বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, হিন্দু কলেজ ও ইয়ংবেংঙ্গল:
প্রশ্নঃ ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন প্রত্রিকা প্রকাশিত হয়?
ক. বঙ্গদূত
খ. জ্ঞানান্বেষণ
গ. জ্ঞানাঙ্কুর
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ খ
প্রশ্নঃ ইয়ংবেঙ্গল গোষ্ঠিভুক্ত বিশেষ কে?
ক. অক্ষয় কুমার দত্ত
খ. এন্টনি ফিরঙ্গি
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কালীপ্রসন্নসিংহ ঠাকুর
উত্তরঃ ক
প্রশ্নঃ ইয়ংবেঙ্গল কি?
ক. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
গ. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
ঘ. একটি সাময়িক পত্রের নাম
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন লেখক ইয়ং বেঙ্গলের ভাবাদর্শের নয়?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রাধানাথ শিকদার
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, বাংলা ভাষা লিপি এবং মুদ্রন ব্যবস্থার ইতিহাস:
প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. চিত্র
খ. ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয় —
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক
প্রশ্নঃ পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ
প্রশ্নঃ সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
ক. সংস্কৃত থেকে
খ. মাগধী প্রাকৃত থেকে
গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
ঘ. শৌরসেনী থেকে
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?
ক. ব্রক্ষা লিপি
খ. আর্য লিপি
গ. ব্রাক্ষী লিপি
ঘ. ব্রক্ষী লিপি
উত্তরঃ গ
প্রশ্নঃ লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান–
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক. ১৯০০
খ. ১৮০০
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
ক. খ্রিস্টীয় অষ্টম শতক
খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
গ. খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজী
গ. মান্দারিন
ঘ. আরবি
উত্তরঃ গ
প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফরাসি
ঘ. উর্দু
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন ভাষাকে উত্তরাপথের ‘Lingua Franca’ বলা হতো?
ক. মহারাষ্ট্র ভাষাকে
খ. শৌরসেনী ভাষাকে
গ. মাগধী ভাষাকে
ঘ. মৈথিলী ভাষাকে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?
ক. চন্দ্রগুপ্ত
খ. আলেকজান্ডার
গ. আশোক
ঘ. কণিষ্ক
উত্তরঃ গ
প্রশ্নঃ শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
ক. প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ. প্রথম বাংলা মুদ্রণ
গ. প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ. প্রথম বাংলা স্কুল
উত্তরঃ খ
প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ
প্রশ্নঃ শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?
ক. ১৭০০ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক. ১২৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫৯৮ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট বাবর
গ. সম্রাট আরঙ্গজেব
ঘ. সম্রাট অশোক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?
ক. খ্রিস্টপূর্ব দশম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. দশম শতাব্দী
ঘ. নবম শতাব্দী
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)