১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

1. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল –
লক্ষণ সেন
ইলয়াস শাহ
আকবর
বিজয় সেন
Correct answer is : আকবর

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

2. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’ ?
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
Correct answer is : হুমায়ুন

3. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের নাট্যকার কে?
কবীর চৌধুরী
মুনীর চৌধুরী
সৈয়দ শামসুল হক
কবি জসীমউদ্দীন
Correct answer is : মুনীর চৌধুরী

4. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ধূমকেতু
বিদ্রোহী
প্রলয়োল্লাস
অগ্রপথিক
Correct answer is : প্রলয়োল্লাস

5. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু
Correct answer is : রবীন্দ্রনাথ ঠাকুর

6. বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ?
কেশব চন্দ্র সেন
গিরিশ চন্দ্র সেন
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
মাওলানা আকরাম খাঁ
Correct answer is : গিরিশ চন্দ্র সেন

7. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত –
কবিতার নাম
গল্প সংকলনের নাম
উপন্যাসের নাম
কাব্য সংকলনের নাম
Correct answer is : উপন্যাসের নাম

8. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা –
শামসুর রহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আবদুল গাফফার চৌধুরী
Correct answer is : আবদুল গাফফার চৌধুরী

9. ‘কবর’ নাটক কার রচনা?
শহীদুল্লাহ কায়সার
জহির রায়হান
মুনীর চৌধুরী
সত্যেন সেন
Correct answer is : মুনীর চৌধুরী

10. .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
৫০%
৩০%
৩৩%
৩১%
Correct answer is : ৫০%

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

11. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?
২২%
২৫%
২০%
৩০%
Correct answer is : ২০%

12. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে তিনগুণ হবে ?
১২.৫০ টাকা
২০ টাকা
২৫ টাকা
১৫ টাকা
Correct answer is : ২৫ টাকা

13. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?
১/ ৮০
১/ ৮০০
১/ ৮০০০
১/ ৮
Correct answer is : ১/ ৮

14. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?
১৬
২৪
৩২
১২
Correct answer is : ১৬

15. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
১১টি
৮টি
১০টি
৯টি
Correct answer is : ১০টি

16. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?
২৩
২৪.৫
২৫
২৬.৫
Correct answer is : ২৫

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

17. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?
১৪০ টাকা
১২০ টাকা
১৪৪ টাকা
১২৪ টাকা
Correct answer is : ১৪৪ টাকা

18. নিচের কোন সংখ্যাটি মৌলিক
৯১
১৪৩
৪৭
৮৭
Correct answer is : ৪৭

19. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?
৭০
৮০
৯০
৯৮
Correct answer is : ৮০

20. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি রেখা
মকরক্রান্তি রেখা
আন্তর্জাতিক তারিখ রেখা
Correct answer is : কর্কটক্রান্তি রেখা

21. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল
ইংরেজ
পর্তুগিজ
ফরাসি
ডাচ
Correct answer is : পর্তুগিজ

22. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
আয়োডিন
লৌহ
ভিটামিন
ক্যালসিয়াম
Correct answer is : লৌহ

23. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে –
অক্সিজেন ও গ্লুকোজ
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
Correct answer is : অক্সিজেন ও গ্লুকোজ

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

24. ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ?
পেয়ারা
কলা
পেঁপে
জামরুল
Correct answer is : কলা

25. সংকর ধাতু পিতলের উপাদান ?
তামা ও টিন
তামা ও দস্তা
তামা ও নিকেল
তামা ও সিসা
Correct answer is : তামা ও দস্তা

26. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_
রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
Correct answer is : উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

27. নবায়নযোগ্য শক্তির উৎস –
সূর্যরশ্মি
পীট কয়লা
পেট্রল
প্রাকৃতিক গ্যাস
Correct answer is : সূর্যরশ্মি

28. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
এদের মূলে অনেক বায়ুকুঠুরী আছে
এদের কান্ড পাতার তুলনায় হালকা
এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
কোনটিই নয়
Correct answer is : এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে

29. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
Correct answer is : বায়োগ্যাস

30. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
মহাকর্ষণ বলের জন্য
মধ্যাকর্ষণ বলের জন্য
আমরা স্থির থাকার জন্য
পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
Correct answer is : মধ্যাকর্ষণ বলের জন্য

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

31. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –
বিদ্যুৎ এর অপচয় কম হয়
পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
Correct answer is : বিদ্যুৎ এর অপচয় কম হয়

32. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে –
তামার দন্ড ও দস্তার পাত
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
Correct answer is : কার্বন দন্ড ও দস্তার কৌটা

33. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় –
আয়না বায়ু
প্রত্যায়ন বায়ু
মৌসুমী বায়ু
নিয়ত বায়ু
Correct answer is : নিয়ত বায়ু

34. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা –
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
Correct answer is : তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

35. মাছ অক্সিজেন নেয় –
মাঝে মাঝে পানির উপর নাক তুলে
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
পটকার মধ্যে জমানো বাতাস হতে
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
Correct answer is : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

36. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল –
লাল, হলুদ, সবুজ
লাল, কমলা , বেগুণী
হলুদ, সবুজ , নীল
লাল, আসমানী, সবুজ
Correct answer is : লাল, আসমানী, সবুজ

37. What is the meaning of ‘White Elephant’?
An elephant of white colour
A hoarder
A black marketer
A very costly or troublesome possession
Correct answer is : A very costly or troublesome possession

38. What kind of noun is girl ?
Proper
Common
Collective
Material
Correct answer is : Common

39. What kind noun is Cattle ?
Proper
Common
Collective
Material
Correct answer is : Collective

40. ‘Animal Farm’ was written by _.
George Orwell
Stevenson
Swift
Mark Twain
Correct answer is : George Orwell

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

41. Who is author of ‘India wins freedom’?
Mahataama Gandhi
J.L.Nehru
Abul Kamal azad
Moulana Akram Khan
Correct answer is : Abul Kamal azad

42. ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?
কারো পৌষ মাস, কারও সর্বনাশ
চাল না চুলো, ঢোকা না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
বোঝার উপরে শাকের আঁটি
Correct answer is : সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

43. ক্রিয়াপদের মূল অংশকে বলে—
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
Correct answer is : ধাতু

44. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
Correct answer is : শবদাহ

45. ‘রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর –
রত্মা + কর
রত্ন + কর
রত্মা + আকার
রত্ম + আকর
Correct answer is : রত্ম + আকর

46. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
পাকা পাকা আম
ছি ছি কী করছে ?
নরম নরম হাত
উড়ু উড়ু মন
Correct answer is : পাকা পাকা আম

47. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
যত গর্জে তত বৃষ্টি হয় না
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
নাচতে না জানলে উঠান বাঁকা
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
Correct answer is : অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

48. কোনটি তদ্ভব শব্দ ?
চাঁদ
সূর্য
গগন
নক্ষত্র
Correct answer is : চাঁদ

49. শুদ্ধ বানান কোনটি ?
মুমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষূ
মূমুর্ষ
Correct answer is : মুমূর্ষু

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

50. ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে –
পর্তুগিজ ভাষা হতে
আরবী ভাষা হতে
দেশী ভাষা হতে
ওলন্দাজ ভাষা হতে
Correct answer is : পর্তুগিজ ভাষা হতে

51. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় ?
তিনিই সমাজের মাথা
মাথা খাটিয়ে কাজ করবে
লজ্জায় মাথা মাথা কাটা গেল
মাথা নেই তার মাথা ব্যাথা
Correct answer is : মাথা খাটিয়ে কাজ করবে

52. শুদ্ধ বাক্য কোনটি ?
দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
Correct answer is : দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

53. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
১২০৬
১৩১০
১৬১০
১৫২৬
Correct answer is : ১৬১০

54. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের ?
দুটি কৃষি যন্ত্রপাতির নাম
দুটি কৃষি সংস্থায়ের নাম
উন্নত জাতের গম শস্য
কৃষি খামারের নাম
Correct answer is : উন্নত জাতের গম শস্য

55. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
ড.রমেশচনদ্র মজুমদার
ড.মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ এফ রহমান
Correct answer is : স্যার এ এফ রহমান

10th BCS Question with Answer

56. পূর্বাশা দ্বীপের অপর নাম –
নিঝুম দ্বীপ
সন্দ্বীপ
দক্ষিণ তালপট্টি
কুতুবদিয়া
Correct answer is : দক্ষিণ তালপট্টি

57. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
সোনারগাঁয়ে
মহাস্থানগর
রংপুর
সিলেট
Correct answer is : সোনারগাঁয়ে

58. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
ইরান
সৌদি আরব
কুয়েত
ইরাক
Correct answer is : ইরাক

59. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
১৭০০ সালে
১৭৬২ সালে
১৭৯৩ সালে
১৯৬৫ সালে
Correct answer is : ১৭৯৩ সালে

60. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –
শায়েস্তা খাঁ
নওয়াব সলিমুল্লাহ
মির্জা আহমেদ জান
মির্জা গোলাম পীর
Correct answer is : মির্জা আহমেদ জান

61. বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে –
বিজয়পুরে
রাণীগঞ্জে
টেকেরহাটে
বিয়ানীবাজারে
Correct answer is : বিজয়পুরে

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

62. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
সোমপুর বিহার
ধর্মপাল বিহার
জগদ্দল বিহার
শ্রী বিহার
Correct answer is : সোমপুর বিহার

63. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?
মহাস্থানগড়ে
শাহজাদপুরে
নেত্রকোণায়
রামপালে
Correct answer is : মহাস্থানগড়ে

64. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
কোরিয়া
কিউবা
Correct answer is : যুক্তরাষ্ট্র

65. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত ?
ইরান
ইরাক
মিশর
সিরিয়া
Correct answer is : ইরাক

66. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
ইতালি
স্পেন
তুরস্ক
গ্রীস
Correct answer is : তুরস্ক

67. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –
১৯৪২ সালের নভেম্বর মাসে
১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
১৯৪৫ সালের এপ্রিল মাসে
১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
Correct answer is : ১৯৪৫ সালের এপ্রিল মাসে

68. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম –
কাশাভুবু
প্যাট্রিক লুমুম্বা
শোম্বে
মবুতু
Correct answer is : প্যাট্রিক লুমুম্বা

69. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল –
১৯৪৫ সালের আগষ্ট মাসে
১৯৪৫ সালের মে মাসে
১৯৪৪ সালের সেপ্টম্বর মাসে
১৯৪৪ সালের আগষ্ট মাসে
Correct answer is : ১৯৪৫ সালের আগষ্ট মাসে

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

70. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –
ব্রিটেন
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
সোভিয়েত
Correct answer is : যুক্তরাষ্ট্র

71. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল –
ফিলিপাইন
জাপান
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
Correct answer is : জাপান

72. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
পেরেজ দ্য কুয়েলার
কুর্টওয়ান্ডহইম
ট্রাইগভে লাই
উ থান্ট
Correct answer is : ট্রাইগভে লাই

73. IMF এর সদর দপ্তর কোথায়?
নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসি
জেনেভা
হেগ
Correct answer is : ওয়াশিংটন ডিসি

74. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত –
রিয়াদ
জেদ্দা
দামেস্ক
মক্কা
Correct answer is : জেদ্দা

75. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় –
ওয়েষ্ট মিনিষ্টার এ্যাবে
হোয়াইট হল
মার্বেল চার্চ
বুশ হাউজ
Correct answer is : হোয়াইট হল

76. পিএলও(PLO)-এর সদর দপ্তর হল –
রামাল্লা
রাবাত
বেনগাজি
মরক্কো
Correct answer is : রামাল্লা

77. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় –
১৯৮৪
১৯৮৭
১৯৮৫
১৯৮৬
Correct answer is : ১৯৮৫

78. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা – (২০১২)
১৫৬
১৫৭
১৫৮
১৯৩
Correct answer is : ১৯৩

79. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –
সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
Correct answer is : সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

80. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
১০ জানুয়ারি ১৯৭১
Correct answer is : ১০ এপ্রিল ১৯৭১

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

81. a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?
2
3
4
5
Correct answer is : 4

82. যদি (x-5)(a+x) = x2-25 হয়, তবে a এর মান কত ?
-৫

২৫
-২৫
Correct answer is : ৫

83. a+b+c= 0 হলে a^3+b^3+c^3 এর মান কত ?
abc
3abc
6abc
9abc
Correct answer is : 3abc

84. What is the synonym of ‘competent’?
Circumspect
Capable
Discrete
Prudent
Correct answer is : Capable

85. What is antonym of ‘jovial’?
Jolly
Jealous
Gay
Happy
Correct answer is : Jealous

86. What is antonym of ‘Gentle’?
Harsh
Clever
Modest
Rude
Correct answer is : Rude

87. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি –
সমকোণী
স্থূলকোণী
সমবাহু
সক্ষ্মকোণী
Correct answer is : সমকোণী

88. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে –
√3/4 a^2
√(3a^2/2)
3/2
1/2a^2
Correct answer is : √3/4 a^2

89. I am not bad— tennis.
in
at
about
with
Correct answer is : at

90. Choose the correct alternative to correct the sentence. He ………. to see us if he had been able to do .
would come
would have come
may have come
may come
Correct answer is : would have come

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

91. Choose the appropriate alternative to complete the sentence. He had a _______ of fever.
severe attack
strong attack
bad attack
serious attack
Correct answer is : severe attack

92. Choose the correct answer. How long did you wait ?
Till launch time
Till he came
until six O’ clock
Since this morning
Correct answer is : Till he came

93. Choose the correct sentence –
The man that said that was a fool
The man who said that was a fool
The man said that was a fool
The man which said that was a fool
Correct answer is : The man who said that was a fool

94. Choose the correct sentence –
A few of the three boys got a prize
Each of three boys got a prize
Every of the three boys got a prize
All of the three boys got a prize
Correct answer is : Each of three boys got a prize

95. Choose the correct sentence –
I asked javed had he passed
I asked javed if you had passed
I asked javed if he had passed
I asked Javed that had he passed
Correct answer is : I asked javed if he had passed

96. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
নিখুঁত
আনমনা
অবহেলা
নিমরাজি
Correct answer is : নিমরাজি

97. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
শামীম সিকদার
সৈয়দ আব্দুল্লাহ খান
হামিদুজ্জামান খান
আব্দুস সুলতান
Correct answer is : হামিদুজ্জামান খান

১০তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

98. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
১৭ এপ্রিল ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭২
২৬ মার্চ ১৯৭৩
Correct answer is : ১৬ ডিসেম্বর ১৯৭২


আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!