০১। জন্ম- মৃত্যু :১৮২৪-১৮৭৩।
০২। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি -মাইকেল।
০৩। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি- মাইকেল।
০৪। সার্থক মহাকবি- মাইকেল।
০৫। সর্ব প্রথম সনেট রচনা করেন- মাইকেল।
০৬। সর্বপ্রথম সার্থক ট্রাজেডি নাটক রচনা করেন- মাইকেল।
০৭। অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক- মাইকেল।
০৮। তিনি খ্রিষ্ট্রধর্ম গ্রহণ করেন- ১৮৪৩ সালে ওল্ডমিশন চার্জে।
০৯। পৃথিবীতে প্রথম সনেট রচনা করেন- ইতালির কবি পেত্রাক।
১০। মাইকেল মোট সনেট রচনা করেন- ১০৪ টি।
১১। মাইকেল অধিকাংশ সনেট রচনা করেন – ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে।
১২। তাঁর প্রথম সনেটের নাম- বঙ্গভাষা।
১৩। তাঁর ১০৪ টি সনেট সম্বলিত কাব্যগ্রন্থের নাম- চর্তুদশপদী কবিতাবলী।
১৪। তাঁর প্রথম কাব্য- Captive Lady( ইংরেজি ভাষায়)।
১৫। বাংলা ভাষায় রচিত তাঁর প্রথম কাব্য- তিলোত্তমাসম্ভব।।
আরো পড়ুন:
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- এনএসআই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও মানবন্টন
ধন্যবাদ লেখককে