ভূগোল ও পরিবেশ-০২

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায়-
ক. ১৩ পাউন্ড
খ. ১০ পাউন্ড
গ. ১৫ পাউন্ড
ঘ. ২৮ পাউন্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ Viscosity of air-
ক. Decrease with increase of temperature
খ. Increase with increase of temperature
গ. Does not have any effect of temperature
ঘ. Depends on pressure
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরী হয়, কারণ-
ক. বৃষ্টিপাত বেশি হয়
খ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
গ. বাতাস কম থাকে
ঘ. সূর্য মেঘে ঢাকা থাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়?
ক. বায়ুপ্রবাহ কমে যায়
খ. বায়ু প্রবাহ বেড়ে যায়
গ. বায়ুপ্রবাহ থেমে যায়
ঘ. বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
ক. অক্ষরেখা
খ. দ্রাঘিমারেখা
গ. উচ্চতা
ঘ. সমুদ্রস্রোত
উত্তরঃ খ

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
ক. পরিবহন (Conduction)
খ. পরিচলন (Convection)
গ. বিকিরণ (Radiation)
ঘ. তিন প্রক্রিয়াতেই
উত্তরঃ গ

প্রশ্নঃ শীতকালে চামড়া ফাটে কেন?
ক. আদ্রতার অভবে
খ. রৌদ্রের অভাবে
গ. ভিটামিনের অভাবে
ঘ. স্নেহজাতীয় পদার্থের অভাবে
উত্তরঃ ক

প্রশ্নঃ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-
ক. শিশির
খ. রোদ
গ. কুয়াশা
ঘ. ক ও গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রমশঃ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
ক. ভাল আবহাওয়া
খ. আসন্ন ঝড়ের
গ. বৃষ্টির সম্ভবনা
ঘ. তাৎপর্যহীন
উত্তরঃ ক

প্রশ্নঃ আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে-
ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০%
ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠান যায়-
ক. ১ মিটার
খ. ১০ মিটার
গ. ১৫ মিটার
ঘ. ৩০ মিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ-
ক. ১৭.৭২ পাউণ্ড
খ. ২২.১৫ পাউণ্ড
গ. ১৪.৭২ পাউণ্ড
ঘ. ১২.১৪ পাউণ্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-
ক. আহ্নিক গতি
খ. নিয়ত বায়ুর প্রভাব
গ. বায়ুচাপের তারতম্য
ঘ. উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে-
ক. বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায়
খ. ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
গ. ঝড়ের পূর্বাভাস পাওয়া যয়
ঘ. ক্ষণস্থায়ী ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়–
ক. অয়ন বায়ু
খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. নিয়ত বায়ু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?
ক. প্রথমটি
খ. দ্বিতীয়টি
গ. একই রকম হবে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার?
ক. চার প্রকার
খ. পাঁচ প্রকার
গ. তিন প্রকার
ঘ. সাত প্রকার
উত্তরঃ ক

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান:

প্রশ্নঃ পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি?
ক. UNICEF
খ. UNEP
গ. UNDP
ঘ. UNESCO
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
ক. নাইট্রাস অক্সাইড
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. অক্সিজেন
ঘ. মিথেন
উত্তরঃ গ

প্রশ্নঃ পানি দূষণের জন্য দায়ী
ক. শিল্প কারখানার বর্জ্য পদার্থ
খ. শহর ও গ্রামের ময়লা আবর্জনা
গ. জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক
ঘ. উপরের সবকয়টিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?
ক. গ্রীকঃ ক্ষরা ও ঘূর্ণিঝড়
খ. ল্যাটিনঃ শৈত্যপ্রবাহ
গ. স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
ঘ. মালয়েশীয়ঃ বিপদ সংকেত
উত্তরঃ গ

প্রশ্নঃ ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. আফ্রিকার জোহানেসবার্গে
খ. ব্রাজিলের রিওডিজোনিরোতে
গ. ইতালির রোমে
ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিন হাউস কি?
ক. কাঁচের তৈরি ঘর
খ. সবুজ আলোর আলোকিত ঘর
গ. সবুজ ভবনের নাম
ঘ. সবুজ গাছপালা
উত্তরঃ ক

প্রশ্নঃ যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
ক. ৭৫ ডিবি
খ. ৯০ ডিবি
গ. ১০৫ ডিবি
ঘ. ১২০ ডিবি
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?
ক. কারখানা, যানবাহন
খ. পশুপাখি
গ. মানুষ
ঘ. কীটপতঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?
ক. পানি দূষণ
খ. মাটি দূষণ
গ. বায়ু দূষণ
ঘ. শব্দ দূষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-
ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ. গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবব জগতকে বাঁচায়
গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন অবদান নেই
ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?
ক. অকটেন
খ. পেট্রোল
গ. ডিজেল
ঘ. সিএনজি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!