বাংলা সাহিত্য-০৬

প্রশ্নঃ কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডি লিট উপাধি প্রদান করে?
ক. ঢাকা বিশ্ববিদ্যলয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. হার্বার্ড বিশ্ববিদ্যলয়
ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? অথবা, বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. চণ্ডীদাস
গ. দৌলত কাজী
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি?
ক. বিষ্ণু দে
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সমর সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘ভোরের পাখী’ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. রাজেশেখর বসু
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমেদ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ সাহিত্য সম্রাট কার উপাধি?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মোহিতলাল মজুমদার
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মধুসুদন দত্ত
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয়–
ক. রবীন্দ্রনাথ ঠাকুর-বিশ্বকবি
খ. কাজী নজরুল ইসলাম-বিদ্রোহী কবি
গ. জসীমউদ্দীন-পল্লীকবি
ঘ. শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য সম্রাট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রায় গুণাকর’ কার কাব্য উপাধি?
ক. মালাধর বসু
খ. মুকুন্দরাম
গ. ভারতচন্দ্র
ঘ. ময়ূর ভট্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ চিত্তরঞ্জন দাসকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভুষিত করেন?
ক. মহাত্মা গান্ধী
খ. বাংলার জনসাধারণ
গ. যুগান্তর দলের নেতা পুলিন দাস
ঘ. ভারতীয় কংগ্রেস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কাব্যসুধাকর’ কার উপাধি?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. গোলাম মোস্তফা
গ. আল মাহমুদ
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নাগরিক কবি’ কার উপাধি?
ক. বিষ্ণু দে
খ. সুধীন দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সমর সেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
ক. আবুদল করিমের
খ. মুহম্মদ শহীদুল্লাহর
গ. মোতাহের হোসেন চৌধুরীর
ঘ. আবুল জফলের
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মরমী কবি’ কাকে বলা হয়?
ক. হাসন রাজা
খ. সুলতান মিয়াজী
গ. আলাউদ্দিন খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
ক. কবিকণ্ঠহার
খ. রায়গুণাকর
গ. কবিকঙ্কণ
ঘ. কবিরঞ্জন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাম গুণাকর’ কার কাব্য উপাধি?
ক. মালাধর বসু
খ. মুকন্দরাম
গ. ভারতচন্দ্র
ঘ. ময়ুভট্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. শামসুর রহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ শেখ ফজলল করিমের উপাধি কি?
ক. কাব্যরত্মাকর
খ. সাহিত্য বিশারদ
গ. সাহিত্য সরস্বতী
ঘ. বিদ্যাবিনোদিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসাবে সমাদৃত?
ক. জহির রায়হান
খ. মুনীর চৌদুরী
গ. হাবিবুর রহমান
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ গ

প্রশ্নঃ আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কাজীনজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়?
ক. কালি প্রসন্ন সিংহ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে ‘নাইটহুড’ উপাধি পান?
ক. ১৯১৫ সালের ১ জুন
খ. ১৯১৫ সালের ২ জুন
গ. ১৯১৫ সালের ৩ জুন
ঘ. ১৯১৫ সালের ৫ জুন
উত্তরঃ গ

প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী কত সালে ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করে?
ক. ১৮৯৮ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
ক. ভাষাতত্ত্ববিদ
খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ. ইসলাম প্রচারক
ঘ. সমাজ সংস্কারক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কবিকঙ্কণ’ কার উপাধি?
ক. বিজয় গুপ্ত
খ. দ্বিজ মাধব
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পল্লীকবি’ উপাধি হলো-
ক. জসীম উদ্দীনের
খ. জীবনানন্দ দাশের
গ. হাসান হাফিজুর রহমানের
ঘ. নজরুল ইসলামের
উত্তরঃ ক

প্রশ্নঃ দীনেশচন্দ্র সেনকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করেন কে?
ক. ভারত সরকার
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
ঘ. সংস্কৃত কলেজ
উত্তরঃ ক

প্রশ্নঃ বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে-
ক. শেক্সপিয়ার
খ. আলবার্টো মোরোভিয়া
গ. চেখভ
ঘ. শহীদুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত-
ক. কবি বেগম সুফিয়া কামাল
খ. প্রফেসর ড. নীলিমা ইব্রাহিম
গ. শহীদ জননী জাহানারা ইমাম
ঘ. সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!