বাংলা সাহিত্য-৭৪

প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক. পালি
খ. অপভ্রংশ
গ. অবহট্ট
ঘ. সংস্কৃত
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?
ক. খ্রি.পূ. ১৫০০ – খ্রি.পূ. ৮০০
খ. খ্রি.পূ. ১০০০ – খ্রি.পূ. ২০০
গ. খ্রি.পূ. ১০০০ – খ্রি.পূ. ৬০০
ঘ. খ্রি.পূ. ৬০০ – ৬০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ গ

প্রশ্নঃ উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকের ভাষা
গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ

প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?
ক. ভারতীয়
খ. অস্ট্রেলীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চার্লস উইলকিন্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?
ক. ১৬৬৮
খ. ১৭৭৮
গ. ১৮৮৮
ঘ. ১৬৭৬
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. আরবি লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘প্রাকৃত শব্দটির অর্থ —-
ক. প্রকৃত
খ. যথার্থ
গ. যা করা হয়েছে
ঘ. স্বাভাবিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
খ. মধ্যভারতীয় আর্যভাষা
গ. নব্যভারতীয় আর্যভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ. রংপুরে
ঘ. যশোরে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
ক. ইন্দো-ইউরোপীয়
খ. ইন্দো-দ্রাবিড়িয়ান
গ. আর্য
ঘ. আর্য-ইউরোপীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?
ক. মৈথিলী বর্ণমালা
খ. বাংলা বর্ণমালা
গ. অসমীয়া বর্ণমালা
ঘ. উর্দু বর্ণমালা
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রজবুলি কি?
ক. হিন্দু ভাষা
খ. ব্রজের ভাষা
গ. উর্দু ভাষা
ঘ. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. গৌড় অপভ্রংশ
গ. মাগধী অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহট্‌ঠ
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতীয় মৌলিক লিপি কোনটি?
ক. ব্রাক্ষী
খ. কুটীল
গ. খরোষ্ঠী
ঘ. নাগরী
উত্তরঃ ক

প্রশ্নঃ খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?
ক. রাজেন্দ্রলাল মিত্র
খ. সম্রাট কনিষ্ক
গ. পাণিনি
ঘ. শীলভদ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. নাগরী লিপি
খ. শ্যামী লিপি
গ. সিংহলী লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার বয়স কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?
ক. গুপ্ত আমলে
খ. পাল আমলে
গ. সেন আমলে
ঘ. পাঠান আমলে
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, মধ্যযুগ, মধ্যযুগের শ্রেণীবিভাগ:

প্রশ্নঃ ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?
ক. চন্ডীদাস
খ. মানিক দত্ত
গ. ময়ূর ভট্ট
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘উড়কি ধানের মুড়কি দেব বিন্নি ধানের খই গাছ পাকা কলা দিব হাঁড়ি ভরা দই।’ এটি একটি-
ক. ছড়া
খ. প্রবাদ
গ. ধাধা
ঘ. লোকগীতি
উত্তরঃ ক

প্রশ্নঃ ভীম সেনের ‘গোর্খবিজয়’ কাব্যটি সম্পাদনা করেন কে?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
গ. ড. পঞ্চানন মণ্ডল
ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক. বাল্মীকি
খ. কাশীরাম দাস
গ. কৃত্তিবাস
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!