বাংলা সাহিত্য-৮৬

প্রশ্নঃ বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
ক. মাগধী
খ. অসমিয়া
গ. ব্রজবুলি
ঘ. জগাখিচুড়ি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণুকীর্তন কাব্য কতখন্ডে বিভক্ত?
ক. নয়
খ. এগার
গ. তের
ঘ. পনের
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মনসামঙ্গলের আদি কবি কে?
ক. কেতকা দাস
খ. বিজয় গুপ্ত
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মঙ্গলকাব্য আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত?
ক. চণ্ডীমঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. কালিকামঙ্গল
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন?
ক. বসন্তরঞ্জন সাহা
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. রাজা রাজেন্দ্রলাল মিত্র
ঘ. শ্রী বসন্তরঞ্জন রায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবীন্দ্র পরমেশ্বর কার উৎসাহে মহাভারত অনুবাদ করেছিলেন?
ক. ছুটি খাঁ
খ. পরাগল খাঁ
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নসীরানামা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. আলাওল
খ. মাগন ঠাকুর
গ. চন্দ্রাবতী
ঘ. মরদন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মধ্যযুগের কোন কবি আরাকান রাজসভায় কাব্যচর্চা করতেন?
ক. আলাওল
খ. কাজী দৌলত
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. সৈয়দ হামজা
উত্তরঃ ক

প্রশ্নঃ ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক কে?
ক. দীনেশ রঞ্জন দাস
খ. দীনেশ চন্দ্র সেন
গ. চন্দ্র কুমার দে
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জ্ঞানদাস
ঘ. আলাওল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেবীরকাহিনী নিয়ে ‘মনসামঙ্গল’ কাব্য রচিত?
ক. লক্ষ্মীন্দরের দেবী
খ. পদ্মাবতী দেবী
গ. মনসা দেবী
ঘ. বেহুলা ও চাঁদ সুন্দর
উত্তরঃ খ, গ

প্রশ্নঃ কোন কবি বাঙালী না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. জয়দেব
ঘ. চৈতন্যদেব
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য রচনা করেছেন–
ক. ভারতচন্দ্র রায়
খ. বসন্তরঞ্জন রায়
গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ কার রচনা?
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দ দাস
গ. জ্ঞানদাস
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লোকসাহিত্যের উপাদান কি?
ক. প্রমাণভিত্তিক বিষয়
খ. গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা
গ. জনশ্রুতিমূলক বিষয়
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ খ

প্রশ্নঃ পুরাণের সর্বমোট সংখ্যা কয়টি?
ক. আঠারটি
খ. চব্বিশটি
গ. বত্রিশটি
ঘ. ছত্রিশটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রামায়ণের শ্রেষ্ঠ অনুবদক কে?
ক. কাশীরাম দাস
খ. কৃত্তিবাস ওঝা
গ. বাল্মীকি
ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিম্নের কোনটি আমাদের দেশের উপকথা?
ক. আলাদীনের আশ্চর্য প্রদীপ
খ. আজব দেশে ঘনারাম
গ. আলি বাবা ও চল্লিশ চোর
ঘ. রাখালের পিঠা গাছ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আরাকান রাজসভার কবি ছিলেন কে?
ক. আবদুল করীম খন্দকার
খ. মীর মশাররফ হোসেন
গ. বাহরাম খান
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ কার কাব্যকে ‘রাজকণ্ঠের মণিমালা’ বলে অভিহিত করেছেন?
ক. বিদ্যাপতির
খ. জ্ঞানদাসের
গ. চণ্ডীদাসের
ঘ. গোবিন্দ দাসের
উত্তরঃ ক

প্রশ্নঃ দোভাসী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছেন-
ক. সৈয়দ হামজা
খ. সৈয়দ সুলতান
গ. সৈয়দ এমদাদ আলী
ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ ক

প্রশ্নঃ উইলিয়াম কেরি অনূদিত ‘নিউ টেস্টামেন্ট’ বাংলায় প্রথম কত সালে মুদ্রিত হয়?
ক. ১৭৭৮
খ. ১৭৯৯
গ. ১৮০০
ঘ. ১৮০১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে গীতির তাল নেই তাকে কি বলে?
ক. সঙ্গীত
খ. ভাটিয়ালী
গ. লোকগীতি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কত বঙ্গাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য আবিস্কৃত হয়?
ক. ১৩০৭ বঙ্গাব্দে
খ. ১৩০৯ বঙ্গাব্দে
গ. ১৩১৬ বঙ্গাব্দে
ঘ. ১৩২৩ বঙ্গাব্দে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কীর্তিলতা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. বড়ু চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জ্ঞানদাস
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনী আছে?
ক. লক্ষীন্দর দেবী
খ. পদ্মাবতী দেবী
গ. মনসা দেবী
ঘ. বেহুলা ও চাঁদসুন্দর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মঙ্গল কাব্য’ সমূহের বিষয়বস্তু মূলত-
ক. মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
খ. লোকসঙ্গীত
গ. ধর্ম বিষয়ক আখ্যান
ঘ. পীর পাঁচালী
উত্তরঃ গ

প্রশ্নঃ চৈতন্য যুগ হল-
ক. ১৩৫১-১৫০০
খ. ১৫০১-১৬০০
গ. ১২০১-১৩৫০
ঘ. ১৪৮৬-১৫৪০
উত্তরঃ খ

প্রশ্নঃ রামায়ণের মূল রচয়িতা কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কাশীরাম দাস
গ. কৃষ্ণ দ্বৈপায়ন বাস
ঘ. বাল্মীকি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৭৯৩ সালে ‘কর্নওয়ালিস কোর্ড’ – এর বঙ্গানুবাদ করেন কে?
ক. ব্রাসি হ্যালহেড
খ. উইলিয়াম কেরি
গ. হেনরি ফরস্টার
ঘ. জোনাথন ডানকান
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!