পদার্থ বিজ্ঞান-২১

প্রশ্নঃ কোনটি বায়োগ্যাসের প্রধান কাঁচামাল?
ক. গোবর ও পানি
খ. খড়কুটা ও পানি
গ. কয়লা ও পানি
ঘ. মাটি ও পানি
উত্তরঃ ক

প্রশ্নঃ আপেক্ষকতাবাদের আবিষ্কারক কে?
ক. গ্যালিলিও
খ. ডারউইন
গ. নিউটন
ঘ. আইনস্টাইন
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
ক. তেল
খ. সমুদ্রের ঢেঊ
গ. গ্যাস
ঘ. কয়লা
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ক. নাইট্রোজেন গ্যাস
খ. মিথেন
গ. হাইড্রোজেন গ্যাস
ঘ. কার্বন মনোক্সাইড
উত্তরঃ খ

প্রশ্নঃ এ্যাটম বোমের আবিষ্কারক কে?
ক. রাদারফোর্ড
খ. আইনস্টাইন
গ. এডিসন
ঘ. অটোহ্যান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বশেষ কোন অফুরন্ত শক্তিকে মানুষ কাজে লাগাচ্ছে?
ক. আণবিক শক্তি
খ. বায়ু শক্তি
গ. সৌর শক্তি
ঘ. গ্রাস শক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ E=mc2 সূত্রের আবিষ্কারক-
ক. গ্যালিলিও
খ. কোপার্নিকাস
গ. আর্কিমিডিস
ঘ. আইনস্টাইন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
ক. ১ : ২
খ. ১ : ৩
গ. ১ : ৪
ঘ. ২ : ৩
উত্তরঃ ক

প্রশ্নঃ সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
ক. রাসায়নিক প্রক্রিয়ায়
খ. আণবিক শক্তি প্রক্রিয়ায়
গ. পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
ঘ. বিদ্যুৎ শক্তি প্রক্রিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ Rank of the coal changes with
ক. Voletile%
খ. Carbon%
গ. Sulphur%
ঘ. Ash%
উত্তরঃ খ

প্রশ্নঃ Most undesirable element in natural gas is
ক. Carbon
খ. Sulphur
গ. Hydrogen
ঘ. Oxygen
উত্তরঃ খ

প্রশ্নঃ সৌর কোষে ব্যবহৃত হয়-
ক. ক্যাডমিয়াম
খ. অ্যালুমিনিয়াম ফয়েল
গ. সিলিকন
ঘ. ফসফরাস
উত্তরঃ ক

প্রশ্নঃ CNG এর পূর্ণরূপ কি?
ক. Compressed nitrogen gas
খ. Compressed neon gas
গ. Compressed natural gas
ঘ. Compressed nitrogen monoxide gas
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, স্থিতিস্থাপকতা:

প্রশ্নঃ সবচেয়ে বেশি elastic কোনটি?
ক. ইস্পাত
খ. পিতল
গ. তামা
ঘ. দস্তা
উত্তরঃ ক

প্রশ্নঃ গাড়ির টায়ার রাবারের তৈরি কারণ-
ক. রাবার শক্ত ও স্থিতিস্থাপক
খ. রাবার স্থিতিস্থাপক ও রাস্তাকে আকড়ে ধরে রাখতে পারে
গ. রাবার সহজে ক্ষয়প্রাপ্ত হয়না
ঘ. রাস্তা ও টায়ারের মধ্য ঘর্ষণ কম হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম?
ক. লোহা
খ. তামা
গ. রাবার
ঘ. এলুমিনিয়াম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি বেশি স্থিতিস্থাপক?
ক. ইস্পাত
খ. রাবার
গ. কাঁচ
ঘ. পানি
উত্তরঃ ক

প্রশ্নঃ Rubber is notable for its……….
ক. lightness
খ. heaviness
গ. elasticity
ঘ. viscosity
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বস্তুটির স্থিতিস্থাকতা বেশি?
ক. রাবার
খ. এলুমিনিয়াম
গ. লৌহ
ঘ. তামা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!