ভূগোল ও পরিবেশ-০১

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু:

প্রশ্নঃ নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
ক. সড়ক দুর্ঘটনা
খ. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
গ. বায়ু দূষণ
ঘ. ক্যান্সার
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ-
ক. ৫ কিঃ মিঃ
খ. ১০ খিঃ মিঃ
গ. ২৭ কিঃ গ্রাম
ঘ. ১০ নিউটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২৩ আগস্ট ২০১৭ চীনে আঘাত হানা ঘূর্ণীঝড়ের নাম কি?
ক. হাতো
খ. মারিয়া
গ. মর্জিনা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা
ক. বাড়ে
খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. প্রথমে বাড়ে ও পরে কমে
উত্তরঃ ক

প্রশ্নঃ গর্জনশীল চল্লিশার অবস্থার কোনটি?
ক. ৪০° দক্ষিণ তেকে ৪৭° দক্ষিণ
খ. ৩০° দক্ষিণ থেকে ৩৫° দক্ষিণ
গ. ৪০° উত্তর থেকে ৪৭° উত্তর
ঘ. ৩০° উত্তর থেকে ৩৫° উত্তর
উত্তরঃ ক

প্রশ্নঃ আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি?
ক. টাইফুন
খ. সিরোক্কো
গ. সাইমুম
ঘ. খামসিন
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়?
ক. পারদ
খ. পানি
গ. এ্যাকোহল
ঘ. তেল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি জলবায়ুর উপাদান নয়?
ক. আর্দ্রতা
খ. সমুদ্রস্রোত
গ. উষ্ণতা
ঘ. বায়ুপ্রবাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ বায়ু প্রবাহিত হয়-
ক. উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে
খ. উত্তর থেকে দক্ষিণ দিকে
গ. নিম্নচাপের স্থান থেকে উচ্চ চাপের দিকে
ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
উত্তরঃ ক

প্রশ্নঃ বায়ুর শক্তি/তাপের প্রধান উৎস কি?
ক. সৌরজগৎ নীহারিকা
খ. নীহারিকা
গ. সূর্য
ঘ. ধূমকেতু
উত্তরঃ গ

প্রশ্নঃ শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ-
ক. আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে
খ. আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে বলে
গ. সকালে কুয়াশা থাকে বলে
ঘ. তাপমাত্রা কম থাকে বলে
উত্তরঃ ক

প্রশ্নঃ পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ-
ক. ৫ মিটার
খ. ২.৫ মিটার
গ. ৯.৮১ মিটার
ঘ. ১০.৩০ মিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
খ. ৮০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
গ. ১০০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
ঘ. ১২০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
উত্তরঃ ক

প্রশ্নঃ হাতো (Hato) জাপানি শব্দ এর অর্থ কি?
ক. কোকিল
খ. কাক
গ. কবুতর
ঘ. কাকতাড়ুয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান–
ক. মেটালার্জি
খ. অ্যাস্ট্রোলজি
গ. মেটিওরোলজি
ঘ. মিনার‌্যালজি
উত্তরঃ গ

প্রশ্নঃ ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে বলে-
ক. অয়ন বায়ু
খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. স্থানীয় বায়ু
উত্তরঃ গ

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত?
ক. বায়ুপ্রবাহ
খ. তুষারপাত
গ. বৃষ্টিপাত
ঘ. সবকয়টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন
ক. গরম ও আর্দ্র থাকলে
খ. ঠাণ্ডা ও শুষ্ক থাকলে
গ. ঠাণ্ডা ও আর্দ্র থাকলে
ঘ. গরম ও শুষ্ক থাকলে
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. নতুন দিল্লি
খ. কলম্বো
গ. ঢাকা
ঘ. কাঠমান্ডু
উত্তরঃ ক

প্রশ্নঃ জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?
ক. অক্ষরেখা
খ. স্থানীয় উচ্চতা
গ. তুষার রেখা
ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ গ

প্রশ্নঃ শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-
ক. বাতাস ঠাণ্ডা বলে
খ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
গ. শীতকালে ঘাম কম হয় বলে
ঘ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি স্থানীয় বায়ু?
ক. টাইফুন
খ. হারিকেন
গ. সাইমুম
ঘ. টর্নেডো
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় এক জন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ প্রায়-
ক. ১৩ পাউণ্ড
খ. ১০ পাউণ্ড
গ. ১৪.৫ পাউণ্ড
ঘ. কোন চাপ নেই
উত্তরঃ গ

প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
ক. ৭৬ সেঃ মিঃ
খ. ৭.৬ সেঃ মিঃ
গ. ৭৭ সেঃ মিঃ
ঘ. ৭২ সেঃ মিঃ
উত্তরঃ ক

প্রশ্নঃ কর্কটীয় ও মকরীয় উচ্চাচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সাদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়-
ক. অয়ন বায়ু
খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. নিয়ত বায়ু
উত্তরঃ ক

প্রশ্নঃ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়?
ক. বায়ুচাপ বেড়ে যায়
খ. বায়ুচাপ কমে যায়
গ. বায়ুচাপ স্থির থাকে
ঘ. বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে
উত্তরঃ খ

প্রশ্নঃ উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
ক. সরল রেখার উত্তর দিকে
খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
গ. সরল রেখার দক্ষিণ দিকে
ঘ. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-
ক. রাতে
খ. সকালে
গ. দুপুরে
ঘ. বিকালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে?
ক. বিষুবরেখা হতে এর দূরত্ব
খ. সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব
গ. সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন?
ক. বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে
খ. বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে
গ. বাতাসে অক্সিজেন বেশি থাকে বলে
ঘ. বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বেশি থাকে বলে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!