মাইকেল মধুসূদন দত্ত

০১। জন্ম- মৃত্যু :১৮২৪-১৮৭৩।

০২। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি -মাইকেল।

০৩। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি- মাইকেল।

০৪। সার্থক মহাকবি- মাইকেল।

০৫। সর্ব প্রথম সনেট রচনা করেন- মাইকেল।

০৬। সর্বপ্রথম সার্থক ট্রাজেডি নাটক রচনা করেন- মাইকেল।

০৭। অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক- মাইকেল।

০৮। তিনি খ্রিষ্ট্রধর্ম গ্রহণ করেন- ১৮৪৩ সালে ওল্ডমিশন চার্জে।

০৯। পৃথিবীতে প্রথম সনেট রচনা করেন- ইতালির কবি পেত্রাক।

১০। মাইকেল মোট সনেট রচনা করেন- ১০৪ টি।

১১। মাইকেল অধিকাংশ সনেট রচনা করেন – ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে।

১২। তাঁর প্রথম সনেটের নাম- বঙ্গভাষা।

১৩। তাঁর ১০৪ টি সনেট সম্বলিত কাব্যগ্রন্থের নাম- চর্তুদশপদী কবিতাবলী।

১৪। তাঁর প্রথম কাব্য- Captive Lady( ইংরেজি ভাষায়)।

১৫। বাংলা ভাষায় রচিত তাঁর প্রথম কাব্য- তিলোত্তমাসম্ভব।।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

1 thought on “মাইকেল মধুসূদন দত্ত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!