নাটক | নাটকের নাম ও প্রকালকাল |
মমতাজ উদ্দীন আহমেদ | উঃ স্পাটাকাস বিষয়ক জটিলতা, বিবাহ, চয়ন তোমার ভালবাসা, নাট্যত্রয়ী এই সেই কন্ঠস্বর, প্রেম বিবাহ সুটকেস, রঙ্গ পঞ্চদশ, ক্ষতবিক্ষত, রাজা অনুস্বারের পালা। |
রবীন্দ্রনাথ ঠাকুর | উঃ তাসের দেশ(১৩৪০ বাং), রক্তকবরী (১৯২৪), মুকুট (১৩১৫), মুক্তধারা (১৯২২), বসন্ত (১৩২১), চিরকুমার সভা (১৩০৮), মায়ার খেলা (১২৯৫), বিসর্জন (১২৯৭), রথযাত্রা (১৩০০), প্রায়শ্চিত্ত (১৩১৬), শারদ্যোৎসব (১৩১৫), চন্ডিলিকা (১৯৩৮), চিত্রাঙ্গদা (১২৯৯) |
হরচন্দ্র ঘোষ | উঃ ভানুমতি চিত্তবিলাস (১৮৫২) |
যোগেন্দ্রচন্দ্র | উঃ কীর্তিবিলাস (১৮৫২) |
তারাচরণ সিকদার | উঃ ভদ্রার্জুন (১৮৫২) | বাংলা নাটক |
রামনারায়ন তর্ক রত্ন | উঃ কুলীনকুল সর্বস্ব (১৮৫৪), বেনীসংহার (১৮৫৬), রতœাবলী, রক্সিনীহরণ (১৮৭১), স্বপ্নধন (১৮৭৩), ধর্মবিজয় (১৮৭৫), কংসবধ (১৮৭৫), নবনাটক (১৮৮৬)। |
নবীন চন্দ্র সেন | উঃ শুভ র্নিমালা |
আনিস চৌধুরী | উঃ মানচিত্র (১৩৭০), এ্যালবাম (১৯৬৫)। |
আকবর উদ্দিন | উঃ সিন্ধু বিজয় (১৯৩০), নাদির শাহ (১৯৩২), মুজাহিদ, আজান (১৯৪৩), সুলতান মাহমুদ (১৯৫৪)। |
আশকার ইবনে শাইখ | উঃ বিরোধ, অনেক তারার হাতছানি, প্রচ্ছদপট, বিদ্রোহী পদ্ম, পদক্ষেপ, দুরন্ত ঢেউ, অগ্নিগিরি, প্রতীক্ষা, অনুবর্তন, এপার- ওপার, বিলবাওরের ঢেউ, রক্তপথ, তিতুমীর, লালন ফকির। |
মাইকেল মধুসুদন দত্ত | উঃ শর্মিষ্ঠা (১৯৫৯), পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১), মায়াকানন । |
গিরিশচন্দ্র ঘোষ | উঃ সীতার বনবাস(১৮৮২), প্রফুল্ল (১৮৮৯), সিরাজদ্দৌলা (১৯০৬)। |
দ্বিজেন্দ্রলাল রায় | উঃ তারাবাঈ (১৯০৩), চন্দ্রগুপ্ত (১৯১১), সাজাহান (১৯০৯), নূরজাহান (১৯০৮), দুর্গাদাস (১৯০৬), মেরার পতন (১৩১৫), সিংহল বিজয় (১৯১৬)। |
আনম বজলুর রশীদ | উঃ ঝড়ের পাখি (১৯৫৯), যা হতে পারে, (১৯৬২), উত্তর ফা-ুনি (১৯৬৪), সংযুক্ত (১৯৬৫), শিল্প ও শৈলী সুর ও ছন্দ (১৯৬৭) রূপান্তর (১৯৭০), উত্তরন (১৯৬৯)। |
আলী মনসুর | উঃ পোড়াবাড়ী. দুর্ণিবার। বাংলা নাটক |
আবদুল্লাহ আল মামুন | উঃ সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এবার ধরা দাও, শপথ, সেনাপতি, ক্রস রোডে ক্রসফায়ার, অরক্ষিত মতিঝিল, চারিদিকে যুদ্ধ, শাহজাদীর কালো নেকাব, আয়নায় বন্ধুর মুখ, কোকিলারা, তোমারই, এখনও ক্রীতদাস। |
ইব্রাহিম খাঁ | উঃ আনোয়ার পাশা (১৩৩৭), কামাল পাশা (১৩৩৪), কাফেলা (১৩৫৭), ঋন পরিশোধস (১৯৫৫), ওমর ফারুখ। |
কাজী নজরুল ইসলাম | আলেয়া (১৯৩১), পুতুলের বিয়ে, ঝিলিমিলি (১৯৩০), মধুমালা (১৯৫১) |
কৃষ্ণচন্দ্র হালদার | উঃ কৈবল্যতত্ত্ব, রাবনবধ। |
জসীমউদ্দিন | উঃ বেদের মেয়ে (১৯৫১), পল্লীবধু (১৯৫৬), মধুমালা (১৯৫১)। |
দীনবন্ধু মিত্র | উঃ নীল দর্পন (১৮৬০), লীলাবতী(১৮৬৭), নবীন তপস্বীনি (১৮৬৩), কমলে কামিনী (১৮৭৩), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), সধবার একাদশী (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)। |
নারায়ন গঙ্গোপাধ্যায় | উঃ আগন্তুক (১৯৬২), রামমোহন (১৯৫২), ভাড়াটে চাই (১৯৬২)। |
নীলিমা ইব্রাহিম | উঃ রোদ্রজ্জল বিকেলে, শাহী এলাকার পথে পথে, রমনা পার্কে। |
নুরুল মোমেন | উঃ হিংটিং ছট (১৯৭০), আইনের অন্তরালে, (১৯৬৭), যদি এমন হতো (১৯৬০), শতকরা আশি (১৯৬৭), নয়া খান্দান (১৯৬২), যেমন ইচ্ছো তেমন (১৯৭০), রূপান্তর (১৯৪৭), আলোছায়া (১৯৬২), নেমেসিস (১৯৪৮)। |
মুনীর চৌধুরী | উঃ কবর (১৯৬৬), চিঠি (১৯৬৬), দন্ড কারন্য (১৯৬৬), পলাশী ব্যারাক ও অন্যান্য। |
মামুনুর রশীদ | উঃ স্বপ্নে শহর, সুপ্রভাত ঢাকা, গিনিপিগ, ইবলিশ, সময় অসময়, সমতট, ইতি আমার বোন, ওরা কদম আলী, ওরা আছে বলেই, এখানে নোঙ্গর। |
শাহাদাৎ হোসেন | উঃ সরফরাজ খাঁ (১২৩৬), আনারকলি (১৯৪৫)। |
শওকত ওসমান | উঃ আমলার মামলা (১৯৫২), তস্কর ও লঙ্কর (১৯৪৪), কাকঁরমনি (১৯৫২), ডাক্তার আবদুল্লাহর কারখানা (১৯৭৩), বাগদাদের কবি। |
হেমচন্দ্র চট্রোপাধ্যায় | নলিনী বসন্ত। বাংলা নাটক |
সিকান্দার আবু জাফর | উঃ মহাকবি আলাওল (১৯৬৫), সিরাজ-উ-দ্দৌল্লা (১৯৬৫), শকুন্ত উপখ্যান( ১৯৫৮)। |
হুমায়ুন আহমেদ | উঃ এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়। |
সৈয়দ ওয়ালী উল্লাহ | উঃ বহ্নিপীর (১৯৬০), তরঙ্গ ভঙ্গ (১৯৬৫), উজানে মৃত্যু। |
সাঈদ আহমদ | উঃ মাইলপোষ্ট, তৃষ্ণায়, কালবেলা। বাংলা নাটক |
অমৃতলাল বসু | উঃ তিতলবর্ণ (১৮৮১), তরুবালা (১৮৯১), আদর্শ বন্ধু (১৩০৭ বাং), নবযৌবন, বজ্রলীলা, বিমাতা বা বিজয় বসন্ত (১৩০০ বাং) |
ক্ষীরোদপ্রসাধ বিদ্যাবিনোদ। | উঃ সাবিত্রী (১৯০২), কুমারী (১৮৯৯), আলীবাবা (১৮৯৭), জুলিয়াস, প্রমোদরঞ্জন, প্রেমাঞ্জলী বভ্রবাহন, কিন্নরী, প্রতাপাদিত্য, রঘুবীর। |
সেলিম আলদীন | উঃ ভাঙ্গনের শব্দ শুনা যায়, আয়না, মোন্তাসির ফ্যান্টাসী, কীর্ত্তনখোলা, হাত হদাই, চাঁকা। |