প্রশ্নঃ ‘সংস্কৃতির সংকট’ গ্রন্থটির রচয়িতার নাম-
ক. মোতাহের হেসেন চৌধুরী
খ. গোপাল হালদার
গ. আবুল ফজল
ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত?
ক. সাহিত্য চর্চা
খ. শাশ্বত বঙ্গ
গ. কালের যাত্রার ধ্বনি
ঘ. সংস্কৃতির কথা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘নয়নচারা’ গল্পটি কার রচনা?
ক. আবু ইসহাক
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. মাহবুবুল আলম
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ আলাওলের ‘পদ্মাবর্তী’ পুঁথি সম্পাদনা করেছেন-
ক. ড. আহমদ শরীফ
খ. ড. সুকুমার সেন
গ. ড. মুহম্মদ এনামূল হক
ঘ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি মোতাহের হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ?
ক. সংস্কৃতির কথা
খ. শিক্ষা ও মনুষ্যত্ব
গ. শিক্ষার লক্ষ্য
ঘ. সভ্যতা ও সুখ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তোষামদ ও রাজনীতির ভাষা’ কোন ধরনের গ্রন্থ?
ক. ব্যাকরণ-বিষয়ক
খ. গদ্যগ্রন্থ
গ. রম্যরচনা
ঘ. নাটক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নামক বিখ্যাত গ্রন্থ কে রচনা করেছেন?
ক. ড. মুহম্মদ এনামুল হক
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. ড. কাজী দীন মুহাম্মদ
ঘ. ড. হুমায়ুন আজাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. গোপাল হালদার
খ. সুফিয়া কামাল
গ. শহীদুল্লাহ কায়াসার
ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ জসীম উদ্দীনের ‘চলে মুসাফির’ কি ধরনের রচনা?
ক. কবিতা
খ. উপন্যাস
গ. ভ্রমণ কাহিনী
ঘ. আত্মজীবনী
উত্তরঃ গ
প্রশ্নঃ সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধে কাবুল শহরের কাহিনী বর্ণিত–
ক. চাচা কাহিনী
খ. দেশে বিদেশে
গ. ঝান্ডুদা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য রচনা করেন–
ক. ভারতচন্দ্র রায়
খ. আলাওল
গ. রামরাম বসু
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ গ
প্রশ্নঃ জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
খ. চলে মুসাফির
গ. বিলেতে সাড়ে সাতশ দিন
ঘ. আমার তুরস্ক
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি ভ্রমণ কাহিনী?
ক. দুই দেশ, দুই মন
খ. পার্থিব
গ. জঙ্গম
ঘ. ভলগা থেকে গঙ্গা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি?
ক. নদী ও নারী
খ. নেমেসিস
গ. যদি এমন হতো
ঘ. ফুড কনফারেন্স
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি ব্যঙ্গ রচনা-
ক. আয়না
খ. তেইশ নম্বর তৈলচিত্র
গ. শবনম
ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘টুনি মেম’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. ভ্রমণ কাহিনী
গ. উপন্যাস
ঘ. রম্যরচনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি রম্য রচনা
ক. ধীরে বহে নীল
খ. পঞ্চতন্ত্র
গ. চোখের বালি
ঘ. সাত-সাঁতার
উত্তরঃ খ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা সংবাদপত্র:
প্রশ্নঃ ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. ঈশ্বরগুপ্ত
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ ভুখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
ক. বরিশাল হিতৈষী
খ. সমাচার দর্পণ
গ. ঢাকা প্রকাশ
ঘ. রংপুর বার্তাবহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’- এর মুখপাত্র ছিল কোন পত্রিকা?
ক. সওগাত
খ. মোহাম্মদী
গ. শিখা
ঘ. মুসলিম ভারত
উত্তরঃ গ
প্রশ্নঃ শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয়-
ক. মিহির
খ. হাফেজ
গ. সুধাকর
ঘ. কোহিনুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কল্লোল’ পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায়?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৭ সালে
গ. ১৯২৯ সালে
ঘ. ১৯৩০ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সম্পাদক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মোজাম্মেল হক
ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সবুজপত্র’ সম্পদনা করেন-
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে ‘গাজী আব্বাস বিটকেল’ বলা হতো?
ক. মীর মশাররফ হোসেনকে
খ. মুহাম্মদ বরকতুল্লাহকে
গ. কাজী নজরুল ইসলামকে
ঘ. এস ওয়াজেদ আলীকে
উত্তরঃ গ
প্রশ্নঃ সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে?
ক. ১৭৮০ সালে
খ. ১৭৯৯ সালে
গ. ১৮১৮ সালে
ঘ. ১৮২২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
ক. মাহেনও
খ. সওগাত
গ. ধূমকেতু
ঘ. কালিকলম
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?
ক. বিবিধার্থ সংগ্রহ
খ. বঙ্গদর্শন
গ. ভারতী
ঘ. রহস্যসন্দর্ভ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন পত্রিকাটি পূর্ববঙ্গ (বাংলাদেশ) থেকে প্রকাশিত হতো?
ক. কোহিনুর
খ. কল্লোল
গ. কালিকলম
ঘ. প্রচারক
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)