বাংলা সাহিত্য-২২

প্রশ্নঃ ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
ক. রবীনন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
ক. বিদ্যাপতি
খ. গুলবাগিচা
গ. কুহেলিকা
ঘ. যুগবাণী
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কবে, কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ৮ জুন, ২০০৫, ঢাকা
খ. ১১ জুন, ২০০৫, কোলকাতা
গ. ১৫ জুন, ২০০৫, কোলকাতা
ঘ. ১২ জুন, ২০০৫, ঢাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. সাম্যবাদী
ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক. আগমনী
খ. কোরবানী
গ. প্রলয়োল্লাস
ঘ. বিদ্রোহী
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন?
ক. দরিদ্র কৃষক
খ. যাত্রাদলের ম্যানেজার
গ. মাজারের খাদেম
ঘ. রুটির দোকানদার
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলানের লেখা?
ক. পদ্মগোখরা
খ. জোঁক
গ. সমাপ্তি
ঘ. প্রাগৈতিহাসিক
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘বুলবুল’ কি ধরনের গ্রন্থ?
ক. গানের বই
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. কবিতার বই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ব্যথার দান’ নজরুলের ইসলামের একটি-
ক. উপন্যাস
খ. নাটক
গ. গদ্যকাব্য
ঘ. প্রবন্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গ্রন্থটি কাজি নজরুল ইসলাম রচিত নয়?
ক. অগ্নিবীণা
খ. কুহেলিকা
গ. শেষ প্রশ্ন
ঘ. দোলনচাঁপা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা?
ক. পদ্ম গোখরা
খ. কাবুলি ওয়ালা
গ. বই কেনা
ঘ. জোঁক
উত্তরঃ ক

প্রশ্নঃ কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
ক. ষাট
খ. সত্তর
গ. চল্লিশ
ঘ. পঞ্চাশ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯২১ জানুয়ারি
খ. ১৯২২ জানুয়ারি
গ. ১৯২১ ডিসেম্বর
ঘ. ১৯২২ ডিসেম্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. আল মাহমুদ
ঘ. আবুল হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ব্যথারদান’ বইয়ের লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জহির রায়হান
গ. শওকত ওসমান
ঘ. কবি জসীম উদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
ক. বাঁধনহারা
খ. আলালের ঘরের দুলাল
গ. রূপের নেশা
ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রতম প্রকাশিত কবিতার নাম-
ক. নারী
খ. মুক্তি
গ. বিদ্রোহী
ঘ. বাতায়ন পাশে গুবাক তরুর সারি
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয়-
ক. ১৯২০ সালে
খ. ১৯২১ সালে
গ. ১৯২২ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম?
ক. বিদ্রোহী
খ. মুক্তি
গ. জিঞ্জির
ঘ. ছায়ানট
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
ক. দোলনচাঁপা
খ. বিষের বাঁশী
গ. সাম্যবাদী
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
ক. দোলনচাঁপা
খ. শেষ প্রশ্ন
গ. কুহেলিকা
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’র কে স্মরণ করেছেন কেন?
ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত ‘ব্যথার দান’ কোন শ্রেণীর রচনা?
ক. গল্প
খ. কবিতা
গ. নাটক
ঘ. গান
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
ক. রবীন্দ্র কুমার ঘোষ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বীরজাসুন্দরী দেবী
ঘ. মুজাফফর আহমদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যেগ্রন্থের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. দোলন চাঁপা
ঘ. বাঁধনহারা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. আবুল ফজল
ঘ. আবুল মনসুর আহমদে
ঙ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
ক. ১৩০৬
খ. ১৩০৮
গ. ১৩০৯
ঘ. ১৩১১
উত্তরঃ ক

প্রশ্নঃ কবি নজরুলের জীবনকাল কোনটি?
ক. ১৯০৩-১৯৭৬
খ. ১৮৮৯-১৯৬৬
গ. ১৮৯৯-১৯৭৬
ঘ. ১৮৯৯-১৯৬৬
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?
ক. দুর্দিনের যাত্রী
খ. ফণি-মনসা
গ. ব্যথার দান
ঘ. ধূমকেতু
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন-
ক. সঞ্চিতা
খ. ব্যাথার দান
গ. বিষের বাঁশি
ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!