রসায়ন-০১

সাধারণ বিজ্ঞান, রসায়ন, অধাতু:

প্রশ্নঃ কাঁচ কি দিয়ে তৈরি?
ক. MnO2
খ. SiO2
গ. BaO
ঘ. Ba2O3
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
ক. ব্রোমিন
খ. পারদ
গ. আয়োডিন
ঘ. জেনন
উত্তরঃ ক

প্রশ্নঃ জলজ শামুক, ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?
ক. কার্বনেট
খ. সালফেট
গ. ফসফেট
ঘ. নাইট্রেট
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন এসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয়?
ক. NHO3,HCL
খ. H2SO4,HCL
গ. H2SO4,NHO3
ঘ. H2CO3,CH3COOH
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন যৌগটি সবচেয়ে শক্তিশালী এসিড?
ক. HCL
খ. HCLO4
গ. HCOOH
ঘ. CH3COOH
উত্তরঃ খ

প্রশ্নঃ অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে-
ক. তরল অ্যামোনিয়া
খ. অক্সিজেন তরল আকারে
গ. তরল নাইট্রোজেন
ঘ. তরল কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হীরায় কাঁচ কাটা যায় কেন?
ক. নরম পদার্থ বলে
খ. কঠিনতম পদার্থ বলে
গ. ভঙ্গুর পদার্থ বলে
ঘ. তরল পদার্থ বলে
উত্তরঃ খ

প্রশ্নঃ কলের পানিতে সাধারণত কোন রাসয়নিক উপাদান থাকে?
ক. আয়োডিন
খ. ক্লোরিন
গ. ব্রোমিন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ খ

প্রশ্নঃ পানীয় জলে সচরাচর সবচেয়ে বেশী disinfectant (জীবাণু ধ্বংসকারক) ব্যবহার করা হয়-
ক. ফিটকিরি
খ. নাইট্রোজেন
গ. চুন
ঘ. ক্লোরিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. সালফার ডাই-অক্সাইড
ঘ. নাইট্রোজেন ডাই-অক্সাইড
উত্তরঃ খ

প্রশ্নঃ উড পেন্সিলের ‘সীস’ হল-
ক. গ্রাফাইট
খ. কপার চূর্ণ
গ. সালফার
ঘ. চিনি
উত্তরঃ ক

প্রশ্নঃ আয়োডিন পাওয়া যায়-
ক. লাইকেনে
খ. মিউকরে
গ. এগারিকাসে
ঘ. শৈবালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Laughing gas is/লাফিং গ্যাস কি?
ক. NO
খ. N2O
গ. N2O4
ঘ. N2O5
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আকোয়া রেজিয়া’ বলতে বুঝায়—
ক. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
খ. কনসেনট্রেটেড নইট্রিক এসিড
গ. কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এডিসের মিশ্রণ
ঘ. কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওলিয়াম কাকে বলে?
ক. গাঢ় সালফিউরিক এসিডকে
খ. ধূমায়মান সালফিউরিক এসিডকে
গ. মধ্যম গাঢ় সালফিউরিক এসিডকে
ঘ. লঘু সালফিউরিক এসিডকে
উত্তরঃ খ

প্রশ্নঃ দিয়ারশললাইয়ের বক্সের দু-ধারে কাগজের উপর যে বারুদ থাকে তা আসলে-
ক. কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস
খ. গ্রাফাইট
গ. গন্ধক
ঘ. হীরক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে?
ক. সালফার
খ. গ্রাফাইট
গ. ফসফরাস
ঘ. সিলিকন
উত্তরঃ খ

প্রশ্নঃ পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণ কে বলা হয়—-
ক. সোডা ওয়াটার
খ. মিল্ক অব লাইম
গ. ওয়াটার গ্যাস
ঘ. মার্ক পারহাইড্রল
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো-
ক. কার্বন
খ. কাঠ কয়লা
গ. ফসফরাস পেন্টাক্সাইড
ঘ. পিট কয়লা
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়,কারণ-
ক. কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
খ. পাত্রের ভিতর বায়ুশূণ্য হয়ে যায়
গ. গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
ঘ. গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমআয়তন হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণকে কি বলা হয়?
ক. থারমিট
খ. ওয়াটার গ্যাস
গ. নেসলার দ্রবণ
ঘ. রাজাম্ল
উত্তরঃ খ

প্রশ্নঃ এসিড বৃষ্টি হয় বাতাসে
ক. কার্বন ডাই অক্সাইডের আধিক্যে
খ. সালভার ডাই অক্সাইডের আধিক্যে
গ. নাইট্রাস অক্সাইডের আধিক্যে
ঘ. খ ও গ উভয়ই ঠিক
উত্তরঃ খ

প্রশ্নঃ সোডিয়াম ধাতুর নিষ্কাশনে কিসের অ্যানোড ব্যবহৃত হয়?
ক. গ্রাফাইট
খ. কপার
গ. ক্লোরিন
ঘ. সোডিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ ইটের মৌলিক উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটি বেশি পাওয়া যায়?/ ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে
ক. চুন
খ. সিলিকা
গ. অ্যালুমিনা
ঘ. আয়রন অক্সাইড
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রকৃতিতে সবচেয়ে শক্ত/কঠিন পদার্থ কোনটি?
ক. পিতল
খ. হীরা
গ. ইস্পাত
ঘ. গ্রানাইট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোয়ার্টস ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?
ক. সিলিকা
খ. সিলিকন
গ. সিলিকেট
ঘ. কার্বন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ড্রাই আইস’ (Dry Ice) হলো-
ক. কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড
খ. কঠিন অবস্থায় সালফার ডাই অক্সাইড
গ. শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
ঘ. হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা
উত্তরঃ ক

প্রশ্নঃ কাঁচ তৈরির প্রদান কাঁচামাল হলো-
ক. জিপসাম
খ. বালি
গ. সাজি মাটি
ঘ. চুনাপাথর
উত্তরঃ খ

প্রশ্নঃ রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে, অগ্নিতে-
ক. নাইট্রোজেন সরবরাহ করে
খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ. হাইড্রোজেন সরবরাহ করে
ঘ. প্রচুর পরিমান অক্সিজেন সরবরাহ করে
উত্তরঃ খ

প্রশ্নঃ পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায়
ক. ব্লিচিং পাউডার মিশিয়ে
খ. অঙ্গার ও বালি স্তরের মধ্য দিয়ে
গ. ফিটকিরি দ্বারা থিতিয়ে
ঘ. পানিকে পরিস্রুত করে প্রবাহিত করে, ক্লোরিন মিশিয়ে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

1 thought on “রসায়ন-০১”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!