বাংলা সাহিত্য-৫৮

প্রশ্নঃ কোনটি নাটক?
ক. দত্তা
খ. সাজাহান
গ. পল্লীসমাজ
ঘ. গড্ডলিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হিন্দু থিয়েটার’ প্রতিষ্টা করেন?
ক. হেরাসিম লেবেদফ
খ. প্রসন্নকুমার ঠাকুর
গ. নন্দকুমার
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ গিরিশ চন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক-
ক. চণ্ড
খ. জনা
গ. প্রফুল্ল
ঘ. হারানিধি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
ক. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
খ. তুলসী লাহিড়ী
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. বালাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন?
ক. নুরুল মোমেন
খ. আসকার ইবনে শাইখ
গ. মুনির চৌধুরী
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি?
ক. কাফেলা
খ. রক্তপদ্ম
গ. প্রফুল্ল
ঘ. চণ্ডালিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন প্রহসনটি দিনবন্ধু মিত্রের?
ক. জামাই বারিক
খ. বিয়ে পাগলা বুড়ো
গ. সধবার একাদশী
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কামাল পাশা’ ও ‘কাফেলা’ নাটকদ্বয় কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কবি জসীম উদদীন
গ. প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ
ঘ. সুফী মোতাহার হোসেন
উত্তরঃ গ

প্রশ্নঃ মধুসূদন দত্তের কোন নাটকটি ছাপা হয়নি?
ক. Rajmohans wife
খ. Captive Ladie
গ. Rizia
ঘ. Razia
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের রচনাগুলোর মধ্যে যেটি প্রহসন সেটির নাম লিখুন?
ক. চিত্রাঙ্গদা
খ. বিয়ে পাগলা বুড়ো
গ. নীল দর্পণ
ঘ. সাজাহান
উত্তরঃ খ

প্রশ্নঃ ডি এল রায়ের সামাজিক নাটক নয় কোনটি?
ক. পরপারে
খ. বঙ্গনারী
গ. দুর্গাদাস
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-
ক. শহীদুল্লা কায়সার
খ. আব্দুল মান্নান সৈয়দ
গ. মামুনুর রশীদ
ঘ. আবুল হোসেন
উত্তরঃ গ

প্রশ্নঃ জন্ডিস একটি-
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. গল্প সংকলন
ঘ. নাটক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুনীর চৌধুরী কোন কারাগারে বসে ‘কবর’ নাটক রচনা করেন?
ক. লাহোর কারাগার
খ. যশোর কেন্দ্রীয় কারাগার
গ. ঢাকা কেন্দ্রীয় কারাগার
ঘ. চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
উত্তরঃ গ

প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. প্রমথ চৌধুরী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ খ

প্রশ্নঃ নাটকের উৎপত্তি কোথায়?
ক. মিশরে
খ. স্পেনে
গ. গ্রিসে
ঘ. লণ্ডনে
উত্তরঃ গ

প্রশ্নঃ কবর নাটিকাটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি কাব্যনাট্য?
ক. প্রায়শ্চিত
খ. নকশী কাঁথার মাঠ
গ. চিত্রাঙ্গদা
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কালবেলা’, ‘শেষ নবাব’ নাটকদ্বয়ের লেখক কে?
ক. আনিস চৌধুরী
খ. সাঈদ আহমেদ
গ. মুনির চৌধুরী
ঘ. কল্যাণ মিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কাফেলা’ নাটকটির রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. নূরুল মোমেন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. ইবরাহীম খাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মহাকবি আলাওল’ নাটকটির রচয়িতা কে?
ক. সিকান্দার আবু জাফর
খ. আনিস চৌধুরী
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন?
ক. কল্যাণ মিত্র
খ. হুমায়ুন আহমেদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আব্দুল্লাহ আল মামুন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বিজেন্দ্রল্লা রায় প্রধানত-
ক. কবি
খ. নাট্যকার
গ. গীতিকার
ঘ. ঔপন্যাসিক
উত্তরঃ খ

প্রশ্নঃ দীনবন্ধুর বাল্যনাম কি ছিল?
ক. দীনবন্ধু মিত্র
খ. গন্ধর্বনারায়ণ
গ. দীনবন্ধু নারায়ণ
ঘ. গন্ধর্বমিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ. উনপঞ্চাশের মন্বন্তের
গ. বায়ান্নার ভাষা আন্দোলন
ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নীল দর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করায় লঙ সাহেবকে যে জরিমানা করা হয়েছিল সেই টাকা পরিশোধ করেছিলেন কে?
ক. কালীপ্রসন্ন ঘোষ
খ. কালী প্রসন্ন সিংহ
গ. মধুসূদন দত্ত
ঘ. রামমোহন রায়
উত্তরঃ খ

প্রশ্নঃ মিশ্র শিল্প কোনটি?
ক. নাটক
খ. প্রবন্ধ
গ. উপন্যাস
ঘ. গদ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
ক. মুনীর চৌধুরী
খ. আবদুল্লাহ আল মামুন
গ. মামুনুর রশীদ
ঘ. রশীদ হায়দার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাকের ভাই’ চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
ক. মঞ্চ নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-তে
খ. ‘সংশপ্তক’ উপন্যাসের টিভি সিরিয়ালে
গ. টিভি সিরিয়াল ‘কোথাও কেউ নেই’-তে
ঘ. হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল ‘বহুব্রীহি’-তে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মসনদের মোহ’ নাটকটির রচয়িতা কে?
ক. শাহাদাৎ হোসেন
খ. ইব্রাহীম খাঁ
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. আকবর উদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ ঐতিহাসিক নাটক কোনটি?
ক. ডাকঘর
খ. সধবার একাদশী
গ. নুরজাহান
ঘ. রাবণবধ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!