বাংলা সাহিত্য-৫৯

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করে ডি এল রায় কোন নাটকটি রচনা করেন?
ক. পাষাণী
খ. সীতা
গ. আনন্দ বিদায়
ঘ. দুর্গাদাস
উত্তরঃ গ

প্রশ্নঃ মধুসূদন কার অনুরোধে ‘একেই কি বলে সভ্যতা’ ও ‘বুড় শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসন দুটি রচনা করেন?
ক. রামনারায়ণ তর্করত্নের
খ. জমিদার সিংহ ভ্রাতাদের
গ. রামরাম বসুর
ঘ. বেলগাছিয়ার এক বৃদ্ধার
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ছেড়াঁ তার’ নাটকটির রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. তুলসী লাহিড়ী
গ. বিজন ভট্টাচার্য
ঘ. আব্দুল্লাহ আল মামুন
উত্তরঃ খ

প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
ক. ঢাকা
খ. কলকাতা
গ. লন্ডন
ঘ. মুর্শিদাবাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আলীবাবা’ নাটকটির রচয়িতা কে?
ক. দ্বিজেলন্দ্রলাল রায়
খ. সিকান্দার আবু জাফর
গ. শচীন্দ্রনাথ সেনগুপ্ত
ঘ. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নাটকের কাব্যধর্ম প্রকাশ পেলে তাকে বলে-
ক. নাট্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. নাটক
ঘ. কাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মৃচ্ছকটিক’ নাটকের রচয়িতার নাম কী?
ক. ভারত
খ. মন্মায় রায়
গ. শুদ্রক
ঘ. ডি এল রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বিজন ভট্টাচার্য রচিত নাটক কোনটি?
ক. নবান্ন
খ. জনপদ
গ. অবরোধ
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কবর’ কোন শ্রেণীর নাটক?
ক. ছোটগল্প
খ. বড়গল্প
গ. কাহিনী কাব্য
ঘ. নাটক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Famous writter of Bengli drama /বিখ্যাত বাঙালি নাট্যকার ছিলেন-
ক. Nurul Momen
খ. Abu Ishak
গ. Mustaba Ali
ঘ. Abu Zafar Obaidulla
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি নাটক?
ক. কর্তার ইচ্ছায় কর্ম
খ. গড্ডলিকা
গ. পল্লী সমাজ
ঘ. সাজাহান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ঘটনার প্রেক্ষিতে ‘ইন্ডিগো কমিশন’ গঠিত হয়?
ক. লঙ সাহেবকে জরিমানা করার জন্য
খ. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রেক্ষিতে
গ. নীলদর্পণ নাটক প্রকাশের প্রেক্ষিতে
ঘ. নীল চাষের উদ্যোগ প্রেক্ষিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. তুলসী লাহিড়ী
গ. বিজন ভট্টাচার্য
ঘ. আব্দুল্লাহ আল-মামুন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শর্মিষ্ঠা’ নাটকটি কোন ঘটনা অবলম্বনে রচিত?
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. গ্রিক পুরাণ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি নাটক?
ক. সিরাজ উদ্‌ দৌলা
খ. সোজন বাদিয়ার ঘাট
গ. সাঁঝের মায়া
ঘ. সংশপ্তক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নীল দর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য রেভারেন্ড লঙ সাহেবকে কত টাকা জরিমানা করা হয়েছিল?
ক. পাঁচশত টাকা
খ. এক হাজার টাকা
গ. একশত টাকা
ঘ. দশ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বঙ্গের প্রতাপাদিত্য’ এর নাট্যকার-
ক. প্রমথ চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙালি কর্তৃক অভিনীত প্রথম নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. কীর্তিবিলাস
গ. The Disguise
ঘ. Love is the best Doctor
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার-
ক. গিরিশচন্দ্র ঘোষ
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. নূরুল মোমেন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা মোলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?
ক. মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামনারায়ণ তর্করত্ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঐতিহাসিক নাটক কোনটি
ক. ডাকঘর
খ. সধবার একাদশী
গ. নুরজাহান
ঘ. রাবণবধ
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম বিয়গান্ত নাটক–
ক. ভদ্রার্জুন
খ. কীর্ত্তিবিলাস
গ. ছদ্মবেশ
ঘ. হরিশচন্দ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য রামনারায়ণ তর্করত্ন কোন নাটকটি রচনা করেন?
ক. কুলীনকুলসর্বস্ব
খ. বেণী-সংহার
গ. রত্নাবলী
ঘ. উভয় সংকট
উত্তরঃ গ

প্রশ্নঃ শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক কোনটি?
ক. শাহজাহান
খ. নূরজাহান
গ. সিরাজদ্দৌলা
ঘ. দেবাসুর
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা প্রবন্ধ:

প্রশ্নঃ ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন-
ক. বদরুদ্দিন উমর
খ. সৈয়দ শামসুল হক
গ. মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ. আবুল কালাম মনজুর মোরশেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
ক. চার ইয়ারী কথা
খ. পালামৌ
গ. দৃষ্টিপাত
ঘ. দেশে বিদেশে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা?
ক. কাব্যগ্রন্থ
খ. গল্পগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধগ্রন্থ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’, প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
ক. এস ওয়াজেদ আলী
খ. এয়াকুব আলী চৌধুরী
গ. মোঃ লুৎফর রহমান
ঘ. মোঃ ওয়াজেদ আলী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে?
ক. আকবর আলী খান
খ. ড. মুহম্মদ ইউনুস
গ. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ঘ. ড. আতিয়ার রহমান
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!