মানবদেহের খুটিনাটি

মানুষের দেহের তথ্য:

০১। হাড় সংখ্যা – ২০৬
০২। পেশী সংখ্যা – ৬৩৯
০৩। কিডনি সংখ্যা – ২
০৪। দুধ দাঁতের সংখ্যা – ২০
০৫। পাঁজড় সংখ্যা – ২৪ (১২ জোড়া)
০৬। হৃদয়ের চেম্বার সংখ্যা – ৪
০৭। স্বাভাবিক রক্তচাপ ১২০-৮০
০৮। রক্তের PH – ৭.৪
০৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা – ৩৩
১০। নেক মধ্যে Vertebrae সংখ্যা – ৭ টি
১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা – ৬
১২। মুখে হাড় সংখ্যা – ১৪
১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা – ২২
১৪। বুকে হাড় সংখ্যা – ২৫
১৫। অস্ত্র হাড় সংখ্যা – ৬
১৬। প্রতিটি মানুষের কানের হাড় সংখ্যা – ৩
১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা – ৭২
১৮। হৃদয়ের পাম্প সংখ্যা – ২
১৯। বৃহত্তম অঙ্গ – চামড়া
২০। বৃহত্তম গ্রান্তি – লিভার
২১। ছোট কোষ – রক্তের কোষ
২২। বৃহত্তম কোষ – ডিম সেল (ডিম্ব)
২৩। ছোট হাড় – স্ট্যাপিস
২৪। সর্বাধিক ধমনী – বারোটা।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!