প্রশ্নঃ বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন?
ক. ১৮৭০
খ. ১৮৭৫
গ. ১৮৮০
ঘ. ১৮৮৫
উত্তরঃ গ
প্রশ্নঃ এই লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত
ক. বেগম সুফিয়া কামাল
খ. সেলিনা হোসেন
গ. শামসুন্নাহার মাহমুদ
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কার প্রেরণায় বেগম রোকেয়া সাহিত্যচর্চা শুরু করেন?
ক. বড়ভাই
খ. স্বামী
গ. পিতা
ঘ. মাতা
উত্তরঃ খ
প্রশ্নঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি?
ক. জোহরা
খ. সুলতানার স্বপ্ন
গ. আনোয়ারা
ঘ. হামেলা
উত্তরঃ খ
প্রশ্নঃ রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৯ ডিসেম্বর
খ. ১০ জানুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি
ঘ. ১০ এপ্রিল
উত্তরঃ ক
প্রশ্নঃ বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
ক. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
খ. সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে
গ. শিমুদের নীতিকথা শিক্ষা দিতে
ঘ. নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বেগম রোকেয়ার শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সুলতানার স্বপ্ন
খ. অবরোধবাসিনী
গ. পদ্মরাগ
ঘ. মতিচুর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মতিচুর’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ খ
প্রশ্নঃ বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. মতিচুর
খ. কাপেলা
গ. ভ্রান্তিবিলাস
ঘ. সাত সাগরের মাঝি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অবরোধবাসিনী’ কার রচনা?
ক. উপেন্দ্র কিশোর রায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বেগম রোকেয়া
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ
প্রশ্নঃ বেগম রোকেয়ার শেষ রচনা কোনটি?
ক. শেষ রচনা
খ. নারী ও স্বাধীনতা
গ. নারীর অধিকার
ঘ. নারী ও তার প্রাপ্য
উত্তরঃ গ
প্রশ্নঃ বেগম রোকেয়ার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
ক. অবরোধবাসিনী
খ. পদ্মরাগ
গ. সুলতানার স্বপ্ন
ঘ. মতিচুর
উত্তরঃ ঘ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, ভাই গিরিশ্চন্দ্র সেন:
প্রশ্নঃ ‘তাজকরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
ক. মুন্সী আব্দুল লতিফ
খ. কাজী আকরাম হোসেন
গ. গিরিশচন্দ্র সেন
ঘ. শেখ আব্দুল জব্বার
উত্তরঃ গ
প্রশ্নঃ সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
ক. গোলাম মোস্তফা
খ. ফররুখ আহমদ
গ. ভাই গিরীশচন্দ্র সেন
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় কোরান শরীফ-এরঅনুবাদক ‘গিরিশচন্দ্র সেন’ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দুধর্ম
খ. খ্রিস্টান ধর্ম
গ. ব্রাহ্ম ধর্ম
ঘ. নাথ ধর্ম
উত্তরঃ গ
প্রশ্নঃ তাজকেরাতুল আওলিয়া অবলম্বেনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
ক. মুন্সী আব্দুল লতিফ
খ. কাজী আকরাম হোসেন
গ. গিরিশচন্দ্র সেন
ঘ. শেখ আব্দুল জব্বার
উত্তরঃ গ
বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, মাইকেল মধুসূদন দত্ত:
প্রশ্নঃ কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়?
ক. পদ্মাবতী
খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ. চতুর্দশপদী কবিতাবলী
ঘ. সনেট পঞ্চায়েত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মাইকেল মধুসূধন দত্তের প্রহসন-
ক. অতি অল্প হইল
খ. একেই কি বলে সভ্যতা
গ. ফাঁস কাগজ
ঘ. এর উপায় কি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
ক. গদ্য কবিতা
খ. গীতিকবিতা
গ. সনেট
ঘ. পয়ার
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
ক. রত্নাবতী
খ. সীতার বনবাস
গ. মায়াকানন
ঘ. রামচরিত মানস
উত্তরঃ গ
প্রশ্নঃ অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য ‘মেঘনাদ বধ’ এর রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘একেই কি বলে সভ্যতা? কে লিখেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক
প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন?
ক. তিলোত্তমাসম্ভব কাব্য
খ. বীরাঙ্গনা কাব্যে
গ. পদ্মাবতী নাটকে
ঘ. ব্রজাঙ্গনা কাব্যে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ কাব্য’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
ক. বীররস
খ. করুণ রস
গ. শান্ত রস
ঘ. মধুররস
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন কবিকে জাগরণের কবি বলা হয়?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. জীবনানন্দ দাস
গ. মধুসূদন দত্ত
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মেঘনাদ বধ’ কাব্যের রচয়িতা কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ
প্রশ্নঃ মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি?
ক. বীরাঙ্গনা
খ. তিলোত্তমাসম্ভব
গ. মেঘনাদবধ
ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি লিখেছেন-
ক. অদ্বৈত মল্ল বর্মণ
খ. আলাউদ্দীন আল আযাদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ ক
প্রশ্নঃ মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের উৎস কি?
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. ভগবত
ঘ. কুমারসম্ভব
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)