প্রশ্নঃ কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডি লিট উপাধি প্রদান করে?
ক. ঢাকা বিশ্ববিদ্যলয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. হার্বার্ড বিশ্ববিদ্যলয়
ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? অথবা, বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. চণ্ডীদাস
গ. দৌলত কাজী
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি?
ক. বিষ্ণু দে
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সমর সেন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘ভোরের পাখী’ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. রাজেশেখর বসু
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমেদ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ সাহিত্য সম্রাট কার উপাধি?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মোহিতলাল মজুমদার
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মধুসুদন দত্ত
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয়–
ক. রবীন্দ্রনাথ ঠাকুর-বিশ্বকবি
খ. কাজী নজরুল ইসলাম-বিদ্রোহী কবি
গ. জসীমউদ্দীন-পল্লীকবি
ঘ. শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য সম্রাট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘রায় গুণাকর’ কার কাব্য উপাধি?
ক. মালাধর বসু
খ. মুকুন্দরাম
গ. ভারতচন্দ্র
ঘ. ময়ূর ভট্ট
উত্তরঃ গ
প্রশ্নঃ চিত্তরঞ্জন দাসকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভুষিত করেন?
ক. মহাত্মা গান্ধী
খ. বাংলার জনসাধারণ
গ. যুগান্তর দলের নেতা পুলিন দাস
ঘ. ভারতীয় কংগ্রেস
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কাব্যসুধাকর’ কার উপাধি?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. গোলাম মোস্তফা
গ. আল মাহমুদ
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নাগরিক কবি’ কার উপাধি?
ক. বিষ্ণু দে
খ. সুধীন দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সমর সেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
ক. আবুদল করিমের
খ. মুহম্মদ শহীদুল্লাহর
গ. মোতাহের হোসেন চৌধুরীর
ঘ. আবুল জফলের
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মরমী কবি’ কাকে বলা হয়?
ক. হাসন রাজা
খ. সুলতান মিয়াজী
গ. আলাউদ্দিন খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
ক. কবিকণ্ঠহার
খ. রায়গুণাকর
গ. কবিকঙ্কণ
ঘ. কবিরঞ্জন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘রাম গুণাকর’ কার কাব্য উপাধি?
ক. মালাধর বসু
খ. মুকন্দরাম
গ. ভারতচন্দ্র
ঘ. ময়ুভট্ট
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. শামসুর রহমান
উত্তরঃ গ
প্রশ্নঃ শেখ ফজলল করিমের উপাধি কি?
ক. কাব্যরত্মাকর
খ. সাহিত্য বিশারদ
গ. সাহিত্য সরস্বতী
ঘ. বিদ্যাবিনোদিনী
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসাবে সমাদৃত?
ক. জহির রায়হান
খ. মুনীর চৌদুরী
গ. হাবিবুর রহমান
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ গ
প্রশ্নঃ আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কাজীনজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ ক
প্রশ্নঃ কাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়?
ক. কালি প্রসন্ন সিংহ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে ‘নাইটহুড’ উপাধি পান?
ক. ১৯১৫ সালের ১ জুন
খ. ১৯১৫ সালের ২ জুন
গ. ১৯১৫ সালের ৩ জুন
ঘ. ১৯১৫ সালের ৫ জুন
উত্তরঃ গ
প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী কত সালে ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করে?
ক. ১৮৯৮ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
ক. ভাষাতত্ত্ববিদ
খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ. ইসলাম প্রচারক
ঘ. সমাজ সংস্কারক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কবিকঙ্কণ’ কার উপাধি?
ক. বিজয় গুপ্ত
খ. দ্বিজ মাধব
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পল্লীকবি’ উপাধি হলো-
ক. জসীম উদ্দীনের
খ. জীবনানন্দ দাশের
গ. হাসান হাফিজুর রহমানের
ঘ. নজরুল ইসলামের
উত্তরঃ ক
প্রশ্নঃ দীনেশচন্দ্র সেনকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করেন কে?
ক. ভারত সরকার
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
ঘ. সংস্কৃত কলেজ
উত্তরঃ ক
প্রশ্নঃ বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে-
ক. শেক্সপিয়ার
খ. আলবার্টো মোরোভিয়া
গ. চেখভ
ঘ. শহীদুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত-
ক. কবি বেগম সুফিয়া কামাল
খ. প্রফেসর ড. নীলিমা ইব্রাহিম
গ. শহীদ জননী জাহানারা ইমাম
ঘ. সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)