কোথায় ও কোন দেশে কি নেই?

০১। কোন নদীতে মাছ নেই- জর্ডান নদী ।

০২। কোন দেশে এবং কোন অঞ্চলে সাপ নেই- আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, গ্রীনল্যাণ্ড, এবং এন্টার্কটিকা।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। কোন দেশে নদী নেই- সৌদিআরব ।

০৪। কোন দেশের ডাকটিকেটে সেই দেশের নাম নেই- বৃটেন ।

০৫। সার্কভুক্ত কোন কোন দেশে সমুদ্র বন্দর নেই- আফগানিস্তান, নেপাল, ভুটান ।

০৬। সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই- মালদ্বীপ ।

০৭। NAM এর সদর দপ্তর- নেই ।

০৮। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে- সিঙ্গাপুর ।

০৯। বৃটিশ উপনিবেশ নয় কিন্তু কমনওয়েলথের সদস্য- মোজাম্বিক ।

১০। ইসলামি রাষ্ট নয় কিন্তু OIC এর সদস্য- উগান্ডা ।

১১। বাংলাদেশের সাথে বানিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই- তাইওয়ান।

১২। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক নেই- ইসরাইল ।

১৩। বাংলাদেশের কোন বিভাগে রেল যোগাযোগ নেই- বরিশাল ।

১৪। বৃটিশ উপনিবেশ ছিল কিন্তু কমনওয়েলথ এর সদস্য নায়- বাহরাইন ।

১৫। মধ্যপ্রাচ্যের অ’আরব মুসলিম দেশ- ইরান ।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!