৩৭ তম বিসিএসের নাম্বার পত্র দেখে অনেকেই ধারনা করতে পেরেছেন বিসিএসে ভাইভা কত গুরুত্বপূর্ণ। ২০০ মার্ক অনেক যা আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে। ভাইভা রোর্ডে ঢোকার আগে আপনারা নিন্মলিখিত বিষয়গুলো খেয়াল রাখবেনঃ
০১। ওভারে কনফিডেন্স দেখাবেন না।
০২। কোন বিষয় নিয়ে চেয়ারম্যানের সাথে তর্ক। মনে রাখবেন চেয়ারম্যান মহোদয় অনেক পন্ডিত ব্যক্তি।
০৩। চেয়ারে হেলানো দিয়ে বসবেন না।
০৪। কথা বলার সময় হাত উঠে যাওয়া। এই সমস্যা অনেকের আছে, আমার নিজেরো ছিল। অনেক চেষ্টায় পরিহার করেছি।
০৫। পা নাচাবেন না।
০৬। কন্ট্রোভার্সিয়াল উত্তর না করা। কন্ট্রোভার্সিয়াল প্রশ্নের উত্তর করতে দেওয়ার সময় মুখ দিয়ে বেফাঁস কথা বের হয়ে যেতে পারে।
০৭। স্যারদের যাতে না বলে ” আপনি জোরে বলেন”.। মনে রাখবেন আপনি ক্যাডার হতে গিয়েছেন যোগ্যতা দিয়ে। কোন ভিক্ষা নিতে যান নি সুতরাং গলার ভয়েজ যাতে লাউড এবং মার্জিত রাখবেন।
০৮। ভাইভা থেকে বের হওয়ার সময় নিজের ফাইল রেখে আসবেন না।
০৯। যাদের বিডি-সিগারেট খাওয়ার অভ্যাস আছে তারা ভাইভার দিন সকালে বিড়ি খাওয়া থেকে বিরত থাকবেন। কারন নন-স্মোকারদের নাক অনেক সেন্সিটিভ হয়।
১০। যেকোন মুহূর্তে সরি বলার জন্য তৈরি থাকবেন। কারন অনেক সময় একটা সরি আপনাকে বাচিয়ে দিতে পারে।
১১। জনে জনে সালাম দেওয়ার দরকার নাই। চেয়ারম্যানকে সালাম দিলেই হবে।
১২। কলম নিয়ে যেতে ভুলবেন না।
১৩। বোর্ডের সিমপ্যাথি অর্জন করবেন নিজের উত্তর দিয়ে। অবাঞ্চিত কথা বলবেন না।
১৪. আপনার আগের জন বোর্ডে ঢোকা মাত্র আপনি ওয়াশরুমে গিয়ে চুল ঠিক করে নিবেন।
১৫। পিএসসিতে ফ্রি চা খাওয়ায় তাই লোভে পরে বেশি চা খাওয়া থেকে বিরত থাকুন। গ্যাসের সমস্যা হতে পারে।
১৬। প্যারাসিটামল সাথে রাখবেন। অনেকের টেনশনে জ্বর চলে আসে।
পরিশেষে একটা কথা বলব বিসিএস শুধুমাত্র একটা প্রথম শ্রেনীর চাকুরি, এটাই শুধু জীবন নয়।
জয়ন্ত কুমার সেন | সহকারী পুলিশ সুপার | ৩৮ তম বিসিএস