বিশ্বের সকল প্রথম

০১। ধুমপানমুক্ত দেশ- ভূটান

০২। ডাকটিকিট- পেনিব্ল্যাক (ইংল্যান্ড)

০৩।কার্বনমুক্ত শহর- মাসদার (UAE)

০৪। সংবাদপত্র চালু হয়- সুইডেন

০৫। মোবাইল ফোন চালু- সুইডেন

০৬। রঙিন টেলিভিশন চালু- ৩ জুলাই ১৯২৮

০৭। কৃত্রিম উপগ্রহ- স্পুটনিক-১

০৮। ক্লোন ঘোড়া- প্রমিতিয়া

০৯। ক্লোন বিড়াল- কার্বন কপি

১০। ক্লোন বানর শাবক- টেট্রা

১১। ক্লোন ভেড়া- ডলি

১২। টেস্টটিউব হরিণ শাবক- মিলৌ

১৩। ক্লোন মানব শিশু- ইভ (২৬ ডিসেম্বর ২০০২)

১৪। ক্লোন কুকুর-

১৫। লিখিত আইন প্রচলন- ব্যাবিলন

বিশ্বের প্রথম ব্যাক্তি :

১৬। মহাকাশচারী- ইউরি গ্যাগারিন (রাশিয়া)

১৭। নারী নভোচারী- ভ্যালেন্তিনা তেরেস্কোভা (রাশিয়া)

১৮। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- জর্জ ওয়াশিংটন

১৯। প্রধানমন্ত্রী- রবার্ট ওয়ালপল (যুক্তরাজ্য)

২০। নারী প্রধানমন্ত্রী- শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)

২১। নারী রাষ্ট্রপতি- ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)

২২। চাঁদে পা রাখা ব্যক্তি- নীল আর্মস্ট্রং (যুক্তরাষ্ট্র)

২৩। এভারেষ্ট বিজয়ী- তেনজিং নোরগে (নেপাল) ও এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড)

২৪। এভারেষ্ট বিজয়ী প্রতিবন্ধী- উত্তম হোয়ে টেকার (যুক্তরাষ্ট্র)

২৫। মহাকাশ পর্যটক- ডেনিস টিটো (যুক্তরাষ্ট্র)

২৬। নারী মহাকাশ পর্যটক- আনুশেহ আনসারি (ইরান)

২৭। মুসলিম নভোচারী- সালমান আল সৌদ (সৌদিআরব)

২৮। নারী টেস্টটিউব বেবী- লুইস ব্রাউন (যুক্তরাজ্য)

৩০। পুরুষ টেস্টটিউব বেবী- এলিস্ট ম্যাকডোনাল্ড

৩১। পশুর ক্লোনিংকারী বিজ্ঞানী- ডা. ইয়ান উইলমুট

৩২। উ. গোলার্ধে মহিলা সমুদ্র অভিযাত্রী- ডোমিনিক আরডুইন

৩৩। অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী- পিটার হাবেলার ও রেইন হোল্ট নেসনা

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!