ইংরেজি সংবাদপত্রে বহুল ব্যবহৃত কিছু শব্দ

ইংরেজি শব্দার্থ :

  • A man of virtue ➟ ধার্মিক ব্যক্তি।
  • Civil society ➟ সুশীল সমাজ।
  • A reign of terror ➟ ত্রাসের রাজত্ব
  • Closing ceremony ➟ সমাপনী অধিবেশন।
  • Abuse of power ➟ ক্ষমতার অপব্যবহার।
  • Adverse impact ➟ বিরূপ প্রতিক্রিয়া।
  • Alarming rumour ➟ ভীতিকর গুজব।
  • Along with the people ➟ জনগণকে সাথে নিয়ে।
  • Altercation ➟ বাদানুবাদ, কথা কাটাকাটি।
  • Answer for ➟ দায়ী হওয়া, জবাবদিহি করা।
  • Anti people budget ➟ গণবিরোধী বাজেট।
  • Ardent zeal ➟ উদ্যম।
  • Arise suspicion ➟ সন্দেহ উদ্রেক করা।
  • Armed terrorist ➟ অস্ত্রধারী সন্ত্রাসী।
  • At dead of night ➟ গভীর রাতে
  • At gun point ➟ বন্দুকের মুখে।
  • At one stage ➟ এক পর্যায়ে।
  • At the expense of ➟ বিনিময়ে।
  • Chase ➟ ধাওয়া করা।
  • Autopsy ➟ ময়নাতদন্ত।
  • Back talk ➟ বিরূপ প্রতিক্রিয়া।
  • Bankrupt ➟ দেউলিয়া।
  • Beat severely ➟ পেটানো।
  • Being informed ➟ খবর পেয়ে।
  • Belongings ➟ মালপত্র।
  • Bizarre comment ➟ উদ্ভট মন্তব্য।
  • Black days/ evil days ➟ দুঃদিন।
  • Blissful ➟ পরম সুখময়।
  • Blood stained ➟ রক্তাক্ত।
  • Bogra bound ➟ বগুড়া গামী।
  • Bonafide leader ➟ দেশপ্রেমিক নেতা।
  • Bottomless basket ➟ তলাবিহীন ঝুড়ি।
  • Brag ➟ নিজেকে নিয়ে দম্ভ করা।
  • Brain drain ➟ মেধা পাচার।
  • Brain wash ➟ মগজ ধোলাই।
  • Breathe out নিঃশ্বাস ফেলা।
  • Bribe ➟ ঘুষ।
  • Chant slogan ➟স্লোগান দেয়া।
  • Bring out procession ➟ মিছিল বের করা।
  • Centering ➟ কেন্দ্র করে।
  • Brutal acts ➟ পাশবিক কাজ।
  • buried alive ➟ জীবন্ত কবর দেয়া।
  • By turns ➟ পালাক্রমে।
  • Call upon ➟ আহবান জানানো।
  • Catch red handed ➟ হাতে নাতে ধরা।
  • Bring out silent procession ➟ মৌণমিছিল বের করা।
  • Bring back transparency ➟ স্বচ্ছতা ফিরিয়ে আনা।
  • Attain desired goal ➟ প্রত্যাশিত লক্ষ্য অর্জন করা।
  • A mater of public knowledge ➟ সর্বজনবিধিত বিষয়।
  • Abate further deterioration ➟ অবনতি রোধ করা।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!