প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক. পালি
খ. অপভ্রংশ
গ. অবহট্ট
ঘ. সংস্কৃত
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?
ক. খ্রি.পূ. ১৫০০ – খ্রি.পূ. ৮০০
খ. খ্রি.পূ. ১০০০ – খ্রি.পূ. ২০০
গ. খ্রি.পূ. ১০০০ – খ্রি.পূ. ৬০০
ঘ. খ্রি.পূ. ৬০০ – ৬০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকের ভাষা
গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ
প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?
ক. ভারতীয়
খ. অস্ট্রেলীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চার্লস উইলকিন্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?
ক. ১৬৬৮
খ. ১৭৭৮
গ. ১৮৮৮
ঘ. ১৬৭৬
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. আরবি লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘প্রাকৃত শব্দটির অর্থ —-
ক. প্রকৃত
খ. যথার্থ
গ. যা করা হয়েছে
ঘ. স্বাভাবিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
খ. মধ্যভারতীয় আর্যভাষা
গ. নব্যভারতীয় আর্যভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ. রংপুরে
ঘ. যশোরে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
ক. ইন্দো-ইউরোপীয়
খ. ইন্দো-দ্রাবিড়িয়ান
গ. আর্য
ঘ. আর্য-ইউরোপীয়
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?
ক. মৈথিলী বর্ণমালা
খ. বাংলা বর্ণমালা
গ. অসমীয়া বর্ণমালা
ঘ. উর্দু বর্ণমালা
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্রজবুলি কি?
ক. হিন্দু ভাষা
খ. ব্রজের ভাষা
গ. উর্দু ভাষা
ঘ. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. গৌড় অপভ্রংশ
গ. মাগধী অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহট্ঠ
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতীয় মৌলিক লিপি কোনটি?
ক. ব্রাক্ষী
খ. কুটীল
গ. খরোষ্ঠী
ঘ. নাগরী
উত্তরঃ ক
প্রশ্নঃ খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?
ক. রাজেন্দ্রলাল মিত্র
খ. সম্রাট কনিষ্ক
গ. পাণিনি
ঘ. শীলভদ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. নাগরী লিপি
খ. শ্যামী লিপি
গ. সিংহলী লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার বয়স কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?
ক. গুপ্ত আমলে
খ. পাল আমলে
গ. সেন আমলে
ঘ. পাঠান আমলে
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, মধ্যযুগ, মধ্যযুগের শ্রেণীবিভাগ:
প্রশ্নঃ ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?
ক. চন্ডীদাস
খ. মানিক দত্ত
গ. ময়ূর ভট্ট
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘উড়কি ধানের মুড়কি দেব বিন্নি ধানের খই গাছ পাকা কলা দিব হাঁড়ি ভরা দই।’ এটি একটি-
ক. ছড়া
খ. প্রবাদ
গ. ধাধা
ঘ. লোকগীতি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভীম সেনের ‘গোর্খবিজয়’ কাব্যটি সম্পাদনা করেন কে?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
গ. ড. পঞ্চানন মণ্ডল
ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক. বাল্মীকি
খ. কাশীরাম দাস
গ. কৃত্তিবাস
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)