প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন নাটকটি সাঙ্কেতিক নাটক নয়?
ক. রাজা
খ. রক্তকরবী
গ. ডাকঘর
ঘ. বৈকুণ্ঠের খাতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক. চতুরঙ্গ
খ. চতুষ্কোণ
গ. চতুদর্শী
ঘ. চতুষ্পাঠী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ -কোন গল্পের উদ্ধৃতি?
ক. পোস্ট মাস্টার
খ. শাস্তি
গ. ছুটি
ঘ. একরাত্রি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অমল’ চরিত্রটি কোন নাটকের?
ক. ডাকঘর
খ. বিসর্জন
গ. রক্তকরবী
ঘ. অচলায়তন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান?
ক. মীর মশাররফ হোসেন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ Rabindranath Tagore got Noble Prize for this: অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. Gitanjali
খ. Sonar Tari
গ. Shesher Kabita
ঘ. Chitrangada
উত্তরঃ ক
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-
ক. ১৮৬১ খ্রিস্টাব্দে ৭ মে
খ. ১৮৫১ খ্রিস্টাব্দে ৭ জুন
গ. ১৮৩৮ খ্রিস্টাব্দে ৫ মে
ঘ. ১৮৪১ খ্রিস্টাব্দে ৭ জুন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. জহির রায়হান
উত্তরঃ গ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
ক. খুলনা দক্ষিণ ডিহি
খ. যশোরের কেশবপুর
গ. ছোটনাগপুর মালভূমি
ঘ. কুষ্টিয়ার শিলাইদহ
ঙ. খুলনার পিঠাভোগ গ্রাম
উত্তরঃ ঙ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
ক. বিসর্জন
খ. ডাকঘর
গ. বসন্ত
ঘ. অচলায়তন
উত্তরঃ গ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কোনটি?
ক. সাহিত্যের পথে
খ. কালান্তর
গ. সাহিত্য
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
ক. রক্তকরবী
খ. রানা প্রতাপসিংহ
গ. নবযৌবন
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘রক্তকরবী’ কি?
ক. রবীন্দ্রনাথের নাটক
খ. তারা শংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
গ. বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
ঘ. সৈয়দ শামসুল হকের নাটক
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য?
ক. রাজা ও রাণী
খ. চিরকুমার সভা
গ. বিয়ে পাগলা বুড়ো
ঘ. রামগরুড়ের ছানা
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
ক. চোখের বালি
খ. বলাকা
গ. ঘরে বাইরে
ঘ. রক্তকরবী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন?
ক. সুইজারল্যান্ড
খ. তুরস্ক
গ. জাপান
ঘ. জার্মানি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
ক. কবি
খ. ছবি
গ. জীবনের জলছবি
ঘ. কাঠ কয়লার ছবি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কালান্তর’ রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ?
ক. ছোটগল্প
খ. প্রবন্ধ
গ. উপন্যাস
ঘ. কাব্য
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ কি?
ক. একটি কবিতা
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. অমৃতলাল বসু
গ. নবীনচন্দ্র সেন
ঘ. মনোমোহন বসু
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধের রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. কোরবানী
ঘ. মহেশ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পঞ্চভূত’ কার লেখা-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. কাজী নজরুল ইসলাম
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি-
ক. নাটক
খ. উপন্যাস
গ. ভ্রমণকাহিনী
ঘ. কাব্য
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যেকোনটি কাব্যগ্রন্থ নয়?
ক. শেষ সপ্তক
খ. শ্যামলী
গ. শেষ লেখা
ঘ. শেষের কবিতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল – ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
ক. প্রমথ চৌধুরী
খ. প্রমথনাথ বিশি
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. চিত্রা
ঘ. পূরবী
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?
ক. শাহজাদপুর
খ. শিলাইদহ
গ. মনপুরা
ঘ. পতিশ্বর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা?
ক. পত্র
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
ক. ক্ষুধিত পাষাণ
খ. পদ্মগোখরা
গ. মাস্টার মশায়
ঘ. একটি তুলসী গাছের কাহিনী
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)