। এক- সংবিধানের ২য় ভাগের মূলনীতিগুলোর যেকোন একটি/একাধিক বাস্তবায়নের ক্ষেত্রে। দুই- যুদ্ধাপরাধীদের বিচার/গণহত্যাজনিত বিচার/মানবতাবিরোধী অপরাধের বিচার ক্ষেত্রে।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৩৮) বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে? যুদ্ধাপরাধীদের জন্য সংবিধানের কোন কোন মৌলিক অধিকার প্রযোজ্য নয়?
বিচার হচ্ছে ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী। এবং ৪৭ক অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধাপরাধীদের জন্য নিম্নের সাংবিধানিক অধিকারগুলো প্রযোজ্য হবে না:
— ৩১ অনুচ্ছেদের আইনের আশ্রয় লাভের অধিকার
— ৩৫ অনুচ্ছেদের দফা ১ এর অপরাধ সংঘটনের সময়ে বলবৎ আইনের অতিরিক্ত দন্ডাদেশ না প্রদানের অধীকার, ৩ দফার অধীনে নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকার
— ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে (উভয় কক্ষেই) মৌলিক অধিকার বলবৎ করার অধিকার।
(বিঃ দ্রঃ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে International Crimes Tribunal Act 1973 অনুযায়ী)

৩৯) বিদেশিদের জন্য সংবিধানে কতটি মৌলিক অধিকার বিদ্যমান?
৫ টি, অনুচ্ছেদ ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। (এগুলো আবার দেশী নাগরিকদের জন্যেঝ প্রযোজ্য)

৪০) বাংলাদেশে জরুরি অবস্থায় কতটি মৌলিক অধিকার স্থগিত রাখা হয়?
৬ টি, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ এবং ৪২ ( অনুঃ ১৪১খ অনুযায়ী)

৪১) তো মাঝখানে ৪১ কেন স্থগিত রাখা হলোনা?
অনুচ্ছেদ ৪১ মূলত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক। জরুরী অবস্থা জারি থাকলেও মানুষ তার ধর্ম অবলম্বন, পালন, প্রচারণা, ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ ইত্যাদির অধিকার রাখে।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৪২) সংবিধানের যে কোন একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ইংরেজিতে বলো?
Article 27. Equality before law:
All citizens are equal before law and are entitled to equal protection of law.

৪৩) এই যে তোমাদের আন্দোলনে সরকার কোটা পদ্ধতি বাতিল করলো, এটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
অনুচ্ছেদ ২৯ এর দফা ১ ও ২ (সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা)

৪৪) কোটা রাখার বিধানও তো সংবিধানে আছে, তাহলে বাতিল করার সীদ্ধান্ত করলো কেন?
অনুচ্ছেদ ২৯ এর ৩ দফায় কোটা পদ্ধতি রাখার সরকারি এখতিয়ারের কথা বলা হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের এক বক্তব্যে বলেন, “যাদের জন্য কোটা প্রযোজ্য তাদের জন্য সরকার ভিন্নভাবে নিয়োগের ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে।” এ বিষয়ে গঠিত উচ্চতর কমিটির মতামত ছিল, “তুলনামূলক প্রকৃত মেধাবীদের শতকরা হার কোটার তুলনায় কম থাকা কোনভাবেই কাম্য নয়”
এসকল দিক বিবেচনায় সরকার এ সীদ্ধান্ত গ্রহণ করেছে।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৪৫) আপনি কোন পক্ষে, কোটা বাতিলের নাকি বহালের?
স্যার আমি সংস্কারের পক্ষে। পুরোপুরি কোটা বাতিলের সময় এখনও আসেনি বলেই আমি মনে করি। তাছাড়া মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। তাদের জন্য অবশ্যই একটি সীমিত কোটা বহাল রাখা উচিত।

৪৬) গ্রেপ্তারের কতক্ষণ সময়ের মধ্যে পুলিশ অপরাধীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে?
সংবিধানের ৩৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে। (যাতায়াতের সময় ব্যতীত)

৪৭) Special Power Act কী?
১৯৭৪ সালে সংবিধানের ৩৩(৪) অনুচ্ছেদের আলোকে এই আইনটি করা হয়। এর অধীনে পুলিশ সর্বোচ্চ ৬ মাস অপরাধীকে আটক রাখতে পারে।

৪৮) দেশে জঙ্গিবাদ দমন হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে?
অনুঃ ৩৮ (সংগঠনের স্বাধীনতা)

৪৯) জন স্টুয়ার্ট মিলের চিন্তাধারার সাথে বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ জড়িত? এবং কেন?
অনুঃ ৩৯, কেননা এ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাকস্বাধীনতা, ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা‌ হয়েছে। জন স্টুয়ার্ট মিলকে বলা হয় ব্যাক্তি স্বাধীনতার বা ব্যাক্তি স্বাতন্ত্র্যবাদের জনক। তিনি তার On Liberty গ্রন্থে freedom of speech, freedom of thought এবং freedom of action (self regarding) নিশ্চিতকরণের মাধ্যমে ব্যাক্তি স্বাধীনতা নিশ্চিতের কথা বলেছেন।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৫০) আপনার মৌলিক অধিকার বাধাগ্রস্ত হলে আপনি কী করতে পারেন? (একবার এক ভাইবায় বলছিল “তুমি সবার থেকে যোগ্য হওয়া সত্ত্বেও যদি আমার তোমাকে চাকরি টা না দেই তাহলে তোমার করনীয় কী, সংবিধানের আলোকে বলো?)
আমি সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদের আলোকে ১০২(১) অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে মামলা রুজু করতে পারি।

৫১) বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

৫২) রাষ্ট্রপতির পদমর্যাদা বল?
–তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন {অনুঃ ৪৮(২)}
— Warrant of precedence এর সর্বোচ্চ ক্রমে অবস্থান করবেন
— তিনি আদালতের জবাবদিহি হতে মুক্ত, (অনুঃ ৫২)

৫৩) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কয়টা কাজ করতে পারেন?
২ টি, সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের ক্ষমতাবলে ৫৬(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ।

৫৪) রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টিকে ইংরেজিতে কী বলে?
Prerogative of Mercy (অনুচ্ছেদ ৪৯)

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৫৫) বাংলাদেশে প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি হয়েছেন এমন ৫ জনের নাম বলুন?
Chief justice জনাব আবু সাঈদ চৌধুরী
Chief justice জনাব আবু সায়েম
Chief justice জনাব আব্দুস সাত্তার
Chief justice জনাব আহসান উদ্দিন খান
Chief justice জনাব সাহাবুদ্দিন আহমেদ

৫৬) রাষ্ট্রপতির অভিশংসন আর অপসারণের মাঝে পার্থক্য কী?
৫২ নং অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসন করা হয় সংবিধান লঙ্ঘন এবং গুরুতর অসদাচরণের জন্য। অন্যদিকে ৫৩ নং অনুচ্ছেদ অনুযায়ী অপসারিত করা হয় শারীরিক বা মানসিক অসামর্থ্যের জন্য।

৫৭) রাষ্ট্রপতির অবর্তমানে কে তার দায়িত্ব পালন করেন?
৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার।

৫৮) নির্বাহী বিভাগের প্রধান কে?
প্রধানমন্ত্রী

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৫৯) বাংলাদেশে মন্ত্রিসভা আর মন্ত্রিপরিষদের মধ্যে পার্থক্য কী?
মন্ত্রিপরিষদ: মূলত প্রধানমন্ত্রী, অন্যান্য সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, ও উপমন্ত্রীদেরকে সমষ্টিগতভাবে মন্ত্রিপরিষদ বলা হয়। (অনুঃ ৫৬) এক্ষেত্রে প্রধানমন্ত্রী সহ প্রত্যেককেই রাষ্ট্রপতি নিয়োগ দান করেন।
মন্ত্রিসভা: প্রধানমন্ত্রী তার ইচ্ছানুযায়ী মন্ত্রিপরিষদের মধ্যে থেকে কিছু সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠন করে থাকেন। (অনুঃ ৫৫)। এক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্বানুমতির প্রয়োজন হয় না। প্রকৃত অর্থে সরকারের নির্বাহী বিভাগ বলতে মন্ত্রিসভাকেই বুঝানো হয়। কেননা কেবল মন্ত্রিসভাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে। {অনুচ্ছেদ ৫৫(৩)}।

৬০) তাহলে কি মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে না?
জি থাকে। মন্ত্রিপরিষদ শাসিত/সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদের নিকট সরকারের দায়বদ্ধতা দুই প্রকার হয়ে থাকে। এক- যৌথ দায়বদ্ধতা, দুই- ব্যক্তিগত দায়বদ্ধতা। মন্ত্রিপরিষদের দায়বদ্ধতাকে বলা হয় ব্যক্তিগত দায়বদ্ধতা। প্রত্যেক মন্ত্রীই তার মন্ত্রণালয়ের যাবতীয় কাজের জন্য সংসদে দায়বদ্ধ থাকেন। কিন্তু এর জন্য সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা খুব একটা সহজ হয়না। অন্যদিকে মন্ত্রিসভা যদি “যৌথ দায়বদ্ধতায়” (collective responsibility) ব্যর্থ হয়, তবে সংসদে অনাস্থা প্রস্তাব এনে সহজেই সরকারকে পদত্যাগে বাধ্য করা যায়।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৬১) Rules of business এবং Allocation of business কী?
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী পরিচালনার জন্য যে বিধি প্রণয়ন করেন তাই Rules of business। অন্যদিকে Rules of business অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ প্রত্যেক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য যে বিধি প্রণয়ন করে তাই Allocation of business।

৬২) Technocrat মন্ত্রী কারা?
অনুঃ ৫৬(২) অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত নয়, তবে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন, এমন ব্যাক্তিদের কে মন্ত্রী পদে রাষ্ট্রপতি যখন নিয়োগ দান করেন, তখন তাকে Technocrat মন্ত্রী বলেন। এর সর্বোচ্চ সীমা মোট সংসদ সদস্য সংখ্যার এক দশমাংশ।

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৬৩) প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন কয়টি সংস্থা আছে?
১১ টি (২৭.০৭.১৯ পর্যন্ত)
1- Bangladesh Economic Zone Authority
2- Public Private Partnership Authority
3- Private Export Processing Area
4- Bangladesh Investment Development Authority
5- Bangladesh Export Processing Zone Authority
6- National Security Intelligence
7- Special Security Force
8- Governance Innovation Unit
9- Bureau of NGO related
10- Sub Regional Co operative Cell
11- National Skill Development Authority
(PM office এর অধীন হলেও এই ১১ টি সংস্থার প্রধান কিন্তু প্রধানমন্ত্রী নন)

৬৪) প্রধানমন্ত্রী কোন কোন মন্ত্রনালয় ও বিভাগের প্রধান?
জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর মন্ত্রী। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্রবাহিনী বিভাগেরও প্রধান তিনি। (২৭.০৭.১৯ পর্যন্ত)

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৬৫) সংবিধানে স্থানীয় সরকারের কয়টি কাজ ও কয়টি ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে?
৫৯(২) অনুচ্ছেদ অনুযায়ী ৩টি কাজ (জনপ্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, জনশৃঙখলা রক্ষা, জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন) ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী ৩টি ক্ষমতা (স্থানীয় প্রয়োজনে করারোপ, বাজেট প্রস্তুতকরন ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণ) দেওয়া হয়েছে।

৬৬) তিন বাহিনীর প্রধানদের নিয়োগ দান করেন কে?
অনুচ্ছেদ ৬২ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি।

৬৭) বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করতে পারে কে?
৬৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদের সম্মতি নিয়ে রাষ্ট্রপতি।

৬৮) সংবিধিবদ্ধ পদ কী? সংবিধানে কয়টি সংবিধিবদ্ধ পদ আছে?
যেসকল পদ সংবিধান অনুযায়ী সৃষ্টি হয় কিন্তু সংশ্লিষ্ট পদের প্রধানগন সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন না, সেসকল পদকেই সংবিধিবদ্ধ পদ বলে। বাংলাদেশ সংবিধানে ২টি এরূপ পদ আছে, Attorney General (article 64), Ombudsman (ন্যায়পাল) (অনু ৭৭)

সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ৬৯) সাংবিধানিক পদ ও সংস্থা কী কী?
পদ: ১. রাষ্ট্রপতি, ২. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ৩. স্পীকার, ৪. ডেপুটি স্পিকার, ৫. সংসদ সদস্য, ৬. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, ৭. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, ৮. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণক, ৯. সরকারি কর্মকমিশনের সদস্য।
(এ পদগুলো সংবিধান অনুযায়ী সৃষ্টি এবং ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ৩য় তফসিলের অধীন শপথ গ্রহণ করে।
সংস্থা: ১. জাতীয় সংসদ। ২. নির্বাচন কমিশন। ৩. পাবলিক সার্ভিস কমিশন। ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণকের কার্যালয়।
(রাষ্ট্রপতির কার্যালয়/অফিস ও নির্বাহী বিভাগের কার্যালয়/অফিস বলতে সংবিধানে কোন কিছুর উল্লেখ নেই। সুতরাং এ দুটিকে সাংবিধানিক সংস্থা বলার সুযোগ নেই।)

লিখেছেন: Najmul Hasan, DU

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!