ইংরেজী মাসের নামকরণ গুলো যেভাবে করা হয়েছে

০১। জানুয়ারী – রোমান দেবতা জেনাস এর নাম থেকে।



০২। ফেব্রুয়ারী – রোমান ফেব্রুয়াম উৎসব এর নাম থেকে।



০৩। মার্চ – রোমান বুদ্ধের দেবতা মার্জ এর নামানুসারে।



০৪। এপ্রিল – ল্যাটিন শব্দ আপেয়িরে অর্থ হল খুলে ধরা। এই সময়টা প্রকৃতি সব সাজে সজ্জিত হয়, সেই থেকে এই মাসের নাম হয়েছে।



০৫। মে – রোমানদের দেবী মাইয়া – এর নামানুসারে।



০৬। জুন – রোমান স্বর্গের দেবী জুলিয়ুস এর নামানুসারে।



০৭। জুলাই – সম্রাট জুলিয়াস সিজার এর নামানুসারে।



০৮। আগষ্ট – রোম সম্রাট অগাস্টাস এর যুদ্ধ বিজয় উপলক্ষে এই মাসের নাম রাখা হয়েছিল তার নামে।



০৯। সেপ্টেম্বর – ল্যাটিন শব্দ সক্তা থেকে,যার অর্থ সপ্তম।



১০। অক্টোবর – ল্যাটিন শব্দ অক্ট থেকে,যার অর্থ অষ্টম।



১১। নভেম্বর – ল্যাটিন শব্দ নোভাস থেকে,যার অর্থ নবম।



১২। ডিসেম্বর – ল্যাটিন শব্দ দেসেস থেকে,যার অর্থ দশ।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!