বাংলাদেশের সংবিধান | কিছু তথ্য

সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল- ১১ই এপ্রিল,১৯৭২ সাল ;

সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন – ড . কামাল হোসেন ;

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্যে ছিলেন – ৩৪ জন ;

সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন – ড .আনিসুজ্জামান (আহবায়ক ), সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে (ভাষা বিশেষজ্ঞ);

সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিলো – ১৪ হাজার টাকা ;

সংবিধান অলংকরণের দায়িত্বে ছিলেন – শিল্পী হাশেম খান;

সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয়- ১২ই অক্টোবর , ১৯৭২সাল;

সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন – ড. কামাল হোসেন ;

সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় – ৪ঠা নভেম্বর, ১৯৭২ সাল;

সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় – ৪ঠা নভেম্বর,১৯৭২ সাল;

সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় -১৬ই ডিসেম্বর,১৯৭২ সাল;

মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে– বাংলাদেশ জাতীয় জাদুঘর

কপিটি বর্তমানে সংরক্ষিত আছে– বাংলাদেশ জাতীয় জাদুঘর


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!