প্রশ্নঃ বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
ক. মাগধী
খ. অসমিয়া
গ. ব্রজবুলি
ঘ. জগাখিচুড়ি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণুকীর্তন কাব্য কতখন্ডে বিভক্ত?
ক. নয়
খ. এগার
গ. তের
ঘ. পনের
উত্তরঃ গ
প্রশ্নঃ মনসামঙ্গলের আদি কবি কে?
ক. কেতকা দাস
খ. বিজয় গুপ্ত
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মঙ্গলকাব্য আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত?
ক. চণ্ডীমঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. কালিকামঙ্গল
উত্তরঃ গ
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন?
ক. বসন্তরঞ্জন সাহা
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. রাজা রাজেন্দ্রলাল মিত্র
ঘ. শ্রী বসন্তরঞ্জন রায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কবীন্দ্র পরমেশ্বর কার উৎসাহে মহাভারত অনুবাদ করেছিলেন?
ক. ছুটি খাঁ
খ. পরাগল খাঁ
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নসীরানামা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. আলাওল
খ. মাগন ঠাকুর
গ. চন্দ্রাবতী
ঘ. মরদন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মধ্যযুগের কোন কবি আরাকান রাজসভায় কাব্যচর্চা করতেন?
ক. আলাওল
খ. কাজী দৌলত
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. সৈয়দ হামজা
উত্তরঃ ক
প্রশ্নঃ ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক কে?
ক. দীনেশ রঞ্জন দাস
খ. দীনেশ চন্দ্র সেন
গ. চন্দ্র কুমার দে
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জ্ঞানদাস
ঘ. আলাওল
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেবীরকাহিনী নিয়ে ‘মনসামঙ্গল’ কাব্য রচিত?
ক. লক্ষ্মীন্দরের দেবী
খ. পদ্মাবতী দেবী
গ. মনসা দেবী
ঘ. বেহুলা ও চাঁদ সুন্দর
উত্তরঃ খ, গ
প্রশ্নঃ কোন কবি বাঙালী না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. জয়দেব
ঘ. চৈতন্যদেব
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য রচনা করেছেন–
ক. ভারতচন্দ্র রায়
খ. বসন্তরঞ্জন রায়
গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ কার রচনা?
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দ দাস
গ. জ্ঞানদাস
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লোকসাহিত্যের উপাদান কি?
ক. প্রমাণভিত্তিক বিষয়
খ. গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা
গ. জনশ্রুতিমূলক বিষয়
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ খ
প্রশ্নঃ পুরাণের সর্বমোট সংখ্যা কয়টি?
ক. আঠারটি
খ. চব্বিশটি
গ. বত্রিশটি
ঘ. ছত্রিশটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রামায়ণের শ্রেষ্ঠ অনুবদক কে?
ক. কাশীরাম দাস
খ. কৃত্তিবাস ওঝা
গ. বাল্মীকি
ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের কোনটি আমাদের দেশের উপকথা?
ক. আলাদীনের আশ্চর্য প্রদীপ
খ. আজব দেশে ঘনারাম
গ. আলি বাবা ও চল্লিশ চোর
ঘ. রাখালের পিঠা গাছ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আরাকান রাজসভার কবি ছিলেন কে?
ক. আবদুল করীম খন্দকার
খ. মীর মশাররফ হোসেন
গ. বাহরাম খান
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কার কাব্যকে ‘রাজকণ্ঠের মণিমালা’ বলে অভিহিত করেছেন?
ক. বিদ্যাপতির
খ. জ্ঞানদাসের
গ. চণ্ডীদাসের
ঘ. গোবিন্দ দাসের
উত্তরঃ ক
প্রশ্নঃ দোভাসী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছেন-
ক. সৈয়দ হামজা
খ. সৈয়দ সুলতান
গ. সৈয়দ এমদাদ আলী
ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ ক
প্রশ্নঃ উইলিয়াম কেরি অনূদিত ‘নিউ টেস্টামেন্ট’ বাংলায় প্রথম কত সালে মুদ্রিত হয়?
ক. ১৭৭৮
খ. ১৭৯৯
গ. ১৮০০
ঘ. ১৮০১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে গীতির তাল নেই তাকে কি বলে?
ক. সঙ্গীত
খ. ভাটিয়ালী
গ. লোকগীতি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কত বঙ্গাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য আবিস্কৃত হয়?
ক. ১৩০৭ বঙ্গাব্দে
খ. ১৩০৯ বঙ্গাব্দে
গ. ১৩১৬ বঙ্গাব্দে
ঘ. ১৩২৩ বঙ্গাব্দে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কীর্তিলতা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. বড়ু চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জ্ঞানদাস
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ খ
প্রশ্নঃ মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনী আছে?
ক. লক্ষীন্দর দেবী
খ. পদ্মাবতী দেবী
গ. মনসা দেবী
ঘ. বেহুলা ও চাঁদসুন্দর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মঙ্গল কাব্য’ সমূহের বিষয়বস্তু মূলত-
ক. মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
খ. লোকসঙ্গীত
গ. ধর্ম বিষয়ক আখ্যান
ঘ. পীর পাঁচালী
উত্তরঃ গ
প্রশ্নঃ চৈতন্য যুগ হল-
ক. ১৩৫১-১৫০০
খ. ১৫০১-১৬০০
গ. ১২০১-১৩৫০
ঘ. ১৪৮৬-১৫৪০
উত্তরঃ খ
প্রশ্নঃ রামায়ণের মূল রচয়িতা কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কাশীরাম দাস
গ. কৃষ্ণ দ্বৈপায়ন বাস
ঘ. বাল্মীকি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৭৯৩ সালে ‘কর্নওয়ালিস কোর্ড’ – এর বঙ্গানুবাদ করেন কে?
ক. ব্রাসি হ্যালহেড
খ. উইলিয়াম কেরি
গ. হেনরি ফরস্টার
ঘ. জোনাথন ডানকান
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)