প্রশ্নঃ শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি?
ক. লোক লোকান্তর
খ. সহসা সচকিত
গ. উত্তরাধিকার
ঘ. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কার রচিত কাব্যগ্রন্থ?
ক. শামসুর রাহমান
খ. জাহানারা আরজু
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ শামসুর রাহমান খ্যাতী অর্জন করেছেন….সাহিত্যে?
ক. কাব্য
খ. নাট্য
গ. প্রবন্ধ
ঘ. উপন্যাস
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি শামসুর রাহমানের রচনা?
ক. হরফের ছড়া
খ. গোলাপ ফুটে খুকির হাতে
গ. পশারিণী
ঘ. জয়ের পথে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘রৌদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘বন্দী শিবির থেকে’ প্রভৃতি কার রচনা?
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. আল মাহমুদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. সৈয়দ শামসুল হক
ঘ. রফিক আজাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে?
ক. রোকনুজ্জামান খান দাদা ভাই
খ. শামসুর রাহমান
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মুহম্মদ জাফর ইকবাল
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কোন কবি কবিতা রচনায় সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. মেঘনাদ সাহা
উত্তরঃ খ
প্রশ্নঃ শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. অনেক আকাশ
খ. বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
গ. স্বর্ণ গর্দভ
ঘ. আশার বসতি
উত্তরঃ খ
প্রশ্নঃ Which of the following is a book by poet Shamsur Rahman?
ক. Roktokorobi
খ. Kritodasher Hashi
গ. Bisher Bashi
ঘ. Chilekother Shepai
ঙ. Bondi Shibir Theke
উত্তরঃ ঙ
প্রশ্নঃ কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
ক. স্মৃতির শহর
খ. রৌদ্র করোটিতে
গ. বিধ্বস্ত নীলিমা
ঘ. কালের ধুলোয় লেখা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লা জেলায়
খ. খুলনা জেলায়
গ. ঢাকা জেলায়
ঘ. পাবনা জেলায়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. নির্মলেন্দু গুণ
গ. শামসুর রহমান
ঘ. কবি আল মাসুদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. সৈয়দ শামসুল হক
গ. শামসুর রহমান
ঘ. সেলিম আলদীন
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের রচনা?
ক. নব বসন্ত
খ. কবিতার সঙ্গে গেরস্থালী
গ. বিরস সংলাপ
ঘ. পরানের গহীন ভিতর
উত্তরঃ খ
প্রশ্নঃ শামসুর রাহমানের আত্মজীবনী-
ক. হৃদয়ে আমার পৃথিবীর আলো
খ. কালের ধুলোয় লেখা
গ. নিজ বাসভূমি
ঘ. বন্দী শিবির থেকে
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি শামসুর রহমানে রচনা?
ক. নিরন্তর ঘন্টাধ্বনি
খ. নির্জন স্বাক্ষর
গ. নিরালোকে দিব্যরথ
ঘ. নির্বাণ
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়?
ক. নিরালোকে দিব্যরথ
খ. ইকারুসের আকাশ
গ. সাত নরী হার
ঘ. নিজ বাসভূমে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক. আল মাহমুদ
খ. আব্দুল মান্নান সৈয়দ
গ. অমিয় চক্রবর্তী
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বিধ্বস্ত নীলিমা’র কবি-
ক. শামসুর রাহমান
খ. হাসান হাফিজুর রহমান
গ. শহীদ কাদরী
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক
প্রশ্নঃ শামসুর রাহমানের কবিতার বইয়ের নাম?
ক. লোক লোকান্তর
খ. ধূসর পাণ্ডুলিপি
গ. সোনালী কাবিন
ঘ. বন্দী শিবির থেকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শামসুর রাহমানের কাব্য-
ক. রৌদ্র করোটিতে
খ. রাখালী
গ. ছায়াহরিণ
ঘ. সাঁঝের মায়া
উত্তরঃ ক
প্রশ্নঃ শামসুর রাহমানের কবিতা বইয়ের নাম-
ক. লোক লোকান্তর
খ. প্রতিদিন ঘরহীন ঘরে
গ. ভোরের নদীর মোহনায় জাগরণ
ঘ. আশার বসতি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-
ক. আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. মহাদেব সাহা
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ খ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সুকান্ত ভট্টাচার্য:
প্রশ্নঃ ‘রানার’ কবিতাটির রচয়িতা কে?
ক. বুদ্ধদেব বসু
খ. সমর সেন
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
ক. হরতাল
খ. পালাবদল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. অন্বিষ্ট সম্পর্ক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আঠারো বছর বয়স’ কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মিশ্র কলাবৃত্ত
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২৩
খ. ১৯৩২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৪
উত্তরঃ গ
প্রশ্নঃ সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
ক. মানবপ্রেম
খ. দেশপ্রেম
গ. অন্যায়ের প্রতিবাদ
ঘ. অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৪৭ সালে মাত্র ২১ বছর বয়সে কোন কবি মারা যান?
ক. জীবনানন্দ দাশ
খ. বিষ্ণু দে
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. সুকান্ত চট্টোপাধ্যায়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)