বাংলা সাহিত্য-৪৩

প্রশ্নঃ রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
ক. বাংলাদেশের জাতীয় সংগীত
খ. গল্পগুচ্ছ
গ. সঞ্চয়িতা
ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি?
ক. ঘরে বাইরে
খ. নৌকাডুবি
গ. করুণা
ঘ. গোরা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি নাটক?
ক. ডাকঘর
খ. রজনী
গ. গৃহদাহ
ঘ. তিথিডোর
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন?
ক. ডাকঘর
খ. নন্দিনী
গ. তীর্থযাত্রা
ঘ. কালের যাত্রা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সেজুঁতি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শামসুর রাহমান
ঘ. অক্ষয়কুমার বড়াল
উত্তরঃ খ

প্রশ্নঃ শেষের কবিতা কি? কে লেখেন? ‘শেষের কবিতা’ একটি-, ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
গ. গল্প, কায়কোবাদ
ঘ. প্রবন্ধ, নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো-
ক. ব্রিটিশ ভারতে রাজনীতি
খ. ইতিহাস
গ. প্রেম-ভালবাসা
ঘ. জমিদার-প্রজারকাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যে আছে অপেক্ষা করে, তার পরণে ঢাকাই শাড়ী, কপালে সিদুঁর-কার লেখা?
ক. শামসুর রহমান
খ. আহসান হাবীব
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
ক. জন্মদিন
খ. সন্ধ্যা সঙ্গীত
গ. প্রভাত সঙ্গীত
ঘ. আকাশ প্রদীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
ক. ২২ শে শ্রাবণ
খ. ২৩ শে শ্রাবণ
গ. ২৪ শে শ্রাবণ
ঘ. ২৫ শে শ্রাবণ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি নাটক নয়?
ক. বিসর্জন
খ. মুকুট
গ. মালিনী
ঘ. যোগাযোগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত উপন্যাস কোনটি?
ক. গোরা/চার অধ্যায়
খ. যোগাযোগ
গ. চোখের বালি
ঘ. নৌকাডুবি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দেনাপাওনা’ উন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধায়
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষট করে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
ক. নাটকের নাম
খ. গল্পের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. গীতিনাট্যের নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গীতাঞ্জলি’ কাব্যের ভূমিকা ইংরেজিতে লিখেন কোন কবি?
ক. ডব্লিও বি ইয়েটস্
খ. টি এস ইলিয়ট
গ. মিল্টন
ঘ. শেলী/কীটস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মৃণালিনী’ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বিমল মিত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন?
ক. সুভাষ চন্দ্র বসু
খ. লোকেন্দ্রনাথ পালিত
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে-
ক. সত্যেন্দ্রনাথের হাতে
খ. কাজী নজরুল ইসলামের হাতে
গ. রবীন্দ্রনাথের হাতে
ঘ. রজনীকান্ত সেনের হাতে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
খ. ব্রাহ্ম ধর্ম
গ. সনাতন ধর্ম
ঘ. বৈষ্ণব ধর্ম
উত্তরঃ খ

প্রশ্নঃ ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। পংক্তিটিকোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রহসন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
ক. যৌবনে দাও রাজঢীকা
খ. বই পড়া
গ. বাজে কথা
ঘ. সাহিত্যে খেলা
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্য কোনটি নাটক নয়?
ক. ডাকঘর
খ. নলিনী
গ. মুক্তধারা
ঘ. নৌকাডুবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. সুকুমার সেন
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. পবিত্র সরকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দেনা-পাওনা’ গল্পটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি?
ক. কঙ্কাল
খ. ল্যাবরেটরী
গ. নষ্টনীড়
ঘ. স্ত্রীর পত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
ক. চোখের বালি
খ. বৌঠাকুরানীর হাট
গ. শেষের কবিতা
ঘ. গোরা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!