বুকার সাহিত্য পুরস্কার- ২০১৯

বুকার সাহিত্য পুরস্কার ২০১৯ :

♠ প্রথমবারের মতো যৌথভাবে সম্মানজনক সাহিত্য পুরস্কার ‘বুকার’ জিতেছেন
☞ মার্গারেট অটউড ( কানাডা) ও বার্নারডাইন এভারিস্টো ( যুক্তরাজ্য)।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

♠ বুকারজয়ী ১ম কৃষ্ণাঙ্গ নারী হলেন
☞ ব্রিটিশ ঔপন্যাসিক বার্নারডাইন এভারিস্টো

♠ সবচেয়ে বয়স্ক বুকারজয়ী ব্যক্তি হলেন
☞ কানাডীয় ঔপন্যাসিক মার্গারেট অটউড।

♠ মার্গারেট অটউড বুকার পুরস্কার পান
☞ টেস্টামেন্টস সিরিজের ‘ দ্য হ্যান্ডমেইডস টেল’ উপন্যাসের জন্য।

♠ ২০১৯ সালে ২য় বারের মত বুকার পুরস্কার জিতেন
☞ মার্গারেট অটউড ( ১ম বার ‘ব্লাইন্ড অ্যাসাসিয়ান’ বইয়ের জন্য ২০০০ সালে)

♠ বার্নারডাইন এভারিস্টো বুকার পুরস্কার পান
☞ ‘গার্ল, ওম্যান, আদার’ বইটির জন্য। বুকার সাহিত্য পুরস্কার ২০১৯


আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!