বিশ্বের সকল দেশের মুদ্রার নাম

বাংলাদেশের মুদ্রার নাম- টাকা

যেসকল দেশের মুদ্রা ইউরো:

সাইপ্রাস, বেলজিয়াম, এল্ডোরা, অষ্ট্রিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, মোনাকো, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্যানমেরিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, লুক্সেমবার্গ, ভ্যাটিকান, কসোভো, মাল্টা ও লিথুয়ানিয়া

যেসকল দেশের মুদ্রা ডলার:

গায়ানা, সুরিনাম, সলোমান দীপপুঞ্জ, ফিজি, জ্যামাইকা, কানাডা, বেলিজ, বারবাডোজ, বাহামা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, নামিবিয়া, লাইবেরিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ক্যারিবিয়ান ডলার:

ডোমিনিকা, এন্টিগুয়া এন্ড বারমুডা, গ্রানাডা, সেন্টকিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্টভিনসেন্ট এন্ড দ্য গ্রানাডাইনস, ত্রিনিদাদ এন্ড টোবাগো

যেসকল দেশের মুদ্রা দিনার:

বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, মেসিডোনিয়া, সার্বিয়া, আলজেরিয়া, লিবিয়া ও তিউনিশিয়া

যেসকল দেশের মুদ্রা মার্কিন ডলার:

যুক্তরাষ্ট্র, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, পালাউ, ইকুয়েডর, পূর্ব তিমুর ও এল সালভেদর

অষ্ট্রেলিয়ান ডলার:

অষ্ট্রেলিয়া, কিরিবাতি, নাউরু ও টুভ্যালু

যেসকল দেশের মুদ্রা রিয়াল :

ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও ব্রাজিল

যেসকল দেশের মুদ্রা পেসো:

কিউবা, ডোমিনিকা প্রজাতন্ত্র, ফিলিপাইন, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে

যেসকল দেশের মুদ্রা রুপি:

ভারত, সিচেলিস, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও মরিশাস

অন্যান্য কিছু দেশের মুদ্রার নাম:


ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম- রুপিয়া


উ. কোরিয়া ও দ. কোরিয়ার মুদ্রার নাম: ওন


রুবল- রাশিয়া ও বেলারুশের মুদ্রার নাম


যেসকল দেশের মুদ্রা পাউন্ড:

লেবানন, সিরিয়া, যুক্তরাজ্য, মিশর, সুদান ও দ. সুদান


কিরঘিজিস্তান ও উজবেকিস্তানের মুদ্রার নাম- সোম


ইরানের মুদ্রার নাম- তুমান


ডেনমার্ক ও নরওয়ের মুদ্রার নাম- ক্রোন


সুইডেন ও আইসল্যান্ডের মুদ্রার নাম- ক্রোনা


আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মুদ্রার নাম- মানাত


আরব আমিরাত ও মরক্কোর মুদ্রার নাম- দিরহাম


মলদোভা ও রোমানিয়ার মুদ্রার নাম- লিউ


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!