নোবেল পুরস্কার ২০১৯

নোবেল পুরস্কার ২০১৯ :

চিকিৎসা বিজ্ঞানে – ৩ জন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

১। উইলিয়াম জি কাইলিন জুনিয়র – যুক্তরাষ্ট্র।
২। স্যার পিটার জে রেটক্লিফ – যুক্তরাজ্য।
৩। গ্রেগ এল সেমেনজা – যুক্তরাষ্ট্র।
অবদান – কীভাবে কোষগুলি উপলব্ধি করে এবং অক্সিজেনের সহজলভ্যতার সাথে খাপ খায়।

পদার্থবিজ্ঞানে – ৩ জন:

১। জেমস পিবলস – যুক্তরাষ্ট্র ( ফিজিক্যাল কসমোলোজি বিষয়ে গবেষণার জন্য)।
২। মাইকেল মেয়র ও দিদিয়ের কুলোজ – সুইডেন ( সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য)।

রসায়নবিজ্ঞানে – ৩ জন:

১। জন বি. গুডেনাফ – যুক্তরাষ্ট্র।
২। এম. স্ট্যানলি হুইটিংহাম – যুক্তরাষ্ট্র।
৩। অকিরা ইয়োসিনো – জাপান। নোবেল পুরস্কার ২০১৯
অবদান- লিথিয়াম আয়রন ব্যাটারি আবিস্কারের জন্য।

সাহিত্যে – ১ জন (২০১৯) + ১ জন (২০১৮):

১। লেখক পিটার হ্যান্ডকে – অস্ট্রিয়া ( ২০১৯)
অবদান – ভাষার সৌন্দর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের জন্য ।
২| লেখক ওলগা তোকারচুক – পোল্যান্ড ( ২০১৮)।
অবদান – মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তোলার জন্য।

শান্তিতে – ১ জন:

১। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি ( ১ম ইথিওপিয়ান)।
অবদান- শান্তি অর্জন এবং আর্ন্তজাতিক সহযোগিতার’ প্রচেষ্টার জন্য।

অর্থনীতিতে – ৩ জন:

১। অভিজিৎ ব্যানার্জি – ভারত
২। এস্থার ডুফলো – ফ্রান্স ( অভিজিৎ এর স্ত্রী)।
৩। মাইকেল ক্লেমার – যুক্তরাষ্ট্র। নোবেল পুরস্কার ২০১৯

অবদানঃ উন্নয়ন অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র বিমোচনে অবদানে ভূমিকা রাখেন।
♠ নোবেল ইতিহাসের সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী ব্যক্তি
☞ জন বি গুডেনাফ, যুক্তরাষ্ট্র ( ৯৭ বছর)।
♠ ১ম ইথিওপিয়ান হিসেবে নোবেল পুরস্কার পান
☞ অ্যাবি আহমেদ আলী।
♠ ৪র্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান
☞ অভিজিৎ ব্যানার্জি।
♠ অর্থনীতিতে নোবেলজয়ী সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন
☞ এস্তার ডুফলো ( ৪৭ বছর)।
♠ ২য় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান
☞ এস্তার ডুফলো। নোবেল পুরস্কার ২০১৯
♠ ৫ম দম্পতি হিসেবে একই বিভাগে নোবেল পুরস্কার পান
☞ অভিজিৎ – ডুফলো দম্পতি।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!