বাংলা সাহিত্য-০৭

প্রশ্নঃ ‘দত্তকুলোদ্ভব’ কবি কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. অজিত দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ যুগ সন্ধির কবি হলেন-
ক. ভারতচন্দ্র রায়
খ. ঈশ্বর চন্দ্র গুপ্ত
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন?
ক. বাংলা একাডেমী
খ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
গ. মুসলিম সাহিত্য সংঘ
ঘ. যশোর সাহিত্য সংঘ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নজিবর রহমানের উপাধি কি?
ক. সাহিত্যসম্রাট
খ. সাহিত্য বিশারদ
গ. সাহিত্যরত্ম
ঘ. তর্করত্ম
উত্তরঃ গ

প্রশ্নঃ জীবনানন্দ দাশ প্রধানত-
ক. ছন্দের কবি
খ. ভাবের কবি
গ. প্রকৃতির কবি
ঘ. মানুষের কবি
উত্তরঃ গ

প্রশ্নঃ জগদীশ চন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান?
ক. ১৮৯৬ সালে
খ. ১৯১২ সালে
গ. ১৯১৫ সালে
ঘ. ১৯১৯ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য?
ক. মধ্যযুগের ভাবধারায় পুষ্ট
খ. আধুনিক যুগের লক্ষণাক্রান্ত
গ. নারী শিক্ষা প্রসারের অগ্রগামী
ঘ. দুই যুগের মিলনকারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসাবে পরিচিত-
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ঈশ্বর পাটনী
গ. চণ্ডীদাস
ঘ. গোবিন্দ্রচন্দ্র দাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিমির হননের কবি কার উপাধি?
ক. গোলাম মোস্তফা
খ. জীবনানন্দ দাশ
গ. জসীমউদ্দীন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ খ

প্রশ্নঃ দেবেন্দ্রনাথ ঠাকুরকে ‘মহর্ষি’ উপাধি দেন কে?
ক. দ্বারকানাথ ঠাকুর
খ. ব্রিটিশ সরকার
গ. ব্রাহ্ম সমাজ
ঘ. ব্রাহ্মণ সমাজ
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, ছদ্দনাম ও প্রকৃত নাম:

প্রশ্নঃ ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. প্রমথ চৌধুরী
ঘ. টেকচাঁদ ঠাকুর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যয়
খ. মোজাম্মেল হক
গ. রাজশেখর বসু
ঘ. বিমল ঘোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
ক. প্রমথ নাথ বিশী
খ. প্রমথ চৌধুরী
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. প্রমথ নাথ বসু
উত্তরঃ খ

প্রশ্নঃ দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি?
ক. দৌলত উজির
খ. বাহরাম খান
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. দৌলত খান
উত্তরঃ খ

প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন?
ক. কোম্পানির শাসকদের ভয়ে
খ. সখের বসে
গ. সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারণে
ঘ. রসবোধ সৃষ্টির জন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ বিনয়কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
ক. বনফুল
খ. যাযাবর
গ. অবধূত
ঘ. বীরবল
উত্তরঃ খ

প্রশ্নঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্দনাম-
ক. চেনাকন্ঠ
খ. নীল লোহিত
গ. কাললূট
ঘ. কালপেঁচা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. রাজশেখর বসু
গ. মনোজ বসু
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বাংলার’ স্কট বলা হয় কাকে?
ক. বঙ্কিমচন্দ্রকে
খ. শরৎচন্দ্রকে
গ. রবীন্দ্রনাথকে
ঘ. কাজী নজরুলকে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম—
ক. প্রমথ চৌধুরী
খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
ক. যাযাবর
খ. অবধূত
গ. ভানুসিংহ
ঘ. হুতোম প্যাঁচা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি?
ক. প্রসন্নকুমার দাস
খ. সত্যসুন্দর দাস
গ. শ্যামাপ্রসাদ সেন
ঘ. অর্পণা চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শান্তিপুরের কবি’ বলা হয়-
ক. বিভূতিভূষণকে বন্দ্যোপাধ্যায়কে
খ. বিহারীলাল চক্রবর্তীকে
গ. মোজাম্মেল হককে
ঘ. কাজী ইমদাদুল হককে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো ‘রৈবতক’ ছদ্মনামে লিখতেন?
ক. অজিত দত্ত
খ. রামরাম বসু
গ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মীর মশাররফ হোসেন
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি কায়কোবাদের আসল নাম কি?
ক. কাজেম আল কোরেশী
খ. আবু নাসের কায়কোবাদ
গ. কায়কোবাদ ইসলাম
ঘ. আবুল হোসেন কায়কোবাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ধূমকেতু কোন কবির ছদ্দ নাম?
ক. জসীম উদ্দীন
খ. জীবনানন্দ দাস
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রামনিধি গুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রবাদলিপিটি পাঠ করেন?
ক. কাদম্বরী দেবী
খ. কবির মেয়ের
গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!