কনফিউজড প্রশ্ন :
- প্রথম গভর্ণরঃ লর্ড ক্লাইভ (১৭৬৫-১৭৭২)
- সর্বশেষ গভর্ণরঃ ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)
- প্রথম গভর্ণর জেনারেলঃ ওয়ারেন হেস্টিংস(১৭৭৪-১৭৮৫)
- সর্বেশেষ গভর্ণর জেনারেলঃ লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)
- প্রথম ভাইসরঃ লর্ড ক্যানিং(১৮৫৮-১৮৬২)
- সর্বশেষ ভাইসরঃ লর্ড মাউন্টব্যাটেন(মার্চ ১৯৪৭-আগস্ট ১৯৪৭)
গভর্ণরঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে শাসকদের বলা হয় গভর্ণর।
গভর্ণর জেনারেলঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক তবে বৃটিশ পার্লামেন্টের অধীনে ছিলেন।
ভাইসরঃ রাণী ভিক্টোরিয়ার অধীনে শাসন কর্তাকে ভাইসর বা বড় লাট বলা হয়।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা:
- ইংল্যান্ডে- ১৬০০ সালে
- ভারতে: ১৬০৮ সালে
- বাংলায়: ১৬৩৩ সালে
♦ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজস্ব আদায় ক্ষমতা/ দেওয়ানী লাভ করে ১৭৬৫ সালে।
♦ ১৭৬৫ সালেই ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করে(লর্ড ক্লাইভ প্রচলন করেন)। যার ফলে ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে “ছিয়াত্তরের মন্বন্তর” দূর্ভিক্ষ হয়। এসময় বাংলার গভর্ণর ছিলেন কার্টিয়ার।
♦ দ্বৈত শাসনের অবসান ঘটে ১৭৭২ সালে(ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন)।
♦ পরবর্তীতে লর্ড কর্ণওয়ালিস গভর্ণর নিযুক্ত (১৭৮৬) হলে ১৭৯৩ সালে তিনি চিরস্থায়ী ভূমি বন্দবস্ত ব্যাবস্থা প্রবর্তন করেন।
♦ ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহীর(লর্ড ক্যানিং এর সময়) ফলশ্রুতিতে ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়।
♦ নীল বিদ্রোহের অবসান ঘটে ১৮৬০ সালে।
♦ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনেরর শাসনামলে।
♦ ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয় লর্ড হার্ডিঞ্জ এর সময়।
♦ সর্বশেষ লর্ড মাউন্টব্যাটেনের সময় দেশ বিভাগ (১৯৪৭) হয়।