প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজী রচিত গ্রন্থ কোনটি?
ক. অনলপ্রবাহ
খ. স্পেন বিজয়
গ. মহাশিক্ষা
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ রচনা করেন কে?
ক. মোজাম্মেল হক
খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ইসমাইল হোসেন সিরাজী রচিত গ্রন্থ নয়?
ক. অনল প্রবাহ
খ. তারা বাঈ
গ. তুরস্ক বিজয়
ঘ. তরঙ্গভঙ্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘স্পেন বিজয়’ কাব্যের রচয়িতা কে?
ক. অক্ষয়কুমার বড়াল
খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ. নবীনচন্দ্র সেন
ঘ. শামসুদ্দিন আবুল কালাম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ কাব্যটি কার?
ক. কায়কোবাদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মোজাম্মেল হক
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ শিবমন্দির, অমিয়ধারা গ্রন্থগুলোর রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. বেগম রোকেয়া
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘রায় নন্দিনী’ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ খ
প্রশ্নঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
ক. অনল প্রবাহ
খ. রায়নন্দিনী
গ. অপূর্ব নৈবদ্য
ঘ. জেগে উঠ বিদ্রোহী
উত্তরঃ ক
প্রশ্নঃ দুর্গেশনন্দিনীর প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী কোন উপন্যাস রচনা করেন?
ক. অনল প্রবাহ
খ. ইন্দিরা
গ. রায়নন্দিনী
ঘ. আনন্দময়ী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রায়নন্দিনী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. বেগম রোকেয়া
গ. কায়কোবাদ
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
ক. রাজশাহী
খ. রংপুর
গ. কুষ্টিয়া
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘স্পেনীয় মুসলমান সভ্যতা’ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কাজেম আল কোরায়শী
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. এয়াকুব আলী চৌধুরী
উত্তরঃ গ
প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ
ক. নূরনামা
খ. রায়নন্দিনী
গ. দুর্গেশ নন্দিনী
ঘ. কপালকুণ্ডলা
উত্তরঃ খ
প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন–
ক. ১৮৯৯
খ. ১৮৭৯
গ. ১৮৮১
ঘ. ১৮৮২
উত্তরঃ খ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সৈয়দ ওয়ালীউল্লাহ:
প্রশ্নঃ ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘লাল সালু’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহ্নিপীর
খ. তরঙ্গভঙ্গ
গ. সুড়ঙ্গ
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ?
ক. বিজ্ঞান বিষয়ক
খ. কাব্য
গ. উপন্যাস
ঘ. নাটক
উত্তরঃ গ
প্রশ্নঃ সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?
ক. নেমেসিস
খ. রূপান্তর
গ. সেনাপতি
ঘ. সুড়ঙ্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহ্নিপীর
খ. কেরামত মাওলা
গ. নয়া খান্দান
ঘ. কিত্তন খোলা
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর রচিত গ্রন্থ নয়?
ক. চাঁদের অমাবস্যা
খ. কাঁদো নদী কাঁদো
গ. চক্রবাক
ঘ. লালসালু
উত্তরঃ গ
প্রশ্নঃ সৈয়দ ওয়ালী উল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণীর উপন্যাস?
ক. সামাজিক
খ. আত্মজৈবনিক
গ. মনোসমীক্ষণমূলক
ঘ. রূপক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আলী আহসান
গ. মোজাম্মেল হক
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কি?
ক. গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা
খ. চাষী জীবনের করুণ চিত্র
গ. হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন
ঘ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
উত্তরঃ ক
প্রশ্নঃ লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি?
ক. ১৯৪৩
খ. ১৯৪৮
গ. ১৯৫১
ঘ. ১৯৭০
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটির লেখক কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শওকত ওসমান
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ঠিক
ক. মহাশ্মশান (নাটক)
খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ. বহ্নিপীর (নাটক)
ঘ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা-
ক. আবুল মনসুর আহমদ
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বহিপীর’ কে রচনা করেন?
ক. নজিবুর রহমান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. গোলাম মোস্তফা
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)